সেই ভালো!
- সুনিকেত চৌধুরী
মিতা আমার, একমত আমি তোমার সাথে।
বুকের ভেতরে আসমুদ্র হিমাচল বিস্তৃর্ণ
Elsaর পরশে জমে যাওয়া বরফের মত
কষ্টকে লুকিয়ে রেখে
আমিও দাঁড়াবো এসে
প্রতিটা মুহূর্তের অনুক্ষনে
বারে বারে ফিরে ফিরে যাবো আমি
সেই সন্ধ্যায়, সেই "ভালোবাসার দেশটা"তে
প্রথমবারের মত পা রাখার অনুভবে!
সেই ভালো, তুমি আর এসোনা,
এসোনা উড়াল দিয়ে
শোধ করে যত দায়-দেনা !
চাইনা হারাতে তোমায়
পেতে গিয়ে নতুন করে !
http://www.alokrekha.com
বেশ কিছুদিন পর প্রিয় কবি সুনিকেতের লেখা পেলাম। ভালো লাগছে।না পাওয়ার কষ্ট সেই বোঝে যে না পেয়েছে ,কবি তার মিতার একমত বুকের ভেতরে আসমুদ্র হিমাচল বিস্তৃর্ণ জমে যাওয়া বরফের মত কষ্টকে লুকিয়ে রেখে সেও এসে দাঁড়াবো এসে এইখানে এই রেখার কাছে প্রতিদিন ।চাইলেও ভোলা যায় না। খুব ভালো লাগলো ভালোবাসা হে আমাদের কবি।
ReplyDeleteকবি সুনিকেত প্রিয় হয়ে উঠার পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রেমের অনুভূতিগুলো তীব্র। বুকের ভেতরে এসে লাগে। বহুদিন বাদে তার লেখা পেলাম। ভালো লাগছে পড়ে। ভালো থাকবেন। আলোকরেখার কাছে অনুরোধ করি লেখা বেশি বেশি করে প্রকাশ করতে। শুভ কামনা।
ReplyDeleteসেই ভালো! কবিতায় - সুনিকেত চৌধুরী যে চিত্র অঙ্কন করেছেন তা সত্যিই অনন্য। প্রেম মানেই কষ্ট কথা গুলো যেমন সত্য। তেমনি কবি সুনকের এই কবিতায় বুঝিয়ে দিয়েছেন তা সহ্য করাই শ্রেয়। খুবই চমৎকার এক খানা কবিতা ,ভালোবাসা আমার প্রিয় কবি।
ReplyDeleteআমার প্রিয় প্রিয় কবি সুনিকেতের কবিতা হৃদয়ে যেয়ে লাগে। বড্ড বেশি অনুভূতিপ্রবণ। আর আমিও অনুভূতিপ্রবণ হয়ে উঠি। প্রিয় কবির কবিতা যেন জীবন ধারা কখনো কাঁদায় কখনো ভাবায়। কতবার করে যে পড়ি। বড্ড ভালো লাগে। অনেক অনেক এক রাশ ভালোবাসা কবি। ভালো থাকবেন। পরের কবিতায় নিজেও কাঁদবেন না আমাকেও কাঁদবেন না। আবারো ভালোবাসা। ❤
ReplyDelete'সেই ভাল'কবিতা ভাল লাগা এক মূর্ছনায় মন ছুঁয়ে গেছে। কবিতার ভাবের গভীরতা অন্তরের অন্তঃস্থলে পৌঁছে মনকে আবেগ আপ্লূত করে দিয়েছে। সহজ সরল ভাষা, বর্ণনায় অভাবনীয় চমক এবং মনের নিগুঢ় অভিব্যাক্তি প্রকাশে সুনিকেত চৌধুরী বরাবর অনন্য। প্রেম, বিরহ, পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব এবং সম্পর্কের অবশ্যম্ভাবী পরিণতির কাছে আত্মসমর্পণ - এই সব মিলিয়ে অনুভুতির প্রকাশে ঘটেছে অসাধারন এক বিরহ ব্যাঞ্জনা। কবিতায় থাকুন কবি! আলকরেখাকে ধন্যবাদ ! শুভকামনা নিরন্তর!
ReplyDelete