যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা
আপনি আপনি আসিবে
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
জোর করে মন হরন করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা
এই যে ভীষণ যন্ত্রণা
আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
জোর করে মন হরন করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা
এই যে ভীষণ যন্ত্রণা
আপন মন হয় মনের মতন
মনে মন করে আকর্ষন
আপন মন হয় মনের মতন
মনে মন করে আকর্ষন
সেই মনে আর ঘুণে ধরে না রে, ধরে না
সেই মনে আর ঘুণে ধরে না
মনে মন করে আকর্ষন
আপন মন হয় মনের মতন
মনে মন করে আকর্ষন
সেই মনে আর ঘুণে ধরে না রে, ধরে না
সেই মনে আর ঘুণে ধরে না
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়া দিলেও সরে না রে, মন সরে না
এই যে ভীষণ যন্ত্রণা
এই যে ভীষণ যন্ত্রণা
কাছে বসে মুচকি হাসে
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়া দিলেও সরে না রে, মন সরে না
এই যে ভীষণ যন্ত্রণা
এই যে ভীষণ যন্ত্রণা
বেহায়া মনা শামসুল হকে
আশার মশাল জ্বেলে বুকে
বেহায়া মনা শামসুল হকে
আশার মশাল জ্বেলে বুকে
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে, মন মিলে না
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
আশার মশাল জ্বেলে বুকে
বেহায়া মনা শামসুল হকে
আশার মশাল জ্বেলে বুকে
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে, মন মিলে না
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
মনচোরা…
এই জন্য আলোকরেখা আমাদের এত প্রিয় এখানে প্রজ্ঞা মনোরঞ্জন সব প্রতক্ষ্য করতে পারি ।খুব ভাল লাগলো গানটা শুনে ।
ReplyDelete"যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না, করে ছলনা এই যে ভীষণ যন্ত্রণা" কথাটা এত সত্য।খুব ভাল লাগলো
ReplyDelete