‘একুশ'
একটি ভাষায় ব্যবহৃত
বর্ণ ও
সংখ্যা দিয়ে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ
করি আমাদের প্রাত্যহিক প্রয়োজনে বা
বলা যায় প্রয়োজন মেটানোয় . যেমন
শিশু কান্না দিয়ে মা'কে ক্ষুধার কথা
জানায়, হাসি দিয়ে জানায় তার খুশীর বার্তা ! কিন্তু আমাদের জীবনে কিছু
বর্ণের সমষ্টি ও কিছু সংখ্যার সমষ্টি এই নিয়মকে ভঙ্গ
করে হারিয়ে ফেলে তাদের সংযুক্ত অর্থের ব্যঞ্জনা
! ২ এবং ১ এর সংযোগে ২১ হয়। যেমন আজ আলোকরেখার পাঠক সংখ্যা ২১ লক্ষে পৌঁছালো।
এই দুটো সংখ্যাকে অক্ষর দিয়ে লিখেও ওই সংখ্যাকেই বোঝানো যায়, যেমন 'একুশ'। কিন্তু সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে "একুশ" শব্দটি উচ্চারণের সাথে সাথে তা সংখ্যার গন্ডি ছাড়িয়ে অন্য এক অর্থ আমাদেরকে জানান দেয়। এই শব্দের সাথে অনুচ্চারিত শব্দ "ফেব্রূয়ারী", "শহীদ", "মাতৃভাষা", "বাংলা ভাষা", "মায়ের ভাষা", "প্রাণের ভাষা" - এই শব্দগুলো আমাদের বোধে ও সত্তায় স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়ে যায় !
এই দুটো সংখ্যাকে অক্ষর দিয়ে লিখেও ওই সংখ্যাকেই বোঝানো যায়, যেমন 'একুশ'। কিন্তু সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে "একুশ" শব্দটি উচ্চারণের সাথে সাথে তা সংখ্যার গন্ডি ছাড়িয়ে অন্য এক অর্থ আমাদেরকে জানান দেয়। এই শব্দের সাথে অনুচ্চারিত শব্দ "ফেব্রূয়ারী", "শহীদ", "মাতৃভাষা", "বাংলা ভাষা", "মায়ের ভাষা", "প্রাণের ভাষা" - এই শব্দগুলো আমাদের বোধে ও সত্তায় স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়ে যায় !
আপনাদের সবার প্রিয় "আলোকরেখা" দু'হাজার বিশ সালের একুশে ফেব্রুয়ারীতে একুশ লক্ষ পাঠক ধন্য হবার গৌরব অর্জন করলো এ আনন্দ কোথায় রাখি !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি। এত সুন্দর লেখা যা মন কেড়ে নেয়।
ReplyDelete২১ লক্ষ পাঠকের ভালোবাসাধন্য আলোকরেখা'কে সুস্বাগতম ! আমরা আলোকরেখার সাথে এতটা পথ হেঁটেছি। যদিও জানি এটা নিশ্চিতভাবে যে সংখ্যা দিয়ে কখনো গভীরতা মাপা যায়না। মাপা যায়না মান কিংবা ভালোবাসা।তবুও অনেক ভালবাসি আলোকরেখাকে। সুন্দর হোক চলার পথ এই কামনা করি।
ReplyDeleteআজ আলোকরেখা ২১ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।আমরা আলোকরেখা’র সাথে ছিলাম থাকব। প্রার্থনা করি কোন পরাশক্তি জিততে পারবে না । অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে।
ReplyDeleteআলোকরেখা ২১ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
ReplyDeleteঅল্প সময়ে আলোকরেখা এত জনপ্ৰিয়তা পাবার কারণ রুমির একাগ্রতা ও লেখার মান। আরো সুশোভিত নয়নাভিরাম ওয়েব সাইট। এতো সুন্দর সাজানো গোছালো। আসলেও সংগ্রহ শালা। আলোকরেখা আমাদের সব সময় প্রিয় ও থাকবে ।সত্য ও সুন্দরের জয় হোক ! অভিনন্দন!
ReplyDeleteঅন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভকামনা!আর তমার লেখা যে কি দারুন হয়েছে তা বলার নয় ।ভাল থেক !!!
ReplyDeleteআলোকরেখা ২১ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক ।এবারের
ReplyDeleteলেখাটা কি অপূর্ব লেখা মাষ্টার পিস্। কি লেখার গাঁথুনি তেমনি বার্তার বিনুনি। সব মিলিয়ে চমৎকার ,অনন্য।
অভিবাদন আলোকরেখা
ReplyDeleteআলোকরেখা যেনবা রুমির একনিষ্ঠ উপাসনা ও সাধনার অপূর্ব ফসল
অন্তহীন কৃতজ্ঞতা বন্ধু
খুব সুন্দর একুশ ভাবনার প্রকাশ
২১ লক্ষ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। সানজিদা রুমি ও আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন!
ReplyDelete