আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও কথা দিলাম ! ------- - আশরাফ আলী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    কথা দিলাম ! ------- - আশরাফ আলী


    কথা দিলাম !
    আশরাফ আলী
    কথা দিলামঃ
    কথা রাখবো !
    কথা দিলামঃ
    গুনে গুনে শোধ দেব
    তোমার চোখে চোখ না রাখার ঋণ
    আমাদের ছোট্টমনির সাথে না দেয়া সময়ের যত ঋণ
    ব্যস্ততার অজুহাতে মায়ের খোঁজ না নেয়ার ঋণ
    জরুরী মিটিং  ব্যস্ত বলে ঘরে ফেরা দেরী করার ঋণ
    আজ নয় কাল বলে পুরোনো যত চিঠি না পড়ার ঋণ
    পাশের বাড়ীর মিঠু কাকার খবর না নেয়ার ঋণ
    ওবাড়ীর মালতীর মায়ের শ্রাদ্ধে যাবার সময় না করার ঋণ
    আমাদের বড় ছেলেটার বিমর্ষতার কারণ না খোঁজার ঋণ
    সবকিছু শোধ দেবো
    কাল বৈশাখীর এই ঝড়টা কেটে গেলেই শোধ দেবো
    কথা দিলাম !
    আর সারা শরীরে মাখবো মায়ের আঁচলের সুবাস
    কথা দিলাম!



     http://www.alokrekha.com

    3 comments:

    1. শামিমা আফরোজApril 1, 2020 at 11:37 AM

      অ সা ধা র ণ!!অসম্ভব রকমের সুন্দর একটা কবিতা!আমরা যেন শেষ অব্দি কথা রাখতে পারি। অনেক শুভকামনা কবির জন্য।

      ReplyDelete
    2. 'কাল বৈশাখীর এই ঝড়টা কেটে গেলেই শোধ দেবো'-- কবির এই বার্তা precisely আজকের এই বিপন্ন সময়ের কথা বলে গেলো যখন পৃথিবী যেন থমকে গেছে একটা গুমোট কাল বৈশাখীর ঝড়ে। কবি খুব সুন্দর করে বলেছেন আমরা আমাদের সবকিছু থমকে দিয়েছি কিন্তু অপেক্ষায় আছি কখন এই ঝড় শেষ হবে আর কখন আমরা আমাদের সব না শোধ করা ঋণগুলো শোধ করতে পারবো। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েই আমাদের মনে পড়ে যায় সবচাইতে প্রিয় জিনিসগুলো-- 'মায়ের আঁচল', সন্তানের ভালোবাসা, প্রিয় মানুষের মুখ- আর এই কথাগুলো কবি আলী আশরাফ আমাদের আবারো মনে করিয়ে দিলেন সেজন্য তাকে অনেক ধন্যবাদ। কবি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।

      ReplyDelete
    3. মিতালি চ্যাটার্জিApril 3, 2020 at 5:35 PM

      আমরা এক মহা বিশ্ব যুদ্ধ দিয়ে যাচ্ছি। এই কবিতা সময় সময়োপযোগী লেখা। আসলেও আমাদের অনেক ঋণ আছে। আশা করবো কবির ভাষায় সব ঋণ শোধ দেব সময় এলে কথা দিলাম। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। ভালো থাকুন সুস্থ থাকুন।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ