দিগন্তের ওই আলোকরেখা !
প্রমোদ ভ্রমণে গিয়ে প্রশান্ত সাগরের ওপর প্রমোদ তরী চড়ে, সাগরের তীরে বসে পরস্পরের হাতে হাত রেখে সূর্য্যোদয় ও সূর্য্যাস্ত দেখে ঘরে ফিরে মনের কোণে কোনো ভয় কিংবা আশংকার আঁচড় তো লাগেনা। কল্পনায় তো আসেনা প্রশান্ত এই সাগর আমাদের এই জনপদ, আমাদের আবাস আমাদের এই দিন-রাত্রি নিমেষে ডুবিয়ে দিতে পারে - প্লাবিত করে দিতে পারে আমাদের আহমে গড়া অহং প্রাসাদ আর সৌকর্য্যের অট্টালিকা !
আমাদের ঘুম ভাঙ্গে যখন প্রকৃতি উন্মত্ত,
enough is enough ঘোষণা দিয়ে প্রশান্ত সাগর ফুঁসে উঠে নেমে পড়েছে শুদ্ধি অভিযানে ! ডান-বাম, ওপর-নিচ, ধলা-কালো, ধনী-নির্ধন, শক্তিহীন-শক্তিশালী নির্বিশেষে সবাইকে এনে দাঁড় করায় এক সারিতে। এহেন একটা ক্রান্তিকালে আমরা উদ্বাহু আকাশের দিকে চাই, তাকাই দিগন্তের ওই আলোকরেখার বিচ্ছুরিত প্রভা কি এখনো দেখা যায়! চোখ কচলে আরেকবার দেখে নেই আমাদের পারিপাশ, আমাদের চারপাশ আর উপলব্ধি করি আমরা সবাই কোন এক জাদুর পরশে হয়ে গেছি একেকটি আলোকবর্তিকা ! তখন এক আর চব্বিশ লক্ষ মিলে মিশে একাকার !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
আলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।
ReplyDeleteআজ এই দুর্দিনে আলোকরেখা ২৪ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন খুব ভাল লাগলো । আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।
ReplyDelete