আত্মশুদ্ধি
মুনা চৌধুরী
কে বলে আমারে? কে? কে বলে?
শুদ্ধ হ, তুই শুদ্ধ হ, আরো শুদ্ধ হ
পাথর সরিয়ে ঝর্ণার প্রথম জলে, পুত হ, পূণ্য হ।
গ্লানিগুলো ধুয়ে ফেল, বেদনার শুশ্রুষা কর
অচল পেতে সাদা ফুল নে
গন্ধরাজ, বেলী, লিলি আর ক্যামেলিয়া
মঙ্গলালোকে বিশুদ্ধ হ।
যে শিশুদের মা নেই তাদের মা হ
যে মানুষেরা পথহারা তাদের বন্ধু হ
হয়তো অর্থহীন মনে হবে সবকিছু
কিন্তু এ সাময়িক
অর্থহীন কিছুই নয়।
এ পৃথিবীর রাহুগ্রস্ত সভ্যতা, সব সমাজযন্ত্র, গ্রন্থ, গদ্য-পদ্য, রাজতন্ত্র
মার্কস, অগাস্টিন, ম্যাকিয়াভেলি ফিলোসফি,
বা সকল মুদ্রা যন্ত্র - বেহালা, পিয়ানো, সরোদ, চেলো
রবিঠাকুরের শ্রাবণধারা, চাইকোভস্কির যত নোটেশন
রুশদেশের উপকথা, গ্রিক পৌরাণিক কল্পকাহিনী
নয়তো তোদের উজ্জয়নীদের- অমিও খিলখিল হাসি ....
কিছুতেই অর্থহীন নয়
মসজিদ, মন্দির, গির্জা, সেনেগগ, পবিত্র প্যাগোডা
আল্পসের অশান্ত হিমবাহ,
প্রশান্ত মহাসাগরীয় উন্মত্ত স্রোত
ভিসুভিয়াসের হটাৎ অগ্নিবৃষ্টি
মাসাইমারার সীমানা ছাড়ানো সাফারি
যাবার দিগন্তজোড়া রেইনফরেস্ট
নয়তো তোদের পদ্মার দু'পাড়ের নরম বিকেলি হাওয়া।
কিছুতেই অর্থহীন নয়
কেননা এসবের মাঝেই লুকিয়ে আছে
অর্থবহ আত্মশুদ্ধি
আর এতেই নিরাকারের খোঁজ পাওয়া।
একদিন কোন একদিন কোন এক পবিত্র বিকেলে
যেদিন বুঝবি তুই, পুরোপুরি বুঝবি ওকে
ও বলবে কাছে আয়, আরো কাছে আয়।
তুই কাছে গেলেই ও ছোঁবে তোকে
তোর পবিত্র ছোঁবে -
মুঠোমুঠো ভরে শুধুই তোর পবিত্র ছোঁবে। http://www.alokrekha.com
মুনা চৌধুরীর আত্মশুদ্ধি পড়ে খুব ভালো লাগলো। আত্মশুদ্ধি জীবনের এক প্রয়োজন করণীয়। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteমুনা চৌধুরীর আত্মশুদ্ধি পড়ে খুব ভালো লাগলো। আত্মশুদ্ধি ছাড়া জীবন পরিশুদ্ধ নয়। গ্লানিগুলো ধুয়ে , বেদনার শুশ্রুষা অচল পেতে শুভ্র ফুলের মোট শুদ্ধ হওয়াই জীবনের অপরিসীম লক্ষ্য। কবি তার আত্মচেতনার দ্বারা খুব অপরূপ ভাবে তুলে ধরেছেন। কবিকে আন্তরিক শুভ কামনা।
ReplyDeleteখুব ভালো লাগলো মুনা চৌধুরীর আত্মশুদ্ধি পড়ে । আত্মশুদ্ধি করার আজ বড় প্রয়োজন। বড় বড় মুনি ঋষিরাও বলে গেছেন আত্মশুদ্ধির কথা। আত্মশুদ্ধির দ্বারাই মানুষ পুত -পবিত্র হয় -হয় সম্পূর্ণ। আধ্যাতিক লেখা। পড়ে অন্তরাত্মার উন্নতি ঘটে। অনেক ভালোবাসা জানাই কবিকে।
ReplyDeleteমুনা চৌধুরীর "আত্মশুদ্ধি" তে কবির নিজের সাথে এই কথোপকথনে আমরাও যোগ দিতে চাই ! তাঁর এই নিজেকে স্মরণ করিয়ে দেয়ার আকুতি পাঠকদেরও ছুঁয়ে যায় ! মুনা চৌধুরীর কবিতা এবং লেখায় পটভূমির যে বিস্তৃতি থাকে সেখানে পাঠকের হারিয়ে যাবার আনন্দ অবগাহনের সুযোগ থাকে ! তার কবিতা পাঠ শেষে ঠায় বসে থাকতে হয় কবিতা অনুসৃত অনুরণনের রেশটা থিতিয়ে যাওয়া অবধি উপভোগ করতে !
ReplyDeleteমুনা চৌধুরীর আত্মশুদ্ধি-তে আত্মার শুদ্ধতার সুবাস পেলাম। দারুণ উপলব্ধির চমৎকার প্রকাশ! খুব ভালো লেগেছে কবিতাটি পড়ে।
ReplyDelete