অনাদি অনন্ত এই আমি !
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী
উচ্চারিত তাবৎ শব্দের ভেতরে সমাহিত নিস্তব্ধতার শপথ
শপথ তোমার ওই কাজল কালো চোখের গগনবিদারী কান্নার
শপথ বুকের ভেতরে বাজা পুজোর ঘন্টাধ্বনির
নিরাভরণ পোশাক তীর্থযাত্রীর
বুঝে গেছি আমি এইবারে
আমার অনাদি অনন্ত স্বপ্নহীন !
সামন-পেছন, ডান-বাম, পুব-পশ্চিম , ওপর-নীচ
গন্তব্য তো নেই কোনো
অবয়বহীন এই আমিটার !
http://www.alokrekha.com
ভালোবাসা কবি সুনিকেতকে, খুব ভালো লাগলো আপনার 'অনাদি অনন্ত এই আমি' পড়ে! শুধু কবি কি, অনেকেই আছেন যারা ভাবেন তারা গন্তব্যহীন হয়ে, অবয়বহীন একটা 'আমি' জীপন যাপন করে যায়. Vikram Seth এর কবিতার মতো কবিও এই কবিতায় একজন একাকী মানুষ. ভালো থাকবেন. আপনি আমাদের প্রার্থনায় সবসময়.
ReplyDelete