"ভালোবাসার ভগ্নাংশ"
----------------------------------গীতালি দাশগুপ্তা।
Close your eyes ,
Come to me ,
Hold my hands ,
Tell me, who am I ?
N...O ,
You can't !
আমি জানতাম !!
অথচ , আমার খোলা চুলের গন্ধ , হাওয়ায় ওড়া
শাড়ির আঁচলের ছোঁয়া ,
নিরব নিশিথের পায়ের শব্দ ,
স--ব , স--ব ছিলো তোমার বড় চেনা !
একদিন তোমার হাসি , তোমার চাহনি ,
তোমার সুর লহরী ,
আমায় টেনে নিয়েছিলো তোমার অনেক কাছে।
তুমিও এসেছিলে বহু দূ--র থেকে
আমার একাকী হৃদয়ের
অনন্ত সীমানায়।
ভেসেছিনু দু'জন এক অনাবিল
উদ্ভ্রান্ত স্রোতে।
তোমার সুর তরঙ্গ আমায় ভাসিয়ে নিয়েছে
দূ-র থেকে বহু দূরে।
ডুব সাঁতারে চলে গেছি সেখানে ,
যেখানে গড়েছি আমি ,
একান্ত এক ছোট্ট পৃথিবী।
না বলা অনেক কথাই সুরে সুরে বলে গেছো তুমি ,
মুগ্ধ আবেগে শুনেছি , বোঝার চেষ্টা করেছি ,সে সাথে ,
অনামিক এক গভীর আকর্ষনে
ভালোবেসে গেছি !
আজ কেনো এমন হ'লো ?
এ মধুময় আলোকিত দিনগুলো
কেনো বেছে নিলো অনাকাঙ্ক্ষিত
আধিক্লিষ্ট আঁধারের ঠিকানা ?
সেদিনের উপচেপড়া ভালোবাসা
ছিলো কি প্রহসন মাত্র ?
না কি , যৌবন পূর্ণিমার অদম্য জোয়ারের টানে ভেসেছিনু দু'জন ?
দুলেছি কি ক্ষণিকের ভাবলোকের
কৃত্রিম দোলনায় ?
মিথ্যে ছিলো কি ,
সেদিনের ললিতরাগে মাখা
তোমার যত বাণী ?
না কি ভুল অর্থ ব্যঞ্জনায় ঠকিয়েছি
আমার "আমি" কে ?
কিন্তু তুমি ?
তুমিও কি , না বুঝে ধেয়ে ছিলে মোর পানে ?
তাই কি না বলে ফিরে গেলে
আপন আঙ্গিনায় ?
ব'লে গেলে ক্ষতি কি ছিলো তোমার ?
তোমার ছোঁয়া , তোমার নিঃশ্বাস ,
তোমার বৃষ্টি ভেজা জামার গন্ধ ,
তোমার ধমনীর কম্পন ,
আ-জো আমায় সিক্ত করে !
মেঘেদের ভেলায় ভেলায় পার হ'লো
অনেকগুলো বছর !
আজ , হয়তো মনেও পড়ে না আমায় !
তবুও জেনো--------
If I become blind and lose everything ,
If you come and touch me ,
I can say , this is my soul
and my love !!
http://www.alokrekha.com
কবি গীতালি দাশগুপ্তা। "ভালোবাসার ভগ্নাংশ" কবিতার এক নব রূপ। সুন্দর কবিতা। পাড়ে ভালো লাগলো। চেনা জানার পর অজানা অচেনা হলে কষ্ট অনেক। কবি খুব উত্তমভাবে তা ফুটিয়ে তুলেছেন।
ReplyDeleteপ্রিয় ,
ReplyDeleteকবি গীতালি দাশগুপ্তা। "ভালোবাসার ভগ্নাংশ" কবিতা পড়ে ভালো লাগলো। চেনা ছোঁয়া যখন অচেনা হয়ে যায়। তখন খুব কষ্ট লাগে। এই কবিতার প্রতিটি শব্দ যেন আমার জীবনের কথা বলে। একদিন তুমি আমার চিলি শুরে শুরে বলে গেছে কত কথা। টেনে নিয়েছো কত কাছে। আজ সেই তুমি কত দূরে ধরতে চাইলেও পাই না তোমাকে। ভালো থাকবেন কবি। আর কি লিখবো আমি তো আর আপাদের মত কবি নই। ভাষা জানা নেই শব্দের ভান্ডার নেই। শুধু আছে স্মৃতি আর soul met -অনেক অনেক শুভ কামনা রইলো।
ইতি
নাম না হয় নাই জানলেন
কবি গীতালি দাশগুপ্তা। "ভালোবাসার ভগ্নাংশ" কবিতা পড়ে ভালো লাগলো। দীর্ঘ কবিতার সারাংশ একটাই তুমি আর আমি। তোমার ছোঁয়া , তোমার নিঃশ্বাস ,তোমার বৃষ্টি ভেজা জামার গন্ধ ,তোমার ধমনীর কম্পন ,আ-জো আমায় সিক্ত করে !শুভেচ্ছা।
ReplyDeleteকবি গীতালি দাশগুপ্তা। "ভালোবাসার ভগ্নাংশ" কবিতা পড়ে ভালো লাগলো।
ReplyDelete