লালন (জন্ম: ১৭৭২ - মৃত্যু: ১৭ অক্টোবর, ১৮৯০)ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়।তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তাকে ‘বাউল সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।লালন ছিলেন একজন মানবতাবাদী। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেওয়া হয়েছিল
সত্যজিৎ রায় বিংশ শতাব্দীর অন্যতম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও শ্রেষ্ঠ পরিচালক.১৯৯২ সালে একাডেমি সম্মানসূচক পুরস্কারটি (অস্কার), যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন.
কি দারুন কথা গুলো। চার লাইনের কবিতায় আজকের পরিস্থিতির প্রেক্ষাপটের পুরোটা তুলে ধরেছেন। খুব ভালো লাগলো। বৈরী সময় - সুনিকেত চৌধুরীর এই অব্দি লেখা আমার মতে শ্রেষ্ঠ কবিতা। কবি ভালো থাকবেন।
সুনিকেত চৌধুরীর বৈরী সময় ৪ লাইনের কবিতা মন কেড়ে নিল ।এখন বৈরী সময় এখন সব কিছু বদলে গেছে নেই চাপা স্বরে ফিস ফিস কথা নেই চোখে চোখ রেখে বলা "ভালোবাসি"! চাপা ভয়ের একরাশ কষ্ট। যদি চলে যাই !" শুধু বলা, "ভালো থেকো। খুব ভালো লাগল। ভালো থাকবেন কবি। সুস্থ থাকবেন।
আমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। ছোট্ট একটা কবিতায় অনেক অনেক বলেছেন কবি। এই বৈরী সময়ের প্রযোজ্য লেখা। অনেক "ভালোবাসা " বলতেই পারি কবি।
কবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। ছোট্ট কবিতা। দারুন অনবদ্য লেখা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা!নেই শব্দের মুক্তা মালার আরম্ভর !!তবুও অনেক সুন্দর লেখা ! শুভেচ্ছা রইল!
কবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। অনিন্দ্য এক কবিতা। আজকাল আমরা আমরা অপেক্ষায় থাকি কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য।ছোট্ট একটা কবিতা মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতিতে এই কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
কবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। অনিন্দ্য এক কবিতা। আশা করবো আলোকরেখার সকল কবি লেখক ও কর্তৃপক্ষ ভালো থাকবেন। সুষ্ঠ থাকবেন।থাকবেন নিরাপদে।
অনিন্দ্য এক কবিতা। কবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। ছোট্ট একটা কবিতা অথচ কি শক্তিশালী। পৃথিবী যখন এক বৈরী সময় দিয়ে যাচ্ছে তখন কবি সুনিকেত চৌধুরীর লেখা একটা অলিন্দ খুলে দিল সেখান থেকে এক পশলা সুবাতাস আসলো। অনন্য। ভালো থাকবেন কবি।
কবি সুনিকেত চৌধুরীর "বৈরী সময়" কবিতা পড়ে ঋতু মীর যান্ত্রিক গোলযোগের কারণে মন্তব্য করতে পারেন নাই। তাই তার মন্তব্য তুলে ধরলাম প্রিয় রুমি! অনেকবার চেষ্টা করেও মন্তব্য পোস্ট করতে পারলাম না, জানিনা, হয়ত আমার বাসার কম্পিউটার এ সমস্যা হচ্ছে। তোমাকে মন্তব্য টা পাঠালাম , যদি সম্ভব হয় তাহলে আমার নামে পোস্ট করে দিতে পারো । খুশি হব। কবিতাটা সত্যি খুব সুন্দর আর সময়পযোগী । স্বতঃস্ফূর্ত মন্তব্য তামাদি হবার আগেই পোস্ট করলে খুশি হব নিঃসন্দেহে! ভাল থেক! অনেক ধন্যবাদ আলকরেখা! 'বৈরী সময়'-- সুনিকেত চৌধুরীর ছোট্ট কবিতা এক দারুণ উপলব্ধি নিয়ে এলো। অনেক কথাই যেন না বলা অনেক কথায় শুরু এবং শেষ হয়ে গেল কবিতার কয়েকটি মাত্র পংতিতে। স্বল্পে ব্যাখার যাদুকরী ক্ষমতাটা কবির কলমে বরাবরের মতই শক্তিধর। শুভকামনা কবি! ধন্যবাদ আলকরেখা !
সুনিকেত চৌধুরীর এই কবিতাটা আমার কাছে কবির যত কবিতা পড়েছি তার মধ্যে সবচাইতে প্রিয় কবিতা। কিছু কবিতা পড়লে মনে হয় সেটা যেন নিজের। এই ৬ লাইন এর ভেতর কবি আমার মনের হাজার কথা বলে ফেলেছেন। ভালো থাকবেন প্রিয় কবি।মহান সৃষ্টিকর্তা আপনার সহায় হন।
কি দারুন কথা গুলো। চার লাইনের কবিতায় আজকের পরিস্থিতির প্রেক্ষাপটের পুরোটা তুলে ধরেছেন। খুব ভালো লাগলো। বৈরী সময়
ReplyDelete- সুনিকেত চৌধুরীর এই অব্দি লেখা আমার মতে শ্রেষ্ঠ কবিতা। কবি ভালো থাকবেন।
সুনিকেত চৌধুরীর বৈরী সময় ৪ লাইনের কবিতা মন কেড়ে নিল ।এখন বৈরী সময় এখন সব কিছু বদলে গেছে নেই চাপা স্বরে ফিস ফিস কথা নেই চোখে চোখ রেখে বলা "ভালোবাসি"! চাপা ভয়ের একরাশ কষ্ট। যদি চলে যাই !" শুধু বলা, "ভালো থেকো। খুব ভালো লাগল। ভালো থাকবেন কবি। সুস্থ থাকবেন।
ReplyDeleteআমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। ছোট্ট একটা কবিতায় অনেক অনেক বলেছেন কবি। এই বৈরী সময়ের প্রযোজ্য লেখা। অনেক "ভালোবাসা " বলতেই পারি কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। ছোট্ট কবিতা। দারুন অনবদ্য লেখা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা!নেই শব্দের মুক্তা মালার আরম্ভর !!তবুও অনেক সুন্দর লেখা ! শুভেচ্ছা রইল!
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। অনিন্দ্য এক কবিতা। আজকাল আমরা আমরা অপেক্ষায় থাকি কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য।ছোট্ট একটা কবিতা মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতিতে এই কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। অনিন্দ্য এক কবিতা। আশা করবো আলোকরেখার সকল কবি লেখক ও কর্তৃপক্ষ ভালো থাকবেন। সুষ্ঠ থাকবেন।থাকবেন নিরাপদে।
ReplyDeleteঅনিন্দ্য এক কবিতা। কবি সুনিকেত চৌধুরীর বৈরী সময় কবিতা পড়ে খুব ভালো লাগলো। ছোট্ট একটা কবিতা অথচ কি শক্তিশালী। পৃথিবী যখন এক বৈরী সময় দিয়ে যাচ্ছে তখন কবি সুনিকেত চৌধুরীর লেখা একটা অলিন্দ খুলে দিল সেখান থেকে এক পশলা সুবাতাস আসলো। অনন্য। ভালো থাকবেন কবি।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর "বৈরী সময়" কবিতা পড়ে ঋতু মীর যান্ত্রিক গোলযোগের কারণে মন্তব্য করতে পারেন নাই। তাই তার মন্তব্য তুলে ধরলাম
ReplyDeleteপ্রিয় রুমি! অনেকবার চেষ্টা করেও মন্তব্য পোস্ট করতে পারলাম না, জানিনা, হয়ত আমার বাসার কম্পিউটার এ সমস্যা হচ্ছে। তোমাকে মন্তব্য টা পাঠালাম , যদি সম্ভব হয় তাহলে আমার নামে পোস্ট করে দিতে পারো । খুশি হব। কবিতাটা সত্যি খুব সুন্দর আর সময়পযোগী । স্বতঃস্ফূর্ত মন্তব্য তামাদি হবার আগেই পোস্ট করলে খুশি হব নিঃসন্দেহে! ভাল থেক! অনেক ধন্যবাদ আলকরেখা!
'বৈরী সময়'-- সুনিকেত চৌধুরীর ছোট্ট কবিতা এক দারুণ উপলব্ধি নিয়ে এলো। অনেক কথাই যেন না বলা অনেক কথায় শুরু এবং শেষ হয়ে গেল কবিতার কয়েকটি মাত্র পংতিতে। স্বল্পে ব্যাখার যাদুকরী ক্ষমতাটা কবির কলমে বরাবরের মতই শক্তিধর। শুভকামনা কবি! ধন্যবাদ আলকরেখা !
সুনিকেত চৌধুরীর এই কবিতাটা আমার কাছে কবির যত কবিতা পড়েছি তার মধ্যে সবচাইতে প্রিয় কবিতা। কিছু কবিতা পড়লে মনে হয় সেটা যেন নিজের। এই ৬ লাইন এর ভেতর কবি আমার মনের হাজার কথা বলে ফেলেছেন। ভালো থাকবেন প্রিয় কবি।মহান সৃষ্টিকর্তা আপনার সহায় হন।
ReplyDelete