এক মুঠোয় বন্দী যখন
সানজিদা রুমি
নরম মসৃন দুটি দেহ একসাথে এক মুঠোয় বন্দী যখন
অধরে অধর এলোমেলো নিঃশ্বাস বুকের স্পন্দন।
অঝোর বর্ষণ প্লাবিত দুজন---
দুটি দেহ একসাথে এক মুঠোয় বন্দী যখন।
দুজনে এতো কাছাকাছি কেবল তুমি আর আমি
স্পর্শানুভূতি সুরের আধার -----
অজানা গুপ্ত ধনের প্রত্নতত্ত্ববিদ
খুঁজে ফেরে অজানা দ্বীপ।
লজ্জা অবনত চোখ ছুঁয়ে যায় সারা শরীর
উষ্ণতায় গোলে যাওয়া বরফ ছুঁয়ে যাওয়া কিনারা নদীর।
শুন্য বিধায় হাওয়ায় ভাসা
অবিনশ্বরের সাথে কথা বলা --
তারই সাথে বিলীন হওয়া
তুমি আমি আর ঈশ্বর মিলে মিশে একাকার
অজানা বাসর।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা রুমি এক মুঠোয় বন্দী যখন কবিতায় মিলনের যে রূপ অংকিত করেছেন তা সত্যি অনন্য বাস্তব। উপমা নন্দিত। দুটি দেহ একসাথে এক মুঠোয় বন্দী যখন কি অনবদ্য উপমা । সরল সুন্দর অধ্যাত্ম কবিতা। মানবিক মিলকে ঈশ্বরের সাথে মিলনের তুলনা করেছেন কবি। দারুন ভালো লাগলো। ভালো থেকেন কবি। শুভ কামনা।
ReplyDeleteসানজিদার লেখা আমার খুব ভালো লাগে। অসামান্য বিষয়কে অতি সাধারণ ভাবে পরিবেশন করে। এক মুঠোয় বন্দী যখন কবিতায় মিলনের যে বর্ণনা রয়েছে তা অপূর্ব। মানব দেহ মিলনের সাথে অবিনশ্বরের সাথে মিলনের সাথে তুলনা অপ্রতিম। খুব ভালো লাগলো। অনেক ভালো থেকো। আরো লেখো।
ReplyDeleteআপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগে । আমাদের ভাবনার সাথে যোগসূত্র রয়েছে । আলোক রেখা" য় আপনার লেখাগুলো পড়ি সর্বদা । আজকের লেখা কবিতাটা আমার আছে অপূর্ব লেগেছে। মানব মিলনের যে তত্ব উপস্থাপন করেছেন উচ্চ মার্গের লেখা। শুভ কামনা করি।
ReplyDeleteসানজিদা রুমির "এক মুঠোয় বন্দী যখন।" কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। মিলনের সিঞ্চিত প্লাবনে ভেসে যায় দুকূল। মিলিত হয় অধরের সাথে অধরের মিলন নিঃশ্বাসের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়। দুজনের বুকের স্পন্দন এক তন্ত্রীতে বেজে ওঠে। মিলনে শূন্য হয়ে মিলে মিশে একাকার হয়ে যায় অবিনশ্বরের সাথে। দারুন অনুভূতি। ভালো থেকো। আরো সুন্দর সুন্দর লেখো।
ReplyDeleteরুমির এই কবিতাটি আমার অনুভূতিতে ভীষণ নাড়া দিয়েছে
ReplyDeleteখুব নির্বাচিত শব্দ চয়ন এবং কবিতামালার ঠাস বুনন
একবিন্দু মানব প্রেম অনু থেকে পরমাণুর সাথে মিশে যাওয়া
মানব প্রেমবন্ধন থেকে অবিনশ্বরের অসীম প্রেমের সাগরে ভেসে যাওয়া তেমনি একটি চিত্রকল্প
কবিতায় এতো অল্পতে একটি জটিল দর্শনকে প্রকাশ করে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে
বহুমাত্রিকতা কবিতাকে উচ্চমার্গে পৌঁছে দিয়েছে
সাধুবাদ রুমি
তোমার কাছে এরকম কবিতা আরও চাই
সখী ভালবাসা এরে কয়
ReplyDeleteএক মুঠোয় বন্দী যখন কবিতায় সানজিদা রুমি দেহ মিলনের যে চিত্র অঙ্কন করেছেন তা আধ্যাত্বিক। দুই দেহের মাঝে ঈশ্বরের বসবাস। মিলিত দুটি দেহ আবিষ্কার করে যেমন কলম্বাস। অন্তে শূন্য ঈশ্বরের সাথে মিলন।
ReplyDelete