আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও দাঁড়িয়ে থেকো মাটির 'পরে। - সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    দাঁড়িয়ে থেকো মাটির 'পরে। - সুনিকেত চৌধুরী

     দাঁড়িয়ে থেকো মাটির 'পরে।
    সুনিকেত চৌধুরী

    অনেক আঁধার যামিনী পেরিয়ে
    ডিঙিয়ে অগুনতি অসম্ভবের পাহাড়
    সপ্রতিভ তুমি সঞ্চালক যদি হয়ে যাও সহসা
    অন্য সকলের সহজাত সম্ভ্রম তখনও হিসেবে নিও
    নিও মেনে ফেলে আসা তোমার যাপিত জীবন। 
    মেঠো পথে হেঁটে যাওয়া
    কাজরীর কালো চোখে চোখ রাখা ক্ষণ
    দুরন্ত ঘাস ফড়িংপ্রশান্ত দুপুর
    আর শাপলায় ঢেকে থাকা কাজলা দিঘী -
    এই সব কিছু রেখে দিও বুকপকেটে সযতনে
    স্মৃতি থেকে শ্বাস নিও বুকভরে
    মায়ের আঁচলের গন্ধ !
    কাঙ্খিত সকাল-দুপুর-সন্ধ্যা পেরিয়ে
    রাত্রি যখন রমরমা রঙ ছড়াবে
    সারিবদ্ধ গাড়ীর বহরে একাকী তুমি
    মুঠোফোনে মুখ গুঁজে
    অলীক বন্ধুর দেয়ালে
    লিখোনা তোমার কথা
    দিও না স্ট্যাটাস কোনো কল্পিত সময়ের।
    শক্ত করে আঁকড়ে ধরো বন্ধুর হাত
    দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকো মাটির 'পরে
    গজিয়ে নিও হৃদয়ের শেকড়
    তোমার পায়ের নীচে
    যেখানে তুমি আজ দাঁড়িয়ে
    যার নাম বর্তমান
    যার নাম আজ-কাল
    আর এর নাম মহাকাল !

     http://www.alokrekha.com

    0 comments:

    Post a Comment

    অনেক অনেক ধন্যবাদ