আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অনাদি অনন্ত এই আমি ! -------------- সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অনাদি অনন্ত এই আমি ! -------------- সুনিকেত চৌধুরী

    অনাদি অনন্ত এই আমি !
    - সুনিকেত চৌধুরী 

    উচ্চারিত তাবৎ শব্দের ভেতরে সমাহিত নিস্তব্ধতার শপথ
    শপথ তোমার ওই কাজল কালো চোখের গগনবিদারী কান্নার 
    শপথ বুকের ভেতরে বাজা পুজোর ঘন্টাধ্বনির 
    নিরাভরণ পোশাক তীর্থযাত্রীর 
    বুঝে গেছি আমি এইবারে 
    আমার অনাদি অনন্ত স্বপ্নহীন !
    সামন-পেছন, ডান-বাম, পুব-পশ্চিম , ওপর-নীচ 
    গন্তব্য তো নেই কোনো 
    অবয়বহীন এই আমিটার ! 


     http://www.alokrekha.com

    1 comments:

    1. ভালোবাসা কবি সুনিকেতকে, খুব ভালো লাগলো আপনার 'অনাদি অনন্ত এই আমি' পড়ে! শুধু কবি কি, অনেকেই আছেন যারা ভাবেন তারা গন্তব্যহীন হয়ে, অবয়বহীন একটা 'আমি' জীপন যাপন করে যায়. Vikram Seth এর কবিতার মতো কবিও এই কবিতায় একজন একাকী মানুষ. ভালো থাকবেন. আপনি আমাদের প্রার্থনায় সবসময়.

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ