এই বোশেখে
- সুনিকেত চৌধুরী। এই বোশেখে পণ করেছি ভালোবেসে নিঃস্ব হয়ে যাবো ! এই বোশেখে পণ করেছি তোমার সাথে হেঁটে হেঁটে অনেক দূরে যাবো। এই বোশেখে পণ করেছি ওই আকাশের নিলাদ্রীকে আপন করে নেবো।
এই বোশেখে পণ করেছি দেন-পাওনার হিসেবে যত তামাম করে দেবো। এই বোশেখে পণ করেছি দেয়া যত মুখের কথা পূরণ করে দেবই দেব ! এই বোশেখে পণ করেছি বাদল বেলার পাওনা যত শুধিয়ে দেবো সাধ্যমত। এই বোশেখে পণ করেছি পদ্য লিখেই যাবো। এই বোশেখে পণ করেছি বাবার মতো বড় হয়ে অনেক বড় হবো ! অনেক মানুষ অনেক হাসি অনেক গল্প ভালোলাগার অনেক বড় স্বপ্ন দেখার পণ করেছি এই বোশেখে !
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী। এই বোশেখে পণ করেছি ভালোবেসে নিঃস্ব হয়ে যাবো ! এই বোশেখে পণ করেছি তোমার সাথে হেঁটে হেঁটে অনেক দূরে যাবো। এই বোশেখে পণ করেছি ওই আকাশের নিলাদ্রীকে আপন করে নেবো।
এই বোশেখে পণ করেছি দেন-পাওনার হিসেবে যত তামাম করে দেবো। এই বোশেখে পণ করেছি দেয়া যত মুখের কথা পূরণ করে দেবই দেব ! এই বোশেখে পণ করেছি বাদল বেলার পাওনা যত শুধিয়ে দেবো সাধ্যমত। এই বোশেখে পণ করেছি পদ্য লিখেই যাবো। এই বোশেখে পণ করেছি বাবার মতো বড় হয়ে অনেক বড় হবো ! অনেক মানুষ অনেক হাসি অনেক গল্প ভালোলাগার অনেক বড় স্বপ্ন দেখার পণ করেছি এই বোশেখে !
http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ