এই
বেঁচে থাকা।
- সানজিদা রুমি
কবে থেকে শ্বাস নেওয়া শুরু
মনে তো নেই।
মনে তো পড়েনা
কবে থেকে শুরু
এই বেঁচে থাকা !
অনুভূতি নেই কোন
সারাটা শরীর জুড়ে
অস্তিত্ব ঘোষণা যেন
নেহাতই অভ্যেস !
স্বপ্নের নেই কোন ছাঁয়া
দৃষ্টিতে, চোখের পাতায় !
সমুদ্রগামী নদী যেন
ক্লান্ত পদযুগল !
যেন এক ঐতিহ্যের ধারক
এই বেঁচে থাকা !
তবুও বেঁচে আছি
যেন অভ্যেস বশে
ফুসফুস প্লাবিত যেন
কোরোনা ভাইরাসে !
ক্রমশঃ কঠিন নিঃশ্বাসে !http://www.alokrekha.com
এই বেঁচে থাকা। - সানজিদা রুমির সময় উপযোগী কবিতা। এই কোরোনা ভাইরাসের আতঙ্কে ভুলে গেছি কবে থেকে শ্বাস নেওয়া শুরু করেছি। শুধু বেঁচে আছি আতঙ্ক আর আতঙ্ক। জানিনা কবে আবার সব স্বাভাবিক হবে। সবাই ভাল থাকুক তাই চাই।
ReplyDeleteসানজিদা রুমির- এই বেঁচে থাকা।কবিতা পড়ে খুবই ভালো লাগলো। এ যেন আমাদের কথাই। অনুভূতি নেই কোন কোরোনা ভাইরাসে !ক্রমশঃ কঠিন হয়ে উঠছে নিঃশ্বাস !সারাটা শরীর জুড়ে অস্তিত্ব ঘোষণা যেন নেহাতই অভ্যেস। কোন স্বপ্নের ছায়া নেই তবু বেঁচে আছি এইটুকু পাওয়া। ভালো থাকবেন সাবধানে থাকবেন কবি। অনেক অনেক ভালবাসা।
ReplyDeleteএত্ত বড়, কিন্তু সৌর জগতের ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি বিন্দুর কোটি কোটি মানুষ আজ সবাই যেন একটি বিন্দুতে এসে পৌঁছেছে ! অস্তিত্বহীন অস্তিত্বের উপলব্ধিতে মানস ম্রিয়মান - ওই একবিন্দুতে আসা কোটি কোটি মানুষের হৃদয়ে অনুরণিত ভাবনাগুলো চমৎকার এবং সাবলীল ভাবে এবং নিতান্ত আটপৌঢ়ে ভাষায় বলা সানজিদা রুমির "এই বেঁচে থাকা।"
ReplyDelete'স্বপ্নের নেই কোন ছাঁয়া
ReplyDeleteদৃষ্টিতে, চোখের পাতায়' - স্বপ্ন শেষ হয়ত তাই স্বপ্নের ছায়াও থেকে যায়- রুমি র কথাটা মানতে পারলাম না