আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও রনবীর কার্টুন--- মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    রনবীর কার্টুন--- মেহরাব রহমান




    রনবীর কার্টুন--- মেহরাব রহমান


    আমি এক স্বপ্নভুক ত্রিকালদর্শী
    হাওয়ার বিছানায় ঘুমিয়ে
    জ্যোৎস্নায় প্লাবিত পৃথিবী I  
    পলে পলে ভোগ করি সূর্যোদয়ের কাল ;
    পৃথিবীর ঘোমটা মোচন ইত্যাকার
    বিশ্বসংসার  নিয়ে দিকচক্রবালে
    অযুত ঘূর্ণন I                        
    এতসব হারায়না ফুরায়না
    অনড় দাঁড়িয়ে থাকে অদৃশ্য অসীমে
    আমার স্বপ্নের সময়
    পৃথিবীর মানুষের সাথে
    বিস্তর ব্যবধান নিয়ে বেঁচে থাকি I
    এখান থেকে দেখি এক আবোল-তাবোল,
    ওলোটপালোট,উদ্ভট খেলা ; মৈথুন-উন্মাদনায় 
    ব্যস্ত নরনারী কীরকম কিম্ভূতকিমাকার দেখায়
    আধখোলা পাতলুন,পাঞ্জাবি,সার্ট,
    স্কার্ট, ব্রা, ব্লাউজ বীভৎস লটকে আছে সব ;  
    ঝুলন্ত বাদুর যেন I
    যেনবা লাল, নীল উল্টানো পাথর I

    ঝুলে আছে  হাইরাইজ ,    
    ব্রিজ,অফুরন্ত দালানকোঠা,
    ফুঁসে-ওঠা সাগর-নদী, ইস্পাতপুরুষ নগরায়ন I
    মধ্যাকর্ষণ হারালেই হারাবে সকল সভ্যতা I আমি  
    মহাশূন্য থেকে আমার পৃথিবী দেখে নির্বাক বিস্মিত!
    অঙ্কবিদ,পদার্থবিদ, জ্যোতির্বিদ মহোদয়গণ
    একবার মাথা চুলকে গভীর মনোযোগে ভাবুন,
    কীরকম বিশাল  এক  বেলুন  আঁকড়ে    আমরা
    বানরের মতো ঝুলে আছি ;
    গোটা বিশ্ব যেন এক রণবীর কার্টুন !!!

    কাব্যগ্রন্থ :   নষ্টবীজ   

     http://www.alokrekha.com

    1 comments:

    1. মিতা রহমানMarch 22, 2020 at 8:41 PM

      মেহরাব রহমানের রনবীর কার্টুন এই দুঃসময় দু দণ্ডের শান্তির সময় দিল। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। খুবই অনন্য শব্দে রচিত। বিষয়বস্তু অনবদ্য। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ