আজ বৃষ্টি
কাব্যগ্রন্থ : নষ্টবীজ
বৃষ্টি আক্রান্ত
আমি কবিতা আক্রান্ত
ভেতরে আগুন
পুড়ে দাউ দাউ
ভালোবাসার প্রিয় মানসী আমার
আজ কোনও কথা নয়
সব হবে ইঙ্গিতে
আজ যা কিছু ভঙ্গিতে
ইশারায় ও সংগীতে
রূপবান
রূপকার আমি
নীল জানালায়
প্রগল্ভ বিদ্যুৎ জ্বেলে বসে থাকি
ঘষা কাঁচ
ওপারে তেলরং
বৃষ্টি আমাকে ভালো রাখে
দৃষ্টির দুয়ার
খিড়কির সবকটা পথ
অলিন্দের বেবাক বন্ধ দেরাজ
খুলে দেয়
অঝর ভিজতে ভিজতে
আমি হাঁটি উত্তরে, দক্ষিণে
বৃষ্টি আমার
শৈশবের গান
কৈশোরের গান
আনন্দ কীর্তন
বৃষ্টি আমার ভগবান :
"আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে
আয় রিমঝিম বরষার গগনেরে
কাঠফাটা রোদের আগুনে
আয় বৃষ্টি ঝেপে আয়রে"
বৃষ্টি আমাকে ভালো রাখে
মনে জাগে
নুয়ে পড়া বিকেলের গোধূলির রঙ
এবং সুবর্ণ ধানক্ষেত
চৈত্রের দারুন অগ্নিবাণ
হঠাৎ অবাক বৃষ্টি
ছোট ছোট ঠোঁটের আলতো স্পর্শ
মুছে দেয় মাথার উপর
কর্কট রোদ
পাহাড় অব্দি জীবনের যন্ত্রনা বোধ
বৃষ্টি আমাকে ভালো রাখে
মনে জাগে
টিনের চালে
সৃষ্টি কাঁপানো বাউল বৃষ্টি
চোখে ভাসে মায়ের প্রফুল্ল হাত
আমার জন্য ফোলা ফোলা লুচি ভাজে
গরম সুগন্ধি ঘি'য়ে
তখন আমাদের ঘরে
নড়ে চড়ে বিপ্লবী হাওয়া
ভবিষৎ এর দিকে হেঁটে যাওয়া
দুর্লভ, দুরন্ত—উৎসব
বৃষ্টি আমাকে ভালো রাখে
উগ্র রদ্দুরে যখন
জলীয়বাষ্প ক্রমে ক্রমে
জমে জমে জলদ্বীপ হয়
ঝুম বৃষ্টি নামে
দ্বীপান্তরে—সমুদ্দুরে
দূর বাতিঘরে
খুব ঝাপসা দূরের জগৎ
ঝুম বৃষ্টি নামে অভ্যন্তরে
নিজগৃহে
নিজপ্রান্তরে
কে আবার রঙিন ওড়না ওড়ায়
মরীচিকার রঙিন ঘুড়ি উড়ে
কৈশরের দগ্ধ জানালায়?
দূর বনে মাদল বাজে
চুমু খায় প্রেমচুম্বন
রিমঝিম রিমঝিম
টুপটাপ টুপটাপ
বৃষ্টির অপূর্ব আদর
কুয়াশার আড়ষ্ঠতায়
তাধিন তাধিন নাচে
চৌচির আলোক নর্তকী
উর্বশী অরণ্য অন্ধকার
ব্যালকোনিতে
পায়ে পায়ে
আলতা পায়ে হেঁটে যায়
মুগ্ধ তরুণী
বৃষ্টির মাতোয়ারা দুপুরে
ফুল সৌরভ ছুড়েঁ সে কোথায় পালায়
বৃষ্টি আমাকে ভালো রাখে
বৃষ্টি আমার
শৈশবের গান
কৈশোরের গান
আনন্দ কীর্তন
বৃষ্টি আমার ভগবান :
"আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে
আয় রিমঝিম বরষার গগনেরে
কাঠফাটা রোদের আগুনে
আয় বৃষ্টি ঝেপে আয়রে"
বৃষ্টিতে আমার সূচনা নয়
যবনিকা যেন হয় বৃষ্টিতে
জানি আমি তখন বাজবে
বৃষ্টির সিম্ফনি রিনিঝিনি
বৃষ্টিরানীর পায়ে ঘুঙুর
বাজবে রূমঝুম রূমঝুম
রাতভর টুপটাপ টুপটাপ
চারদিকে অথৈ জল
বৃষ্টির কোলাহল
কবি মেহরাব রহমান "আজ বৃষ্টি " কবিতায় বৃষ্টি যে রূপ তুলে ধরেছেন তা অনন্য। খুব ভালো লাগলো। ভালো থাকবেন কবি। সাবধানে থাকবেন।
ReplyDelete"আজ বৃষ্টি " কবিতায় কবি মেহরাব রহমান বৃষ্টি ভেজা স্মৃতিতে বিলীন হয়েছেন। খুব ভালো লাগলো। এই সময়ে স্মৃতির ভান্ডার থেকে বলতে পেরেছেন কবি " আজ বৃষ্টি
ReplyDeleteবৃষ্টি আমাকে ভালো রাখে
দৃষ্টির দুয়ার
খিড়কির সবকটা পথ
অলিন্দের বেবাক বন্ধ দেরাজ
খুলে দেয়
অঝর ভিজতে ভিজতে
আমি হাঁটি উত্তরে, দক্ষিণে
বৃষ্টি আমার
শৈশবের গান
কৈশোরের গান
আনন্দ কীর্তন
বৃষ্টি আমার ভগবান :" ভালো খাবেন। অনেক অনেক শুভেচ্ছা
"আজ বৃষ্টি " কবিতায় কবি মেহরাব রহমান যেন তুলি দিয়ে লিপিকা লিখছেন -- বৃষ্টি আক্রান্ত কবির কবিতা ভেতরে আগুন পুড়ে দাউ দাউ ভালোবাসার প্রিয় মানসী আজ কোনও কথা নয় সব হবে ইঙ্গিতে ভঙ্গিতে ইশারায় ও সংগীতে রূপবান রূপকার নীল জানালায় প্রগল্ভ বিদ্যুৎ জ্বেলে বসে থাকে ঘষা কাঁচ ওপারে তেলরং ঐযে জীবন ভাসছে নিয়তির ভেলায়। খুব সুন্দর কবিতা যা মন কেঁড়ে নেয়। শুভেচ্ছা কবি।
ReplyDeleteকবি মেহরাব রহমান তার সুদীর্ঘ "আজ বৃষ্টি " কবিতায় বৃষ্টির সাথে আলাপন বৃষ্টির স্মৃতিময় জীবনের দিক তুলে ধরেছেন। ভালো লাগলো পরে।
ReplyDeleteকবি মেহরাব রহমান এর "আজ বৃষ্টি" খুব ভালো লাগলো।কবি যে কবিতা প্রেমিক, কবিতা আক্রান্ত সেটা জানতাম কিন্তু বৃষ্টি আক্রান্ত জানতাম না।কবির জন্য আমার প্রার্থনা থাকবে তিনি যেন এইরকম চির সবুজ থাকেন, যেন এইভাবে ভালোবেসে যান প্রকৃতিকে, পৃথিবীর মানুষকে, আর যেন লিখে যান আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কবিতা। কবি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় হন।
ReplyDelete