রনবীর কার্টুন--- মেহরাব রহমান
আমি এক স্বপ্নভুক ত্রিকালদর্শী
হাওয়ার বিছানায় ঘুমিয়ে
জ্যোৎস্নায় প্লাবিত পৃথিবী I
পলে পলে ভোগ করি সূর্যোদয়ের কাল ;
পৃথিবীর ঘোমটা মোচন ইত্যাকার
বিশ্বসংসার নিয়ে দিকচক্রবালে
অযুত ঘূর্ণন I
এতসব হারায়না ফুরায়না
অনড় দাঁড়িয়ে থাকে অদৃশ্য অসীমে I
আমার স্বপ্নের সময়
পৃথিবীর মানুষের সাথে
বিস্তর ব্যবধান নিয়ে বেঁচে থাকি I
এখান থেকে দেখি এক আবোল-তাবোল,
ওলোটপালোট,উদ্ভট খেলা ; মৈথুন-উন্মাদনায়
ব্যস্ত নরনারী কীরকম কিম্ভূতকিমাকার দেখায় I
আধখোলা পাতলুন,পাঞ্জাবি,সার্ট,
স্কার্ট, ব্রা, ব্লাউজ বীভৎস লটকে আছে সব ;
ঝুলন্ত বাদুর যেন I
যেনবা লাল, নীল উল্টানো পাথর I
ঝুলে আছে হাইরাইজ ,
ব্রিজ,অফুরন্ত দালানকোঠা,
ফুঁসে-ওঠা সাগর-নদী, ইস্পাতপুরুষ নগরায়ন I
মধ্যাকর্ষণ হারালেই হারাবে সকল সভ্যতা I আমি
মহাশূন্য থেকে আমার পৃথিবী দেখে নির্বাক বিস্মিত!
অঙ্কবিদ,পদার্থবিদ, জ্যোতির্বিদ মহোদয়গণ
একবার মাথা চুলকে গভীর মনোযোগে ভাবুন,
কীরকম বিশাল এক বেলুন আঁকড়ে আমরা
বানরের মতো ঝুলে আছি ;
গোটা বিশ্ব যেন এক রণবীর কার্টুন !!!
কাব্যগ্রন্থ : নষ্টবীজ
http://www.alokrekha.com
মেহরাব রহমানের রনবীর কার্টুন এই দুঃসময় দু দণ্ডের শান্তির সময় দিল। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। খুবই অনন্য শব্দে রচিত। বিষয়বস্তু অনবদ্য। অনেক ভালোবাসা কবি।
ReplyDelete