আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও আত্মশুদ্ধি ------------- মুনা চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    আত্মশুদ্ধি ------------- মুনা চৌধুরী

    আত্মশুদ্ধি

    মুনা চৌধুরী

    কে বলে আমারেকেকে বলে?
    শুদ্ধ তুই শুদ্ধ আরো শুদ্ধ 
    পাথর সরিয়ে ঝর্ণার প্রথম জলেপুত পূণ্য হ।

    গ্লানিগুলো ধুয়ে ফেলবেদনার শুশ্রুষা কর
    অচল পেতে সাদা ফুল নে
    গন্ধরাজবেলীলিলি আর ক্যামেলিয়া
    মঙ্গলালোকে বিশুদ্ধ হ।

    যে শিশুদের মা নেই তাদের মা 
    যে মানুষেরা পথহারা তাদের বন্ধু 
    যে বৃদ্ধরা মমতার জন্য দাঁড়িয়ে ঠায় তাদের জড়িয়ে রাখ গভীর মায়ায়।
    হয়তো অর্থহীন মনে হবে সবকিছু
    কিন্তু  সাময়িক
    অর্থহীন কিছুই নয়।      

     পৃথিবীর রাহুগ্রস্ত সভ্যতাসব সমাজযন্ত্রগ্রন্থগদ্য-পদ্যরাজতন্ত্র
    মার্কসঅগাস্টিনম্যাকিয়াভেলি ফিলোসফি,
    বা সকল মুদ্রা যন্ত্র - বেহালাপিয়ানোসরোদচেলো
    রবিঠাকুরের শ্রাবণধারাচাইকোভস্কির যত নোটেশন
    রুশদেশের উপকথাগ্রিক পৌরাণিক কল্পকাহিনী 
    নয়তো তোদের উজ্জয়নীদেরঅমিও খিলখিল হাসি ....

    কিছুতেই অর্থহীন নয়
    মসজিদমন্দিরগির্জাসেনেগগপবিত্র প্যাগোডা
    আল্পসের অশান্ত হিমবাহ,
    প্রশান্ত মহাসাগরীয় উন্মত্ত স্রোত
    ভিসুভিয়াসের হটাৎ অগ্নিবৃষ্টি
    মাসাইমারার সীমানা ছাড়ানো সাফারি
    যাবার দিগন্তজোড়া রেইনফরেস্ট
    নয়তো তোদের পদ্মার দু'পাড়ের নরম বিকেলি হাওয়া।

    কিছুতেই অর্থহীন নয়
    কেননা এসবের মাঝেই লুকিয়ে আছে
    অর্থবহ আত্মশুদ্ধি
    আর এতেই নিরাকারের খোঁজ পাওয়া।

    একদিন কোন একদিন কোন এক পবিত্র বিকেলে
    যেদিন বুঝবি তুইপুরোপুরি বুঝবি ওকে
     বলবে কাছে আয়আরো কাছে আয়।
    তুই কাছে গেলেই  ছোঁবে তোকে
    তোর পবিত্র ছোঁবে -
    মুঠোমুঠো ভরে শুধুই তোর পবিত্র ছোঁবে। 



     http://www.alokrekha.com

    5 comments:

    1. মেহের আফরোজApril 27, 2020 at 6:28 PM

      মুনা চৌধুরীর আত্মশুদ্ধি পড়ে খুব ভালো লাগলো। আত্মশুদ্ধি জীবনের এক প্রয়োজন করণীয়। অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    2. অজিত গুহApril 27, 2020 at 6:46 PM

      মুনা চৌধুরীর আত্মশুদ্ধি পড়ে খুব ভালো লাগলো। আত্মশুদ্ধি ছাড়া জীবন পরিশুদ্ধ নয়। গ্লানিগুলো ধুয়ে , বেদনার শুশ্রুষা অচল পেতে শুভ্র ফুলের মোট শুদ্ধ হওয়াই জীবনের অপরিসীম লক্ষ্য। কবি তার আত্মচেতনার দ্বারা খুব অপরূপ ভাবে তুলে ধরেছেন। কবিকে আন্তরিক শুভ কামনা।

      ReplyDelete
    3. মমতা শংকরApril 27, 2020 at 9:20 PM

      খুব ভালো লাগলো মুনা চৌধুরীর আত্মশুদ্ধি পড়ে । আত্মশুদ্ধি করার আজ বড় প্রয়োজন। বড় বড় মুনি ঋষিরাও বলে গেছেন আত্মশুদ্ধির কথা। আত্মশুদ্ধির দ্বারাই মানুষ পুত -পবিত্র হয় -হয় সম্পূর্ণ। আধ্যাতিক লেখা। পড়ে অন্তরাত্মার উন্নতি ঘটে। অনেক ভালোবাসা জানাই কবিকে।

      ReplyDelete
    4. মুনা চৌধুরীর "আত্মশুদ্ধি" তে কবির নিজের সাথে এই কথোপকথনে আমরাও যোগ দিতে চাই ! তাঁর এই নিজেকে স্মরণ করিয়ে দেয়ার আকুতি পাঠকদেরও ছুঁয়ে যায় !  মুনা চৌধুরীর কবিতা এবং লেখায় পটভূমির যে বিস্তৃতি থাকে সেখানে পাঠকের হারিয়ে যাবার আনন্দ অবগাহনের সুযোগ থাকে !  তার কবিতা পাঠ শেষে ঠায় বসে থাকতে হয় কবিতা অনুসৃত অনুরণনের রেশটা থিতিয়ে যাওয়া অবধি উপভোগ করতে ! 

      ReplyDelete
    5. শামিমা আফরোজApril 28, 2020 at 8:11 PM

      মুনা চৌধুরীর আত্মশুদ্ধি-তে আত্মার শুদ্ধতার সুবাস পেলাম। দারুণ উপলব্ধির চমৎকার প্রকাশ! খুব ভালো লেগেছে কবিতাটি পড়ে।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ