আমার_কম্পাস_চাই
তৌহিদা হানফি মাহমুদ
দিকভ্রান্ত মানুষ- আমি
এমন একজনকে খুঁজছি
যাকে আমার ইচ্ছে মত
ভালবাসবো ।
ফাগুনী পূর্ণিমা রাতে নিরাপদে পালিয়ে যাবো
অথবা ফিরবো-
আমি এমন একজনকে খুঁজছি
খুন করে এসে যাকে বলতে পারবো
আমি অপরাধী-
আমাকে সুধরে দাও
সুযোগ দাও শাস্তি দাও।
আমি এমন একজনকে খুঁজছি
যে আমার সব অভিমান নিজের মত
করে বুঝবে
আমার না বলা কষ্টগুলো তার ছোঁয়ায়
প্রজাপতি হবে।
আমি এমন একজনকে খুঁজছি
যে আমার সকল কাঁধের বোঝা
দূরে অজানায় ফেলে আসবে
মন পালকে ভেসে বেড়াবে
আমি এমন একজনকে চাইছি
যে আমার ‘তুমি’ হবে;
চুপিসারে আদরে রাঙাবে
ঘুম ভাঙাবে-
তুমি হবে? আমার একজন
তুমি রবে সকল কাজে
আমার ধ্বনি তোমার হৃদয়ে বাজে।
আমি তোমাকে খুঁজছি
যার অস্তিত্ব আমাকে শক্তি দিয়ে
বেঁচে থাকতে শেখায়
যে আছে আমার হিয়ার মাঝে
আমাকে পথ দেখায়।
মন, তোমায় চাইছি
প্রতিক্ষণ প্রতিবিম্ব হয়ে-
থাকবে কি আমার চারপাশে।
নিখুঁত ‘কম্পাস’ হয়ে।
তৌহিদা হানফি মাহমুদ
১২/০৩/২০২০
টরোন্ট
http://www.alokrekha.com
তৌহিদা হানফি মাহমুদ এর "আমার কম্পাস চাই" কবিতা পড়ে পুরুষ পাঠকদের মনে একটা ভাবনার উদয় হওয়া নিতান্ত স্বাভাবিক, আমরাও তো সেটাই চাই! কিন্তু আমি ভাবছি বর্তমানের নারী স্বাধীনতার পটভূমিতে স্বনির্ভর নারীরা এটা কিভাবে নেবেন। কবিতার বিষয় নিয়ে মন্তব্য।
ReplyDeleteকবিতা নিয়ে বলতে গেলে, বিষয়ের বর্ণনায় উপমার ব্যবহার স্বতঃস্ফূর্ত ও কোমল। কবিতা পড়তে গিয়ে গড়গড়িয়ে এগিয়ে যাওয়া যায়। পড়তে ভালো লাগে। শুধু এই কোমলতা আর রোমান্টিকতার মাঝে মানুষ খুন করার উপমাটা কবিতার যে আবহ সেটার ছন্দ পতন বলে মনে হয়েছে। এটা অবশ্যই আমার ব্যক্তিগত বিশেষণ। আশাকরি কবি এটাকে মুক্ত মনে গ্রহণ করবেন। অপরাধ হলে দয়া করে ক্ষমা করবেন!
তৌহিদা হানফি মাহমুদ তার কবিতা " আমার_কম্পাস_চাই " -এ এমন একজনের খুঁজে করছেন যাকে আপন করে ভাবা যায়।খুব ভালো লাগলো।
ReplyDeleteকবি তৌহিদা হানফি মাহমুদ-এর আমার_কম্পাস_চাই " কবিতায় আমি এমন একজনকে খুঁজছি
ReplyDeleteযে আমার সব অভিমান নিজের মত
করে বুঝবে
আমার না বলা কষ্টগুলো তার ছোঁয়ায়
প্রজাপতি হবে।এক অনবদ্য প্রকাশ। যদি এমন কাউকে পাওয়া যায় সার্থকতা জীবনে। খুব দারুন কবিতা। খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা কবি।
কবি তৌহিদা হানফি মাহমুদ-এর আমার_কম্পাস_চাই "অপূর্ব কবিতা ! প্রশংসাবাদী কবিতা ! সুন্দর ! একটা চমৎকার কবিতা ।যেমন জীবনের ভাবনা ও তার প্রতিফলন -অনিন্দ্য এক কবিতা। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteআমি আলোকরেখার একজন নিয়মিত পাঠক। প্রতিটি প্রকাশিত পোস্ট পড়ি। সব সময় মন্তব্য করা হু না। কিন্তু কবি তৌহিদা হানফি মাহমুদের" আমার _কম্পাস_চাই " অপূর্ব কবিতা ! কবির যে চাওয়া এমন একজন প্রয়োজন যে জীবনের সব কালক্রমে অর্থাৎ আশা নিরাশায় সুখে দুঃখে মানে অভিমানে এমনকি খুন করে এসেও তার কাছে আসা যায় বলা যায় পথ দেখতে কম্পাসের মত. কি অনবদ্য প্রকাশ। খুব ভালো লাগলো।
ReplyDeleteকবি তৌহিদা হানফি মাহমুদের " আমার _কম্পাস_চাই " অপরূপ কবিতা ! খুব ভাল লাগলো। জীবন চলার পথে আমাদের একটা কম্পাসের ভীষণ প্রয়োজন ,কবি তা অনন্যরূপে এই কবিতায় অংকিত করেছেন। অনেক অনেক শুভেচ্ছা।
ReplyDeleteকবিতার বিচারে এটি খুব নিম্ন মানের কবিতা
ReplyDeleteআসলে আদৌ কবিতা হয়েছে কিনা সেটাই ভাবা দরকার
আমরা আলোকরেখার কাছে আরো সম্ব্রিদ্ধ কবিতা চাই
সম্পাদককে কবিতা নির্বাচনে অনেক সচেতন হতে হবে
জনাব/জনাবা/শ্রীমান/শ্রীমতি Anonymous,
Deleteআপনার কাছে সবিনয় প্রার্থনা, আপনি আমাদেরকে "কবিতার সংজ্ঞা"টা দিয়ে যদি বাধিত করতেন! তাহলে আমরা যারা কবিতা লিখার চেষ্টা করি অ - নে - ক উপকৃত হতাম! আর 'আলোকরেখা'র সম্পাদক সেই মানদন্ড ব্যবহার করে কবিতা নির্বাচনে তাঁর সচেতনতা বৃদ্ধি করতেন!
নানা জন কবিতার নানা সংগা দিয়েছেন তাই আমি সে প্রসঙ্গে যাবোনা
Deleteসব উত্তীর্ণ শিল্পকর্মের কিছু কাঠামো থাকে কিছু কৌশল থাকে
যাই হোক ভাই আপনি অনেক পন্ডিত ব্যাক্তি আপনি নিজেই জানেন একটি উত্তীর্ণ কবিতার মাপকাঠি
আমি আপনাকে আর কী বোঝাবো
আমার মতামত আমি দিয়েছি
আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে