বাইশ লক্ষ স্পন্দন !
আমাদের কর্মব্যস্ত দৈনন্দিনে আমাদের চাওয়া-পাওয়ার বিফলতা যখন বিমর্ষ করে নিয়ত আমরা তখন হয়ে যাই অদৃষ্টবাদী, মেনে নেই যে যা পাওয়া গেলোনা যা অর্জিত হলোনা তা হবার নয় - এইই আমাদের ভবিতব্য ! আমাদের সত্বায় তখন সতত আনাগোনা করে নিরাশা, নিরানন্দ ! আমরা দিগন্তের দিকে তাকিয়ে তখন আর খুঁজে পাই না আলোকরেখা ! সত্য-সুন্দরের পুজোর অর্ঘ কমে আসে স্তিমিত হয় আশার আলো ! আমাদের জীবনের ওই সময়টাতে ওই ক্রান্তিলগ্নে একটা উপলব্ধি সম্ভবত আমাদের দোরগোড়ায় এসে কড়া নাড়ে। আমরা সচকিত হয়ে খুঁজি, কে এলো ?
আলোকরেখার বাইশ লক্ষ পাঠক প্রাপ্তির মোহন ক্ষণে আশাদীপ্ত ও আশাহত সব হৃদয়ের কাছে আমি একটা খোলা চিঠি পাঠাতে চাই ! ঠিকানা বিহীন সেই চিঠির শুরু থেকে শেষ অবধি আবোল- তাবোল অনেক কথার মাঝে সকলের সমীপে পেশ করতে চাই আমার জপমালাঃ সত্যম শিবম সুন্দরম ! সত্যই সুন্দর !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি। এত সুন্দর লেখা যা মন কেড়ে নেয়।
ReplyDelete২২ লক্ষ পাঠকের ভালোবাসাধন্য আলোকরেখা'কে সুস্বাগতম ! আমরা আলোকরেখার সাথে এতটা পথ হেঁটেছি। যদিও জানি এটা নিশ্চিতভাবে যে সংখ্যা দিয়ে কখনো গভীরতা মাপা যায়না। মাপা যায়না মান কিংবা ভালোবাসা।তবুও অনেক ভালবাসি আলোকরেখাকে। সুন্দর হোক চলার পথ এই কামনা করি।
ReplyDeleteআজ আলোকরেখা ২২ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করলো। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।আমরা আলোকরেখা’র সাথে ছিলাম থাকব। প্রার্থনা করি কোন পরাশক্তি জিততে পারবে না । অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে।
ReplyDeleteআলোকরেখা ২২ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।আলোকরেখাকে সুস্বাগতম আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি। এত সুন্দর লেখা যা মন কেড়ে নেয়।
ReplyDeleteআলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি। অনবদ্য লেখা ।সানজিদা রুমির লেখনি শক্তির যত প্রশংশা করা যায় কম।আলোকরেখার মত আমরাও বলতে চাই --সত্যম শিবম সুন্দরম ! সত্যই সুন্দর !
ReplyDeleteঅন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভকামনা! অনবদ্য লেখা.
ReplyDeleteআলোকরেখা ২২ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
ReplyDeleteপাঠকের ভালোবাসাধন্য আলোকরেখা'কে সুস্বাগতম ! আমরা আলোকরেখার সাথে এতটা পথ হেঁটেছি। যদিও জানি এটা নিশ্চিতভাবে যে সংখ্যা দিয়ে কখনো গভীরতা মাপা যায়না। মাপা যায়না মান কিংবা ভালোবাসা।তবুও অনেক ভালবাসি আলোকরেখাকে। সুন্দর হোক চলার পথ এই কামনা করি।
ReplyDelete