সূর্যোদয় কিংবা সূর্যাস্তের অরুনাভ কিরণের চ্ছটা দিগন্তে যে মোহনীয় দৃশ্যের অবতারণা করে অনেক দূরে হলেও দিগন্তের ওই আলোকরেখা আমাদের হৃদয়কে একই রংয়ে রঞ্জিত করে ! দিগন্তের ওই ‘আলোকরেখা’র তাকিয়ে আমরা অজান্তেই হয়ে যাই আনমনা, কিংবা সমাহিত এক উচ্চতর কোনো কিছুতে ! মনে হয় হৃদয়ের ভেতরে কোথাও শোধনাগারে সব মলিনতা আর অপূর্ণতা সরে গিয়ে জায়গা করে দিচ্ছে এক নির্মল আর প্রশান্ত সরোবরের। আর বিশ লক্ষ বা দু' মিলিয়ন যে নামই দিই না কেন এই সরোবরের প্রশান্তি ও নির্মলতার সংগীত যেন বাজতেই থাকে - পৌঁছাতে থাকে আমাদের হৃদয়ের গভীর থেকে গভীরে , যেখানে ভগবান !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা তোমাকে শুভেচ্ছা আলোকরেখার সেদিন শুরু করলে-এর মধ্যেই ২০ লক্ষ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। তোমাকে আর তোমার আলোকরেখাকে ভালবাসা আর অভিনন্দন! ”
ReplyDelete২০ লক্ষ পাঠক সংখ্যা পৌঁছে গেছে। সানজিদা রুমি ও আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন! আর লেখাটা এত মনজ্ঞ হয়েছে ।সানজিদা রুমির এই লেখাটা উচ্চ মার্গের লেখা ।আবারো অনেক অনেক ভালবাসা ।
ReplyDeleteসানজিদা তোমাকে অনেক শুভেচ্ছা !২০ লক্ষ পাঠক সংখ্যাযা পৌঁছানোর জন্য অনেক অভিনন্দন !আর তোমার লেখাটা খুব সুন্দর হয়েছে। ভাল থেকো
ReplyDeleteআজ আলোকরেখার পাঠক সংখ্যা বিশ লক্ষ। দারুন ব্যাপার সানজিদা রুমি ও আলোকরেখার চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন!লেখাটা দারুন হয়েছে ।অনবদ্য শব্দ অনন্য ভাব সব মিলিয়ে দারুন ।
ReplyDeleteআজ আলোকরেখার পাঠক সংখ্যা বিশ লক্ষ। দারুন ব্যাপার! সানজিদা রুমি ও আলোকরেখার জন্য - ভালবাসা আর অভিনন্দন!লেখাটা কিন্তু দারুন হয়েছে । শব্দ ও অনন্য ভাব সব মিলিয়ে অনবদ্য ।আমি খুব খুশি তোমার এই সাফল্যের জন্য। আরো ভালো লেগেছে তোমার লেখাটা পড়ে। খুব ভালো হয়েছে। ভাল থেকো আর অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteওরে বাবা ! সেদিন যাত্রা শুরু হল আজ আলোকরেখার পাঠক সংখ্যা ২০ লক্ষ। দারুন ব্যাপার! সানজিদা রুমি ও আলোকরেখারকে ভালবাসা আর অভিনন্দন জানাই !লেখাটাও দারুন। আরো ভালো লেগেছে সানজিদা রুমির লেখাটা পড়ে। খুব ভালো হয়েছে। অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteসেদিন যাত্রা শুরু হল আজ আলোকরেখার পাঠক সংখ্যা ২০ লক্ষ। দারুন ব্যাপার! সানজিদা রুমি ও আলোকরেখারকে ভালবাসা আর অভিনন্দন জানাই !
ReplyDeleteএকটা ভালো কিছু, গতানুগতিকতার সীমিত গন্ডি ছাড়িয়ে নতুনতর একটা কিছুর প্রচেষ্টা, নির্মল একটা কিছুকে ঘিরে আবর্তিত একটা উদ্যোগ - এর সাথে জড়িত থাকতে পারার যে আনন্দ, যে bliss, 'আলোকরেখা' আবহের ছোট্ট একটি অংশ হয়ে সেটা উপভোগ করার সুযোগ পেয়ে আমি করজোড় ও অবনত মস্তক! পৌঁছে যাবার তাড়া নেই কোনো, আনন্দ এই পথ চলাতেই !
ReplyDeleteসেদিন যাত্রা শুরু হল আজ আলোকরেখার পাঠক সংখ্যা ২০ লক্ষ। দারুন ! সানজিদা রুমি ও আলোকরেখারকে ভালবাসা আর অভিনন্দন জানাই ! লেখাটা অনবদ্য ।লেখাটা যেন মাখনের মত নরম -লেখা যে মসৃন হতে পারে এই লেখাটা তার প্রমান। শব্দ আর কথার যে বিনুনী গাঁথা হয়েছে তা আলোকরেখার ২০ লক্ষ বার্তাকে ছাড়িয়ে গেছে।
ReplyDelete