বৃষ্টি
মুনা চৌধুরী
আমি বললাম
: হও
আমার ভেতর যা হতে চাও ।
তুমি বললে
: হবো
তোমার ভেতর হবো
ঘরবাড়ি, মানুষ আর ঝলমলে বাজপাখি ।
তুমি হলে অতলান্তিকে এক সাজানো সংসার
তুমি হলে নীলাম্বরী ভ্রূণ, আমাদের পুত্র
তুমি হলে প্রশান্তি, ভালোবাসা আর অনাবিল আনন্দ ।
তুমি যখন হলে, চারিদিক জুড়ে বৃষ্টি
তুমি যখন নিলে, চারিদিক জুড়ে বৃষ্টি
তুমি যখন শেষ হলে, চারিদিক জুড়ে বৃষ্টি
তুমি যখন চলে গেলে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি ।
স্তব্ধতা, পূর্ণ স্তব্ধতায় জেগে থাকি অনন্ত মধ্যাহ্ন রাতে-
দেখি,
এক ভীষণ সুন্দর অলীক শিশু
ওর দুচোখ ভরা নোনাজল
সেই নোনাজল পাঠ করে সাদাপাতা
সাদাপাতা উড়ে যায় বাতাসে বাতাসে ....
আসে নতুন বসন্ত বারবার
নিস্তব্ধ সংগীত নিয়ে
মরা সূর্যমুখী, বুনো হাওয়া, অশান্ত বাতাস নিয়ে
এভাবে কত কাল,
কত যুগ
কত শতাব্দী ?
মুনা চৌধুরী
আমি বললাম
: হও
আমার ভেতর যা হতে চাও ।
তুমি বললে
: হবো
তোমার ভেতর হবো
ঘরবাড়ি, মানুষ আর ঝলমলে বাজপাখি ।
তুমি হলে অতলান্তিকে এক সাজানো সংসার
তুমি হলে নীলাম্বরী ভ্রূণ, আমাদের পুত্র
তুমি হলে প্রশান্তি, ভালোবাসা আর অনাবিল আনন্দ ।
তুমি যখন হলে, চারিদিক জুড়ে বৃষ্টি
তুমি যখন নিলে, চারিদিক জুড়ে বৃষ্টি
তুমি যখন শেষ হলে, চারিদিক জুড়ে বৃষ্টি
তুমি যখন চলে গেলে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি ।
স্তব্ধতা, পূর্ণ স্তব্ধতায় জেগে থাকি অনন্ত মধ্যাহ্ন রাতে-
দেখি,
এক ভীষণ সুন্দর অলীক শিশু
ওর দুচোখ ভরা নোনাজল
সেই নোনাজল পাঠ করে সাদাপাতা
সাদাপাতা উড়ে যায় বাতাসে বাতাসে ....
আসে নতুন বসন্ত বারবার
নিস্তব্ধ সংগীত নিয়ে
মরা সূর্যমুখী, বুনো হাওয়া, অশান্ত বাতাস নিয়ে
এভাবে কত কাল,
কত যুগ
কত শতাব্দী ?
মুনা চৌধুরী বৃষ্টি কবিতায় স্বপ্নের হাওয়ায় বলল "হও" সে বললো " হবো
ReplyDeleteতোমার ভেতর হবো ঘরবাড়ি, মানুষ আর ঝলমলে বাজপাখি ।" এক ভীষণ সুন্দর অলীক শিশু যে মনের মাঝে বসত করে। খুব ভালো লাগলো এই স্বপ্নময় জগতের এই ভ্রূণ শিশুর কবিতা পড়ে.অনেক শুভকামনা।
কবি সানজিদা রুমির "ভ্রূণ " ও মুনা চৌধুরীর " বৃষ্টি " কবিতা দুটোই না জন্মানো শিশুকে নিয়ে। একজন রূঢ় বাস্তব আরেকটি অলীক কাল্পনিক। কবি মুনা চৌধুরী তার কবিতা বৃষ্টিতে লিখেছেন " তুমি হলে অতলান্তিকে এক সাজানো সংসার তুমি হলে নীলাম্বরী ভ্রূণ, আমাদের পুত্র তুমি হলে প্রশান্তি, ভালোবাসা আর অনাবিল আনন্দ" হৃদয় আন্দোলিত করে। খুব ভালো। শুভেচ্ছা।
ReplyDeleteমুনা চৌধুরীর " বৃষ্টি " কবিতা পড়ে খুব ভালো লাগলো। কল্পনার ভেলায় ভেসে সত্যিকারের অতলান্তিক সংসার পাতা ছোট্ট শিশু হলো নীলাম্বরী ভ্রূণ,পুত্র আর প্রশান্তি, ভালোবাসা আর অনাবিল আনন্দ ।খুব সুন্দর। অনেক ভালো লাগা।
ReplyDeleteScientists have spotted in an atom the electrons were disappearing from the top layer and reappearing in the bottom layer a fraction of a second later - with no trace of them existing in between. সর্বত্র বিরাজমান চৈতন্যে আবির্ভাব আর তিরোধান, appearing and disappearing, এর অনন্ত অসীম আবহের যে "খেলা" মুনা চৌধুরী তার সাথে একাত্ম ! Appearing এ "প্রশান্তি, ভালোবাসা আর অনাবিল আনন্দ" আর Disappearing এ "বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি।" সেইসাথে সারাটা চৈতন্য জুড়ে পরিপূর্ণ নিস্তব্ধতা! - কি অসম্ভব রকমের ভালোলাগা একটা কবিতা ! যোগী মুনা চৌধুরীকে প্রণাম !
ReplyDeleteআশরাফ আলী'র মন্তব্য পক্ষপাতিত্বের দোষে দুষ্ট। মুনা চৌধুরী ছাড়াও ভালো লেখক আছেন এবং তারাও ভালো লেখেন। আশা করি আশরাফ আলী এই ব্যপারে খেয়াল রাখবেন।
DeleteMr Anonymous lolz
Delete