এক
দশ
আট
আঠেরো
লক্ষ
পাঠকধন্য
"আলোকরেখা"
!
যেদিন থেকে নিজের কথা ভাবতে শিখেছি, যখন থেকে চোখ মেলে চারদিক তাকিয়ে প্রশ্নের উত্তর খুঁজেছি, যেদিন থেকে অবাক বিস্ময়ে মানুষের মাঝে দেবতার উপস্থিতি অনুভব করতে পেরে আশ্বস্ত হয়েছি যে আমি একা নই সেদিন থেকে, সেইক্ষণ থেকে মানুষের ওপর আমার বিশ্বাস ন্যস্ত করতে শিখেছি ! তবে মিথ্যে বলবোনা, এই বিশ্বাসের কারণে কখনো কখনো কষ্ট যে পাইনি তা নয়! কিন্তু জীবনের খাতায় দেনা-পাওনার হিসেবটা খতিয়ে দেখার সময় "ফলাফল" এর কলামে এসে যখন পৌঁছাই তখন দেখি পাওয়ার সংখ্যা ও সমীকরণ সারা কলাম জুড়ে! পথচলা শুরুর ক্ষণে আমার ম্রিয়মান সাহস, দুরু দুরু বক্ষ, লোকবল ও কারিগরী দক্ষতার অপ্রতুলতা এবং পরবর্তী সময়ে আমার নাজুক স্বাস্থ্য ও প্রগতির পরিপন্থী মানুষের সাইবার আক্রমণ - এই সবকিছুকে তুলনা করতে পারি বিয়োগ হিসেবে। যোগ হিসেবে বলতে পারি অ-নে-ক জনের কথা আর অনেক অর্জনের কথা! বলতে পারি আরো অনেক কিছুর কথা ! কিন্তু আমার মনে হয় আমার এটা বলার সময় হয়েছে যে, আমার যত পাওয়া, যত অর্জন তার সবটুকু নিয়ে আমি তোমাদেরি একজন! আমার নিত্য যে কৃতিত্ব অর্জন তার সবটুকু তোমাদের দান! তোমাদের ভালোবাসায় আমার নিবাস। তোমরা বিনে সানজিদা আর 'আলোকরেখা' অস্তিত্বহীন !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি। এত সুন্দর লেখা যা মন কেড়ে নেয়।
ReplyDelete"আলোকরেখা"র সাথে পথ চলার আনন্দে আমরাও আনন্দিত ! অনেক অনেক ভালোলাগা অভিনন্দন !
ReplyDeleteঅন্তহীন অভিনন্দন
ReplyDeleteআত্মিক শুভেচ্ছা
১৮ লক্ষ পাঠকের ভালোবাসাধন্য আলোকরেখা'কে সুস্বাগতম ! আমরা আলোকরেখার সাথে এতটা পথ হেঁটেছি। যদিও জানি এটা নিশ্চিতভাবে যে সংখ্যা দিয়ে কখনো গভীরতা মাপা যায়না। মাপা যায়না মান কিংবা ভালোবাসা।তবুও অনেক ভালবাসি আলোকরেখাকে। সুন্দর হোক চলার পথ এই কামনা করি।
ReplyDeleteআজ আলোকরেখা আঠারো লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।আমরা আলোকরেখা’র সাথে ছিলাম থাকব। প্রার্থনা করি কোন পরাশক্তি জিততে পারবে না । অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে।
ReplyDeleteআলোকরেখা ১৮ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
ReplyDeleteঅন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভকামনা!
ReplyDelete