যদি !
- সুনিকেত চৌধুরী
যদি তারাদের সাথে কথা বলে সারারাত
যদি ফুলেদের সাথে খেলা খেলে দিনমান
যদি সমুদ্র ভ্রমণে গিয়ে গান গেয়ে সারাক্ষণ
যদি কোঁচা ভরে কুড়িয়ে বেলীফুল
সারাটা বাগান জুড়ে
যদি তোমাকে বুকে নিয়ে সহস্র বছর ধরে
ঘুমিয়ে পড়ি আচমকা নিজের অজান্তে
ডেকোনা আমাকে তুমি
ভাঙিওনা ঘুম আমার।
অস্তিত্বের অসীমে যেতে যে চাই আমি
সাথে নিয়ে ওই তারাদের
ওই ফুলেদের
ওই সমুদ্র
ওই বেলীফুল
ওই তোমাকে !
http://www.alokrekha.com
সহজ সরল বাক্য দিয়ে রচিত এক খানা কবিতা কি শক্তিশালী তার আবাহন।যদি কবিতা পরে খুব ভালো লাগলো। কবি সুনিকেত চৌধুরী যে প্রেমের কবি অধ্যত্ম বোধের কবি তা আবারো প্রমান পেলাম।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর । যদি !কবিতা পড়ে ভীষণ ভালো ভাল লাগলো। উনি যে উপমা ব্যবহার করেছেন তা অনন্য।বেলিফুল ,সাগর তারা অতঃপর তুমি আমার ভীষণ প্রিয়। কোনই সুনিকেত আমার হয়েই কবিতাটা তোমাকে উপহার দিয়েছে। আমিও অস্তিত্বের অসীমে যেতে যে চাই আমি
ReplyDeleteসাথে নিয়ে ওই তারাদের
ওই ফুলেদের
ওই সমুদ্র
ওই বেলীফুল
ওই তোমাকে !
শুভেচ্ছা কবি।
কবি সুনিকেত চৌধুরীর । যদি !কবিতা পড়ে আমারও ভীষণ ভালো ভাল লাগলো।উনি বরাবরই আমার প্রিয় কবি.প্রেমের কবিতায় তার জুড়ি মেলা ভালো। আমি তো দারুন উপভোগ করি তার প্রেমের কবিতা।অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকি মন জুড়ানো উপমা ব্যবহার করে কবি সুনিকেত চৌধুরী। তার যদি কবিতায় তিনি উল্লেখ করেছে "যদি তোমাকে বুকে নিয়ে সহস্র বছর ধরে
ReplyDeleteঘুমিয়ে পড়ি আচমকা নিজের অজান্তে
ডেকোনা আমাকে তুমি
ভাঙিওনা ঘুম আমার।" প্রেমের ভালোবাসার মানুষের বুকেইতো " আহা কি মায়াময় সুখ প্রীতমের বুকে সহস্র ঘুমিয়ে থাকা। এ কেবল আমার কবিই বলতে পারে ,সহস্র ভালোবাসা কবি তোমাকে। ভালো থেকো।