দুমুঠো বিকেল লিরিক্স
ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি,
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি।
আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি ,
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি,
এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি।
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি।
আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি ,
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি,
এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি।
তোমায় ছোঁবে বলে,
আদর করবে বলে,
উড়ে উড়ে আসে
এলোমেলো কিছু গান,
ডেকে যায় তোমার আঁচল ধরে।
আদর করবে বলে,
উড়ে উড়ে আসে
এলোমেলো কিছু গান,
ডেকে যায় তোমার আঁচল ধরে।
তুমি ছুঁলে জল
আমি বৃত্ত হয়ে থাকছি,
দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি।
আমি বৃত্ত হয়ে থাকছি,
দু মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি।
তোমার নিশানাতে,
আমার এ হওয়াতে,
উড়ে উড়ে আসে
গুঁড়ো গুঁড়ো কিছু নীল,
ঢেকে যায় তোমার আকাশ জুড়ে।
আমার এ হওয়াতে,
উড়ে উড়ে আসে
গুঁড়ো গুঁড়ো কিছু নীল,
ঢেকে যায় তোমার আকাশ জুড়ে।
ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি,
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি।
আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি ,
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি,
এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি।
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি।
আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি ,
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি,
এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ