জীবাণুযুদ্ধ
মেহরাব রহমান
নবনীতা তুমি দিনপ্রতিদিন
আমাকে করেছে নুতন
যেমন ভোরের উদিত কোমল সূর্য
যেনবা ক্ষুরধার চকচকে ব্লেড
বিপরীতে তোমাকে আমি
তিলতিল করে জাদুকরী
তুলির আঁচড়ে সুন্দর করেছি
করেছি তিলোত্তমা
ধীরে ধীরে আমার করেছি আমি
এখন তুমি ঝর্ণাধারা, বহতা নদী
হাসো নির্ঝরিণী
আমি অফুরান ভেজা মেঘ
তীব্র আঘাতে প্রতিঘাতে
কতনা দুঃখ দিয়েছি তোমাকে
রৌদ্রের খরতপ্ত আগুনতো দেই নাই
তুমি যখন কাঁদো নবনীতা
অজস্র জলধারায় বরফগলা জল
জমতে জমতে এক সমুদ্দুর
এখন আমি খুব ভয়ার্ত
বিশ্ব মানবকুলের অবক্ষয়ে
দেখছোনা তুমি
কেমন বিশ্বময় মৃত্যুআতঙ্ক
খুব ভয়ঙ্কর জীবাণুযুদ্ধ
যেনবা তৃতীয়মহাযুদ্ধ
'করোনা'র কী দোর্দন্ড প্রতাপ !!!
আমি এক বিবাগী কবি
বাউন্ডেলে হাওয়ায় উড়ি
জীবনের হিসাবের খাতায়
আঁকিবুকি কতকিছু অবিরাম লিখে যাই
আমি ঈশ্বরের এক ক্ষুদ্র করণিক
জলরং তেলরঙে আঁকি
গাঁথি শব্দের বিচিত্র মালা
আমাকে বাঁচাবার জন্য
তোমার কতনা আয়োজন
প্রতিক্ষনে অতন্দ্র প্রহরীর মতো সজাগ দৃষ্টি
নবনীতা:
এরকম মৃত্যু আমি চাইনা
তথাপি আমি এক সাহসী পুরুষ
জীবন ও মৃত্যুর সাথে পাঞ্জা ধরে
শুয়ে থাকি এক বিছানায় পাশাপাশি
আমরা সবাই এখন স্বনির্বাসনে ; নিজগৃহকোনে ;
বৈরী হাওয়ায় দোলে প্রেম-বিরহ-অন্ধকার-রোদ-বৃষ্টি-আলোছায়া
কালোমেঘ অশনিসংকেত
Behind the bar
অপূর্ব বন্ধনে আমাদের বন্দি জীবন
অতএব
এবং
এবং
যদি যেতে হয়
চলে যাবো নিয়তির ভেলায়
নবনীতা :
আমাকে ও আমার সঙ্গী মৃত্যুকে
যদি পারো ক্ষমা করে দিও
যদি হয় অবিনশ্বরের অলঙ্ঘ্য বিধান
তোমার ভালোবাসা বুকে ধরে
সেই স্রোতধারায় আমি
ভেসে যেতে পারি জনম জনম
http://www.alokrekha.com
নবনীতা যখন কাঁদে অজস্র জলধারায় বরফগলা জল জমতে জমতে এক সমুদ্দুর।কিন্তু এখন আমরা খুব ভয়ার্ত বিশ্ব মানবকুলের অবক্ষয়ে বিশ্বময় মৃত্যুআতঙ্ক ভয়ঙ্কর জীবাণুযুদ্ধ তৃতীয়মহাযুদ্ধ 'করোনা'র কী দোর্দন্ড প্রতাপ--আজকের সময়কে কবি এঁকেছেন তার শব্দ দিয়ে। খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
ReplyDeleteআমরা এখন খুব ভয়ার্ত বিশ্ব মানবকুলের অবক্ষয়ে বিশ্বময় মৃত্যু আতঙ্ক ভয়ঙ্কর জীবাণুযুদ্ধ তৃতীয়মহাযুদ্ধ 'করোনা'র কী দোর্দন্ড প্রতাপে জীবন পার করছি। এই সময় ঘরের বসে এই কবিতাটা পড়ে মন দোলা দিল। সুস্থ থাকবেন। ভালো থাকবেন এই কামনা করি।
ReplyDeleteআমরা এখন খুব ভয়ার্ত বিশ্ব মানবকুলের অবক্ষয়ে বিশ্বময় মৃত্যু আতঙ্ক ভয়ঙ্কর জীবাণুযুদ্ধ তৃতীয়মহাযুদ্ধ 'করোনা'র কী দোর্দন্ড প্রতাপে জীবন পার করছি। চমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি। আপনি ভালো থাকুন আরো লিখুন !
ReplyDelete