আমাদের ছোটবেলার পড়া ছড়া কবিতাগুলো
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
যোগীন্দ্রনাথ সরকার
মজার দেশ
এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,
রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো।
আকাশ সেথা সবুজবরণ গাছের পাতা নীল;
ডাঙ্গায় চরে রুই কাতলা জলের মাঝে চিল!
সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে;
ছেলেরা খায় 'ক্যাস্টর-অয়েল'- রসগোল্লা রেখে!
মণ্ডা-মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো;
অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো!
ছেলেরা সব খেলা ফেলে বই নে বসে পড়ে;
মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে !
ঘুড়ির হাতে বাঁশের লাটাই, উড়তে থাকে ছেলে;
বড়শি দিয়ে মানুষ গাঁথে, মাছেরা ছিপ ফেলে !
জিলিপি সে তেড়ে এসে, কামড় দিতে চায়;
কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়!
পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে!
ডাঙ্গায় ভাসে নৌকা-জাহাজ, গাড়ি ছোটে জলে!
মজার দেশের মজার কথা বলবো কত আর;
চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার।
-----------------------------------------------------------------------
নবকৃষ্ণ ভট্টাচার্য
কাজের লোক
“মৌমাছি, মৌমাছি,
কোথা যাও নাচি' নাচি'
দাঁড়াও না একবার ভাই।''
“ওই ফুল ফোটে বনে,
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।''
“ছোট পাখি, ছোট পাখি,
কিচি-মিচি ডাকি ডাকি'
কোথা যাও বলে যাও শুনি?''
“এখন না ক'ব কথা,
আনিয়াছি তৃণলতা,
আপনার বাসা আগে বুনি।''
“পিপীলিকা, পিপীলিকা,
দল-বল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।''
“শীতের সঞ্চয় চাই,
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিল পিল চলি।''
-----------------------------------------------------
রবীন্দ্রনাথ ঠাকুর
মাস্টার বাবু
আমি আজ কানাই মাস্টার,
বড় মোর বেড়াল ছানাটি
আমি ওকে মারি নে মা বেত,
মিছিমিছি বসি নিয়ে কাঠি।
রোজ রোজ দেরি করে আসে,
পড়াতে দেয় না ও তো মন,
ডান পা তুলিয়ে তোলে হাই,
যত আমি বলি 'শোন, শোন'।
দিনরাত খেলা খেলা খেলা,
লেখা পড়ায় ভারি অবহেলা।
আমি বলি 'চ ছ জ ঝ ঞ'
ও কেবল বলে 'মিয়ো, মিয়ো'।
প্রথম ভাগের পাতা খুলে
আমি ওরে বোঝাই মা কত-
চুরি করে খাস নে কখনে,
ভাল হোস গোপালের মতো।
যত বলি সব হয় মিছে,
কথা যদি একটাও শোনে-
মাছ যদি দেখেছে কোথাও
কিছুই থাকে না আর মনে।
চড়াই পাখির দেখা পেলে
ছুটে যায় সব পড়া ফেলে।
যত বলি 'চ ছ জ ঝ ঞ'
দুষ্টামি করে বলে 'মিয়ো'।
আমি ওরে বলি বার বার
'পড়ার সময় তুমি পড় -
তার পরে ছুটি হয়ে গেলে
খেলার সময় খেলা কোরো'।
ভাল মানুষের মত থাকে,
আড়ে আড়ে চায় মুখপানে,
এমনি সে ভান করে যেন
যা বলি বুঝেছে তার মানে।
একটু সুযোগা বোঝে যেই
কোথা যায় আর দেখা নেই।
আমি বলি 'চ ছ জ ঝ ঞ',
ও কেবল বলে 'মিয়ো মিয়ো'।।সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
কি যে ভাল লাগছে ছোটবেলার কবিতা গুলো পড়তে। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteআলোকরেখার এই পদক্ষেপকে অনেক অনেক সাধুবাদ জানাই। আশা করবো আরো কবিতা খুঁজে বের করে আলোকরেখায় প্রকাশিত হবে।
ReplyDeleteআলোকরেখায় প্রকাশিত এই কবিতা ছড়াগুলো যেন শৈশবে ফিরিয়ে নিয়ে গেল। অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteআলোকরেখায় প্রকাশিত এই কবিতা গুলো সেই ছোটবেলার দিনগুলির কথা মনে করিয়ে দিল। আলোকরেখাকে অনেক অনেক সাধুবাদ ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেবার জন্য।
ReplyDeleteযোগীন্দ্রনাথ সরকারের মজার দেশ ,নবকৃষ্ণ ভট্টাচার্য'র কাজের লোক অথবা রবি ঠাকুরের মাস্টার বাবু কবিতাগুলো আজকাল ছড়ার অথবা পাঠ্য পুস্তকে পাওয়ায় দায়। খুব ভালো লাগলো এই প্রয়াস কে।
ReplyDeleteআলোকরেখায় বসে পুরোনো লেখাগুলো পড়ি। "আমাদের ছোটবেলার পড়া ছড়া" পেয়ে খুব ভালো লাগলো সেই ছোটবেলার কথা মনে পরে গেল।শুভ কামনা।
ReplyDeleteআমাদের ছোটবেলার পড়া ছড়া কবিতাগুলো পড়ে খুব লাগলো। ছোটবেলার কথা মনে করিয়ে দিলো। এখনকার ছেলেমেয়েরা কি এগুলো পড়ে নাকি কেবল টুইংকেল টুইংকেল লিটিল ষ্টার পড়ে ? আমার জানা নেই। করো জানা থাকলে আমাকে জানিয়েন। আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ ছোটবেলার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
ReplyDelete