শব্দ ছোঁয়া গোধূলি বেলা
জাফর ইকবাল সিদ্দিকী
শব্দস্রোত থামিয়ে দিয়ে যে পারস্পরিক সম্পর্কের সূচনা
হয়েছিল কৈশোরের কোনো এক অচিহ্নিত রাতে, তার
প্রান্তরেখা এখনো দীপ্তমান আমার সমস্ত ভাবনায়। আমি
দাঁড়িয়ে ছিলাম আর এখনো দাঁড়িয়েই আছি তোমার
শিওরে, দীর্ঘ চুলের মোহে। এরই মধ্যে কড়া
নাড়ছে
ফেরার সূচনা। আমার রূপান্তর হয়নি
কিংবা পরিবর্তনও।
সময় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, আর আমিও পথের পথিক
হয়ে সময়ের সাথে সাথে বেড়ে উঠছি তোমার ছায়ায়,
তোমার হৃদ্যতায়, তোমার ভালোবাসায়, তোমার ক্যানভাস
একদিন থাকবোনা
একদিন ফিরে যাবো
ভূমি শয্যায় ।।
ইতিহাস বাঁক নিবে নির্বাচিত কবিতার ভিড়ে !!
তারপর দেখা হবে বুঝি অন্য এক গোধূলি বেলায় ?
কবি জাফর ইকবাল সিদ্দিকী শব্দ ছোঁয়া গোধূলি বেলা কবিতায় কিশোর প্রেম
ReplyDeleteতার প্রান্তরেখা এখনো দীপ্তমান কবির সমস্ত ভাবনায়। শিয়রে দাঁড়িয়ে যে চুলের মোহে তার হয়নি নি কোন পরিবর্তন। খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।
বাহ্ বেশ মনোগ্রাহী উত্তীর্ণ কবিতা
ReplyDeleteকবি জাফর ইকবাল সিদ্দিকী'র শব্দ ছোঁয়া গোধূলি বেলা চমৎকার একটি প্রেমের কবিতা। আলোকরেখাকে অনেক ধন্যবাদ নতুন এক কবির কবিতা প্রকাশ করার জন্য।
ReplyDeleteকবি জাফর ইকবাল সিদ্দিকী'র শব্দ ছোঁয়া গোধূলি বেলা চমৎকার মনোজ্ঞ প্রেমের কবিতা।
ReplyDeleteশব্দ ছোঁয়া গোধূলি বেলা কবি জাফর ইকবাল সিদ্দিকী'র চমৎকার একটি প্রেমের কবিতা। তার প্রান্তরেখা এখনো দীপ্তমান কবির সমস্ত ভাবনায়। শিয়রে দাঁড়িয়ে যে চুলের মোহে তার হয়নি নি কোন পরিবর্তন। খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।
ReplyDeleteকবি জাফর ইকবাল সিদ্দিকীর শব্দ ছোঁয়া গোধূলি বেলা উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা।
ReplyDeleteকবি জাফর ইকবাল সিদ্দিকীর "শব্দ ছোঁয়া গোধূলি বেলা "অনন্য চমৎকার একটি প্রেমের কবিতা। শব্দস্রোত থামিয়ে দিয়ে যে পারস্পরিক সম্পর্কের সূচনা ,শিওরে দাঁড়িয়ে থেকে দীর্ঘ কালো চুলের মোহে। কৈশোরের প্রাং পরিণত হয় ক্যানভাসে তুলির আঁচড় লাহে নানা রঙে। এ পরম টেনে নিয়ে যাবে ভূমি শয্যা পর্যন্ত। দেখা হবে কোন এক গোধূলি লগনে কোন এক জনমে। অপূর্ব ধারায় লেখা কবিতা। খুবই ভালো লাগলো। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDelete"শব্দ ছোঁয়া গোধূলি বেলা "অনন্য মনোরম প্রেমের কবিতা। খুব ভালো লাগলো। দেখা হবে গোধূলি বেলার কোন এক লগ্নে। এই চাওয়া আমাদের সবারই। কিন্তু কবির মত করে বলতে পারি না। কবি জাফর ইকবাল সিদ্দিকী'কে অনেক অনেক শুভ কামনা।
ReplyDelete