তুমি
- আশরাফ
আলী
সাত
সাতটা
সমুদ্র
আর
তেরোটা
নদীর
দূরত্বেও
অত্যাশ্চর্য্য
এক
আলো
জ্বলে
উঠে
প্রতীয়মান
করে
দেয়
আমার
মানসে
সাদা
চিকেন
টপে
আবৃত
তোমাকে !
মনে
হয়
হাত
বাড়ালেই
ছোঁয়া
যাবে
তোমাকে
কান
পাতলেই
শোনা
যাবে
হৃদস্পন্দন
তোমার !
বুক
ভরে
নেয়া
যাবে
তোমাকে
ছুঁয়ে
থাকা
অক্সিজেন
কণা।
তাকিয়ে
থাকা
যাবে
অপলক
বেদীতে
সমাসীন
তোমাকে
বিচ্ছুরিত
আলোকচ্ছটায় !
http://www.alokrekha.com
কবির ভালোবাসার সাত সমুদ্র তের নদী পেরিয়েও অম্লান। যেন হাত বাড়ালেই তাকে ছোয়া যাবে পাওয়া যাবে তার নিঃশ্বাসের ছোঁয়া। খুব সুন্দর লেখা। খুব ভালো লাগলো। ভালো থাকবেন কবি আশরাফ চৌধুরী।
ReplyDeleteতুমি ছোট্ট একটা শব্দ কিন্তু এর বিশালতা ব্যাপক। তুমি আমার অক্সিজেন। তুমি আলোকছটা তুমি ভালোবাসা। কবি আশরাফ আলী তার তুমি কবিতায় "তুমি"কে যেভাবে চিত্রিত করেছেন তা প্রশংসার দাবীদার। খুব ভালো লাগলো।
ReplyDeleteতাকিয়ে থাকা যাবে অপলক বেদীতে সমাসীন তোমাকে বিচ্ছুরিত আলোকচ্ছটায় !দারুন ! কি সুন্দর কথাগুলো। খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি আশরাফ আলীর তুমি কবিতায় অত্যাশ্চর্য্য এক আলো জ্বলে উঠে সাত সাতটা সমুদ্র আর তেরোটা নদীর দূরত্বেও।তোমাকে প্রতীয়মান করে দেয় হৃদয় মানসে।তুমির যে ছবি এঁকেছেন তা অনন্য। ভালোবাসার কোন সীমানা হয় না। অনেক ভালো লাগার একখানি কবিতা। ভালোবাসা কবি।
ReplyDelete