আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে---------চিশতী বাউল ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে---------চিশতী বাউল



    যদি থাকে নসিবে
    আপনি আপনি আসিবে
    জোর করে মন হরণ করো না, করে ছলনা
    এই যে ভীষণ যন্ত্রণা
    যদি থাকে নসিবে
    আপনি আপনি আসিবে
    যদি থাকে নসিবে
    আপনি আপনি আসিবে
    জোর করে মন হরন করো না, করে ছলনা
    এই যে ভীষণ যন্ত্রণা
    এই যে ভীষণ যন্ত্রণা
    আপন মন হয় মনের মতন
    মনে মন করে আকর্ষন
    আপন মন হয় মনের মতন
    মনে মন করে আকর্ষন
    সেই মনে আর ঘুণে ধরে না রে, ধরে না
    সেই মনে আর ঘুণে ধরে না
    ভাল লাগলে ভালবেসে
    কাছে বসে মুচকি হাসে
    ভাল লাগলে ভালবেসে
    কাছে বসে মুচকি হাসে
    তাড়ায়া দিলেও সরে না রে, মন সরে না
    এই যে ভীষণ যন্ত্রণা
    এই যে ভীষণ যন্ত্রণা
    বেহায়া মনা শামসুল হকে
    আশার মশাল জ্বেলে বুকে
    বেহায়া মনা শামসুল হকে
    আশার মশাল জ্বেলে বুকে
    অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে, মন মিলে না
    অন্ত্রে যন্ত্রে করে সাধনা
    মনচোরা
    Translate to English

    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    2 comments:

    1. রেবেকা সুলতানাMarch 12, 2020 at 5:57 PM

      এই জন্য আলোকরেখা আমাদের এত প্রিয় এখানে প্রজ্ঞা মনোরঞ্জন সব প্রতক্ষ্য করতে পারি ।খুব ভাল লাগলো গানটা শুনে ।

      ReplyDelete
    2. মিতা রহমানMarch 12, 2020 at 6:07 PM

      "যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না, করে ছলনা এই যে ভীষণ যন্ত্রণা" কথাটা এত সত্য।খুব ভাল লাগলো

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ