শেষ শ্রাবনের
শেষ বিকেলে
মেহরাব রহমান
কাব্যগ্রন্থ : শেষ শ্রাবনের শেষ বিকেলে
শেষ শ্রাবনের শেষ বিকেলে
মুষলধারে বৃষ্টি নামলো I
সমস্ত পৃথিবী জুড়ে বৃষ্টি,
বৃষ্টির এপারে আমি আর ওপারে তুমি I তোমাকে দেখছি অথচ
ছুঁতে পারছিনা তোমার আকাশ I
পারমিতা তুমি কত দূরে ?
সারাটা সকাল
তোমাকে দেখার অপেক্ষাটা
কী ধীর লয়ে চললো,
ঘড়ির কাঁটাটা কিযে বেয়াড়া
কিছুতেই দ্রুত চলতে চায় না,
ইচ্ছে হয় কাঁটাটা ঘোরাই নিজ হাতে I মোবাইলের বোতাম
টিপতে টিপতে হাত নিঃসাড়,
ফোনটা খুব উদ্ধত,
কথা শুনতে চায়না একেবারে I
পারমিতা, এই শ্রাবণ ধারায়
তোমার অভিসার,
ও আমার শত্রুসখা
চির শত্রু আমার,
বলতো কেন তোমার অভিসারের এই দশা ?
আমি তাই এই অবেলায়,
বৃষ্টি ধারায় ভিজতে ভিজতে
হাঁটি যোজন-যোজন মাইল
পা'টাও আজ আর চলতে চায়না,
তুমি নেই কোথাও এই চরাচরে,
মনে হয় পৃথিবীর দিন রাত্রি থেমে আছে I
অবসন্ন আমি বসে পড়ি
কংক্রিট ছাউনিতে
তখনই দেখি বিজলি ঘোড়ায় চড়ে
চাঁদ নেমে এলো
এপারে আকাশ ওপারে চাঁদ
এপারে আমি ওপার বৃষ্টিতে তুমি I
আমার অভিমানী চোখ তোমাকে
দেখেও দেখেনা, না দেখার ভান করে ভেজাতে চাইলাম তোমাকে l
এই শেষ শ্রাবণের শেষ বিকেলে
তোমার অভিসার l
পারমিতা, বন্ধু আমার,
ঝিরঝির বৃষ্টির আদরের মাখামাখি করে ধীর লয়ে ছুটে আসছো তুমি
বৃষ্টির ওপার থেকে, আর এপার থেকে আমি ছুটে যাই তোমার দিকে
বৃষ্টি জলে ভিজে I
তুমি আমি আজ ভিজে একাকার
এই শেষ শ্রাবণের শেষ বিকেলে l
http://www.alokrekha.com
শেষ শ্রাবনের শেষ বিকেলে কবিতায় মেহরাব রহমান শ্রাবনের শেষ বিকেলে যে মুষলধারে বৃষ্টি নাম তা তুলে ধরেছেন অপরূপভাবে। খুব ভালো লাগলো পড়ে। ভালো থাকবেন কবি ,
ReplyDeleteমেহরাব রহমানের শেষ শ্রাবনের শেষ বিকেলে কবিতা পড়ে ভালো লাগলো। শেষ শ্রাবনের শেষ বিকেলে মুষলধারে বৃষ্টি নামলো Iকবি এখানে তুলে ধরেছেন। সমস্ত পৃথিবী জুড়ে যখন বৃষ্টি,বৃষ্টির এপারে আমি আর ওপারে তুমি I তোমাকে দেখছি অথচ ছুঁতে পারছিনা তোমার আকাশ I অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।
ReplyDelete