*************
গীতালি চক্রবর্তী।
তখনো রয়েছ লেগে নীল আকাশের গায়ে
রাত্রির কালো হাত
,
তখনো নেভেনি
ঐ দূর নীলিমার
হাজার নক্ষত্রের
উজ্জ্বল দীপালোক ,
ধ্রুব তারা খানি সুকতারা
হয়ে তখনো প্রদীপ্ত ।
প্রহর চতুর্থ !
এসে ছিল সে !
অতি সংগোপনে
দিয়ে গেল মোর করে
মুক্তির চাবি খানি !
দুঃখের রজনী শেষ হ'লো আজ
নতুন প্রভাত
পরে !
জীবনের আহত স্বপনেরা
ডানা মেলে উড়ে যেতে
থাকে
সূদূর নক্ষত্র লোকে ।
মুক্ত আমি
! বইছে
স্বাধীন হাওয়া !
পায়ে নেই খাদে ভরা সোনার শিকল খানি
,
নেই পিছু টান
।
খুলবে না কেউ সময়ের
হিসেবের খাতা ,
রাঙাবেনা চোখ , দেখাবেনা ভয় ,
রবে না প্রভু
আর ভৃত্যের ব্যবধান ,
রবে , বৃহৎ বিশ্বকে দেখার আপন সময় ।
মনে মোর মুক্ত বিহঙ্গের
সুখ !
পাখা মেলে উড়ে চলি ধানসিঁড়ি তীরে ,
বড় কাছে মনে হয় দারুচিনি দ্বীপ ।
দেখি চেয়ে, সাগরের বুকে
জীবনের জোয়ারের টান ,
ভাঁটার মন্থর গতি
।
বাদ পড়ে নি
দাবানলের উত্তাপের ঢেউ ।
আজ বড় সুখী আমি !
পার্থিব গন্ডি ছেড়ে দিয়েছি
যে পাড়ি
প্রস্ফুটিত নক্ষত্রের
আলোর মোহনায় !
এ বিরাট বিশ্বকে
কোনদিন চোখে
হয়নি তো দেখা
!
আজ আমি পেয়েছি সে চাবি
,
পেয়েছি সে-ই ছাড়পত্র খানি ।
খুলে ফেলি অজানার রুদ্ধ দ্বার
খানি ,
চোখ মেলে মিশে যাই নির্মল আনন্দের
মাঝে ।
বরষিছে শরৎ শশীর জোছনার
ধারা ,
অবগাহনরত ধূলায়
ধূসর মলিন পৃথ্বী ।
ঐ তো , আকাশের
সীমারেখা মিশে আছে
নীলাম্বুর বুকে ,
ঐ দূরে , লাজে
রাঙা পদ্ম - কোরক
সমর্পিতা মধুর জোছনাতে !
পাহাড়ের গায়ে চঞ্চলা ঝর্ণার
খেলা ,
আলো ভুলে গলা ছাড়ে
বন বিহঙ্গের
দল ,
আলো - আঁধারের চলে লুকোচুরি খেলা ,
শিহরিত বন বিথিকা
!
পরম সুখে ভরেছে আমার হৃদয়ের ডালি !
পেয়েছি আমি আজ
, মুক্তির চাবি খানি ।
এ চাবি আমার নিজের সম্পদ
।
***** +
*****
http://www.alokrekha.com
গীতালি চক্রবর্তীর" একটি চাবি " কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteগীতালি চক্রবর্তীর" একটি চাবি " আলোকরেখায় যত কবিতা প্রকাশিত হয়েছে তার মধ্যে অন্যতম। কি বিষয়বস্তু কি ভাব শব্দ চয়ন সব মিলিয়ে অনন্য। খুব ভালো লাগলো। কোন শৃঙ্খল নেই নেই কোন বেড়ি পায়ে। দূর দূরান্তে ছোটে " খুলবে না কেউ সময়ের হিসেবের খাতা ,
ReplyDeleteরাঙাবেনা চোখ , দেখাবেনা ভয় ,
রবে না প্রভু আর ভৃত্যের ব্যবধান ,
রবে , বৃহৎ বিশ্বকে দেখার আপন সময় ।
মনে মোর মুক্ত বিহঙ্গের সুখ !
পাখা মেলে উড়ে চলি ধানসিঁড়ি তীরে ,
বড় কাছে মনে হয় দারুচিনি দ্বীপ ।" দারুন কথার সমাহার। অনেক ভালো বাসা কবি।