দাঁড়িয়ে থেকো মাটির 'পরে।
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী
অনেক আঁধার যামিনী পেরিয়ে
ডিঙিয়ে অগুনতি অসম্ভবের পাহাড়
সপ্রতিভ তুমি সঞ্চালক যদি হয়ে যাও সহসা
অন্য সকলের সহজাত সম্ভ্রম তখনও হিসেবে নিও
নিও মেনে ফেলে আসা তোমার যাপিত জীবন।
মেঠো পথে হেঁটে যাওয়া
কাজরীর কালো চোখে চোখ রাখা ক্ষণ
দুরন্ত ঘাস ফড়িং, প্রশান্ত দুপুর
আর শাপলায় ঢেকে থাকা কাজলা দিঘী -
এই সব কিছু রেখে দিও বুকপকেটে সযতনে
স্মৃতি থেকে শ্বাস নিও বুকভরে
মায়ের আঁচলের গন্ধ !
কাঙ্খিত সকাল-দুপুর-সন্ধ্যা পেরিয়ে
রাত্রি যখন রমরমা রঙ ছড়াবে
সারিবদ্ধ গাড়ীর বহরে একাকী তুমি
মুঠোফোনে মুখ গুঁজে
অলীক বন্ধুর দেয়ালে
লিখোনা তোমার কথা
দিও না স্ট্যাটাস কোনো কল্পিত সময়ের।
শক্ত করে আঁকড়ে ধরো বন্ধুর হাত
দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকো মাটির 'পরে
গজিয়ে নিও হৃদয়ের শেকড়
তোমার পায়ের নীচে
যেখানে তুমি আজ দাঁড়িয়ে
যার নাম বর্তমান
যার নাম আজ-কাল
আর এর নাম মহাকাল !
http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ