আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও "ভালোবাসার ভগ্নাংশ" ----------------------------------গীতালি দাশগুপ্তা। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    "ভালোবাসার ভগ্নাংশ" ----------------------------------গীতালি দাশগুপ্তা।





    "ভালোবাসার ভগ্নাংশ"
    ----------------------------------গীতালি দাশগুপ্তা।
    Close your eyes ,
    Come to me ,
    Hold my hands ,
    Tell me, who am I ?
    N...O ,
    You can't !
    আমি জানতাম !!
    অথচ , আমার খোলা চুলের গন্ধ , হাওয়ায় ওড়া
    শাড়ির আঁচলের ছোঁয়া ,
    নিরব নিশিথের পায়ের শব্দ ,
    স--ব , স--ব ছিলো তোমার বড় চেনা !

    একদিন তোমার হাসি , তোমার চাহনি ,
    তোমার সুর লহরী ,
    আমায় টেনে নিয়েছিলো তোমার অনেক কাছে।
    তুমিও এসেছিলে বহু দূ--র থেকে
    আমার একাকী হৃদয়ের
    অনন্ত সীমানায়।
    ভেসেছিনু দু'জন এক অনাবিল
    উদ্ভ্রান্ত স্রোতে।
    তোমার সুর তরঙ্গ আমায় ভাসিয়ে নিয়েছে
    দূ-র থেকে বহু দূরে।
    ডুব সাঁতারে চলে গেছি সেখানে ,
    যেখানে গড়েছি আমি ,
    একান্ত এক ছোট্ট পৃথিবী।

    না বলা অনেক কথাই সুরে সুরে বলে গেছো তুমি ,
    মুগ্ধ আবেগে শুনেছি , বোঝার চেষ্টা করেছি ,সে সাথে ,
    অনামিক এক গভীর আকর্ষনে
    ভালোবেসে গেছি !

    আজ কেনো এমন হ'লো ?
    এ মধুময় আলোকিত দিনগুলো
    কেনো বেছে নিলো অনাকাঙ্ক্ষিত
    আধিক্লিষ্ট আঁধারের ঠিকানা ?
    সেদিনের উপচেপড়া ভালোবাসা
    ছিলো কি প্রহসন মাত্র ?
    না কি , যৌবন পূর্ণিমার অদম্য জোয়ারের টানে ভেসেছিনু দু'জন ?
    দুলেছি কি ক্ষণিকের ভাবলোকের
    কৃত্রিম দোলনায় ?
    মিথ্যে ছিলো কি ,
    সেদিনের ললিতরাগে মাখা
    তোমার যত বাণী ?
    না কি ভুল অর্থ ব্যঞ্জনায় ঠকিয়েছি
    আমার "আমি" কে ?

    কিন্তু তুমি ?
    তুমিও কি , না বুঝে ধেয়ে ছিলে মোর পানে ?
    তাই কি না বলে ফিরে গেলে
    আপন আঙ্গিনায় ?
    ব'লে গেলে ক্ষতি কি ছিলো তোমার ?
    তোমার ছোঁয়া , তোমার নিঃশ্বাস ,
    তোমার বৃষ্টি ভেজা জামার গন্ধ ,
    তোমার ধমনীর কম্পন ,
    আ-জো আমায় সিক্ত করে !

    মেঘেদের ভেলায় ভেলায় পার হ'লো
    অনেকগুলো বছর !
    আজ , হয়তো মনেও পড়ে না আমায় !
    তবুও জেনো--------

    If I become blind and lose everything ,
    If you come and touch me ,
    I can say , this is my soul
    and my love !!




     http://www.alokrekha.com

    4 comments:

    1. সুদীপ সেনFebruary 25, 2020 at 5:10 PM

      কবি গীতালি দাশগুপ্তা। "ভালোবাসার ভগ্নাংশ" কবিতার এক নব রূপ। সুন্দর কবিতা। পাড়ে ভালো লাগলো। চেনা জানার পর অজানা অচেনা হলে কষ্ট অনেক। কবি খুব উত্তমভাবে তা ফুটিয়ে তুলেছেন।

      ReplyDelete
    2. অনামিকাFebruary 25, 2020 at 5:25 PM

      প্রিয় ,
      কবি গীতালি দাশগুপ্তা। "ভালোবাসার ভগ্নাংশ" কবিতা পড়ে ভালো লাগলো। চেনা ছোঁয়া যখন অচেনা হয়ে যায়। তখন খুব কষ্ট লাগে। এই কবিতার প্রতিটি শব্দ যেন আমার জীবনের কথা বলে। একদিন তুমি আমার চিলি শুরে শুরে বলে গেছে কত কথা। টেনে নিয়েছো কত কাছে। আজ সেই তুমি কত দূরে ধরতে চাইলেও পাই না তোমাকে। ভালো থাকবেন কবি। আর কি লিখবো আমি তো আর আপাদের মত কবি নই। ভাষা জানা নেই শব্দের ভান্ডার নেই। শুধু আছে স্মৃতি আর soul met -অনেক অনেক শুভ কামনা রইলো।
      ইতি
      নাম না হয় নাই জানলেন

      ReplyDelete
    3. মেহরিন খানFebruary 25, 2020 at 5:36 PM

      কবি গীতালি দাশগুপ্তা। "ভালোবাসার ভগ্নাংশ" কবিতা পড়ে ভালো লাগলো। দীর্ঘ কবিতার সারাংশ একটাই তুমি আর আমি। তোমার ছোঁয়া , তোমার নিঃশ্বাস ,তোমার বৃষ্টি ভেজা জামার গন্ধ ,তোমার ধমনীর কম্পন ,আ-জো আমায় সিক্ত করে !শুভেচ্ছা।

      ReplyDelete
    4. অমিয় বোসFebruary 25, 2020 at 9:02 PM

      কবি গীতালি দাশগুপ্তা। "ভালোবাসার ভগ্নাংশ" কবিতা পড়ে ভালো লাগলো।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ