খসে পড়া দেবদূত
মুনা চৌধুরী
ও ছিল আমার খসে পড়া দেবদূত, my fallen angel. গির্জার লম্বা টানা হলঘরে, ঔদ্ধত্বের অপার
সৌন্দর্য্য নিয়ে ও দাঁড়িয়ে। Fallen angel, standing still in the middle of the church,
in the middle of the crowded hall... standing
still where Jesus bleeds to death. স্তব্ধ, নিঃশব্দ, নুয়ে পড়া আমার কাছাকাছি
আর আমিও যীশুর কাছাকাছি। এক নদী রক্তের
মধ্যেখানে in a river of blood where Jesus and I float, where we
bleed to death an endless death …
তুমি কি দেখেছো এমন কোনো মৃত্যু যে মৃত্যুর কোনো শেষ নেই? যে মৃত্যুর কোনো মৃত্যু নেই… an endless death that doesn’t end but goes on perpetually?
তুমি কি দেখেছো এমন কোনো মৃত্যু যে মৃত্যুর কোনো শেষ নেই? যে মৃত্যুর কোনো মৃত্যু নেই… an endless death that doesn’t end but goes on perpetually?
মুঠো বাঁধি একগুচ্ছ স্বপ্নের: স্বপ্ন আর পরাবাস্তবতা মিলিয়ে। Cluster up my dreams real and surreal, tie
them up like a bunch of exotic roses I once placed at his alter.
দাঁড়িয়েই আমি, মুঠোবাধা স্বপ্নগুচ্ছ নিয়ে। Fallen angel in
black cloak, black hat, black stick- quoting lines from the Bible,
‘No rest for the wicked
No prayer for the dying’.
তারপর
চারিদিক জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি।http://www.alokrekha.com
মুনা চৌধুরী আত্মশুদ্ধি কেন ডিলিট করা হলো কেন?
ReplyDeleteমুনা চৌধুরী আত্মশুদ্ধি এত সুন্দর সময়োপযোগী কবিতা প্রকাশ করে আবার কেন মুছে ফেলা হলো সানজিদা রুমি কি এর সদুত্তর দিতে পারেন ?
ReplyDeleteআমারও তাই প্রশ্ন------
ReplyDeleteআমরা মুনা চৌধুরীর ভক্ত। তার লেখা আমাদের খুব প্রিয়। তার এমন কোন লেখা নেই যা আমার পড়া হয় নি.অত্যন্ত গভীরতার সাথে তিনি লেখেন। আত্মশুদ্ধি এত সুন্দর সময়োপযোগী কবিতা প্রকাশ করে আবার কেন মুছে দেওয়া দেওয়া হল ?
ReplyDeleteঠিক কোন কারণে আত্মশুদ্ধি কবিতাটা ডিলিট করা হল বুঝতে পারলাম না। আলোকরেখায় যখন কোন কিছু প্রকাশিত হয় তা আমরা বারংবার পড়ি ,ভালো লাগে পড়তে
ReplyDeleteসম্মানিত পাঠকদের অবগতির জন্য জানাচ্ছি ভুলবশতঃ কবি মুনা চৌধুরীর আত্মশুদ্ধি কবিতাটা প্রকাশ করা হয়েছিল। আসলে "খসে পড়া দেবদূত" কবিতা বিশুদ্ধ ম্যাগনোলিয়ার দ্বিতীয় ভাগ। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য বিশেষভাবে ক্ষমা প্রার্থী। ভালো থাকুন! সুস্থ থাকুন আর আলোকরেখার সাথে থাকুন।
ReplyDeleteমুনা চৌধুরীর ----------- খসে পড়া দেবদূত উচ্চমার্গের আধুনিক কবিতা। খিসে পড়া দেবদূতের সাথে প্রেমিকের তুলনা অধুনা এক বিষয়। গির্জার লম্বা টানা হলঘরে, ঔদ্ধত্বের অপার সৌন্দর্য্য নিয়ে ও দাঁড়িয়ে। বর্ণনা পড়েলেই শিহরিত হই। খুব ভালো লাগলো।
ReplyDeleteএটা কবিতা কী করে হলো বুঝলামনা
Deleteকিছু ইংরেজি বাংলা মিশিয়ে জগা খিচুড়ি লিখে দিলেতো আর কবিতা হয়না আবার কথায় কথায় উচ্চমার্গের
বাংলা কবিতায় ইংরেজির মিশ্রণতো কাঙ্খিত নয়
হয় বাংলা নচেৎ ইংরেজি