- সানজিদা রুমী
যদি প্রশ্ন করি,
আত্মাকে দেখেছো কখনো,
দেখেছো ছুঁয়ে, অথবা অনুভবে ?
যদি জানতে চাই,
জীবন্ত হতে দেখেছো কখনো
টলমল কোন শিশির বিন্দু?
যদি হাহাকার মনটা আমার
জানতে চায়,
নদী কেন কাঁদে
বৈঠার ছলাৎ ছলাৎ আঁচড়ে ?
এক বৃষ্টিস্নাত সন্ধ্যারাতে
জানতে চাই,
পূর্ণিমার চাঁদ ছুঁয়েছে কোনদিন
মেঘের কোল ?
যদি জন্মান্তরের তৃষ্ণা বুকে নিয়ে
মাথা খুঁড়ে মরি, বলি,
মিলন দেখেছো কখনো
আত্মার সাথে আত্মার ?
যদি বাতাসকে থেমে যেতে বলে
ছুঁড়ে দেই প্রশ্নবাণ,
শুনেছ কখনো নিঃশব্দতার শব্দ ?
যদি সবশেষে জানায় আর্তি
আমার চিরকালের এই আমি,
মূর্তমান দেখেছো হতে
দেয়ালে টানানো কোন ছবি?
শোন বলি,
আমি বৃষ্টি নয়, মেঘ হয়েছি –
মিশিয়ে বুকের সাথে বুক
রয়ে গেছি অজানা –
বারে বারে জ্বলে জ্বলে
তবুও রয়ে গেছে শরীর আমার
সেই মৃত্তিকার দলা ।
অথচ শতত প্রশ্নের মাঝে
জেনে গেছি এইবারে
শুধু একবার পোড়ে যদি
আত্মা আমার
হয়ে যাবে খাঁটি সোনা।সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা রুমীর জেনে গেছি !কবিতা পরে খুব ভালো লাগলো। অনন্য অনবদ্য।চমৎকার কিছু প্রশ্ন তিনি করেছেন এই কবিতায়। আত্মা আমাদের সব অনুভৱেৰে আকর। সেই আত্মাকে কি দেখতে পাই ? টলমল শিশির বিন্দু জীবন্ত হয়ে ঢোলে পরে আপন হাতে। ব্যাস্ততা ছাড়িয়ে এক সুসম্পূর্ণ, কবিতা। কবির মঙ্গল কামনা করি।
ReplyDeleteজেনে গেছি !কবিতা পড়ে খুব ভালো লাগলো। অনন্য অনবদ্য এক কথায় চমৎকার। সানজিদা রুমীর প্রশ্ন এই কবিতায় সাধারণ বিষয়বস্তু থেকে আলাদা--কবিতাটি আপন মহিমায় অনন্য। আমরা বুকের সাথে বুক মিশিয়ে এক জনম কাটিয়ে দেই তবুও রয়ে যায় অচেনা। অনেক শুভ কামনা। ভালো থাকবেন।
ReplyDeleteজেনে গেছি !কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। চমৎকার বিষয়বস্তু। সানজিদা রুমীর কাছে আমাদের অনুরোধ আমাদের এই গৃহ বন্দি অবস্থায় ভালো ভালো চলচিত্র কোটিটা গান পোস্ট করে তবে কৃতজ্ঞ হবে। এই দুর্যোগে সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করি।
ReplyDeleteসানজিদা রুমীর জেনে গেছি !কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। চমৎকার বিষয়। বিশেষ করে "বারে বারে জ্বলে জ্বলে
ReplyDeleteতবুও রয়ে গেছে শরীর আমার
সেই মৃত্তিকার দলা ।
অথচ শতত প্রশ্নের মাঝে
জেনে গেছি এইবারে
শুধু একবার পোড়ে যদি
আত্মা আমার
হয়ে যাবে খাঁটি সোনা।" কথাগুলো এতো সত্য। অনেক শুভেচ্ছা কবি।