হোসনে আরা জেমী
সেই রেসকোর্স ময়দান আর নেই
সেখানে দাঁড়িয়ে আছে শিখা অর্নিবাণ
সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে কি ছিল সেদিন
আমার দেখা হয়নি।
সেই দিনে মুক্তিকামী মানুষ দেখছিল তোমায়
একটি কবিতায় তারা হয়েছিল মুক্তিকামী
এই উন্মুক্ত ময়দান থেকে স্বাধীনতার খবর পৌঁছে গেছিল পঞ্চান্ন হাজার বর্গ মাইল জুড়ে
সেদিন থেকেই বাংলার আকাশের সকল প্রানী স্বাধীনতার স্বাদ নিতে শিখেছে।
সোহরাওয়ার্দী উদ্যানের পলাশের ডালে বসে থাকা
টিয়ের নাচন আমি দেখেছি আজ
সেদিনও কি এমনি ছিল সেই উদ্যান
মুগ্ধ হয়ে শুনেছিল তোমার কবিতাখানি।
সেদিনের পথশিশুটিও তোমার কবিতায় মগ্ন হয়ে
শপথ নিতে ভুল করেনি মুক্ত স্বদেশের।
স্বপ্ন দেখেছিলো নতুন মানচিত্র
স্বপ্ন দেখিয়েছিলো একটি নতুন ভূখন্ডের
আগুন জ্বলেছিলো শিড়ায় উপশিরায়
মুক্তিকামী মানুষ তোমার একটি ডাকে
ঝাপিয়ে পড়েছিল একটি ফুল ফোটানোর জন্য।
ফুল ফুটেছিলো, প্রতিটি মানুষের দ্রোহের আগুনে পুড়ে পুড়ে যে ফুল
সে ফুলের নাম বাংলাদেশ
সে ফুলের নাম শেখ মুজিব
সেই ফুল আজ তারা হয়ে হারিয়ে গেছে
আকাশের হাজার তারার মাঝে।।
___________
জেমী/টরন্টো /০৭/০৩/২০১৯
বইটি সংগ্রহের জন্য নিচের লিংকে ক্লিক করুন
https://www.rokomari.com/book/182916/chitropot?fbclid=IwAR1-h83PhBbNR6ECV-NEzoUbu-FQRMkXYc5seqcbvJ8Tto4Jhqi5NQuERxw
http://www.alokrekha.com
হোসনে আরা জেমী "গেছে যে তারা- " কবিতা পড়ে ভালো লাগলো। এই দুঃসময় সেই একাত্তরের মার্চের কথা মনে পড়ে গেল। এমনি থমথমে ছিল। আজ যেমন। হোসনে আরা জেমী অত্তান্ত সুনিপুন ভাবে স্বাধীনতা আর বঙ্গবন্ধুর কথা তুলে ধরেছেন। খুব ভালো কবিতা। অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।
ReplyDeleteহোসনে আরা জেমী "গেছে যে তারা- " কবিতা পড়ে ভালো লাগলো। বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন নতুন মানচিত্র স্বপ্ন দেখিয়েছিলো একটি নতুন ভূখন্ডের
ReplyDeleteআগুন জ্বলেছিলো শিড়ায় উপশিরায় মুক্তিকামী মানুষ তাঁর একটি ডাকে ঝাপিয়ে পড়েছিল একটি ফুল ফোটানোর জন্য। খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। শুভ কামনা কবি। ভালো থাকবেন। সাবধানে থাকবেন।