বোহেমিয়ান
মেহরাব রহমান
নীড় ভাঙা পাখি
দৃষ্টিহীন আঁখি
ঝড়ের কবলে জাহাজ
কোথায় নোঙর ?
দীর্ঘ পথপরিক্রমায় ক্লান্ত পরিশ্রান্ত
দেশ দেশান্তরে স্থানান্তর
নিরন্তর পুড়ে অন্তর
কত রাতে মা খাবার হাতে
হ্যারিকেন জ্বেলে
প্রদীপ নিয়ে
কিংবা বৈদুতিক বাতি...
আমার পড়ার টেবিলের পাশে...
এখন ছায়ার মতো মিলিয়ে গেছে ইথারের রহস্য জালে
নস্টালজিক হৃদপিন্ড
ঢিপ ঢিপ ঢিপ...
ফেলে আশা ভালোবাসা
পেছনের দিন
এক দুই তিন
হাতে নামতার খাতা
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা
স্মৃতির জাবর কাটা
নির্মল স্র্রোত
ভরাজল
বহতা নদী বুড়িগঙ্গার
তীরে রাত্রিদিন জেগে থাকা
জাহাঙ্গীর নগর
রঙিন পাল
সাম্পানের স্বপ্নবহর
অরণ্যের বুকের ভেতর
ঢাকা পড়ে আছে
ঢাকের শব্দ
অচেনা অন্ধকারে
নিজবাসভুম মেঘে ঢাকা
ঢাকার শহর
ঘোড়ার খুরের শব্দ
টগবগ টগবগ এক্কা গাড়ী
গাড়োয়ানের উচ্চ কণ্ঠের ডাক
কালো কাক
দাঁড় কাক
কাক ভোর
আজিমপুরের সরকারি ঘরে
সোনালী সকাল
প্রাতরাশ
কাঁচা মাখন
পাউরুটি
ডিম্ পোচ
নাস্তার টেবিল
সিলেটের কমলা
শরতের আকাশ তখন নীল মসৃন শাড়ী / ছেঁড়া পাল /
টুকরো টুকরো মেঘ কালো / ধুলাশূন্য রাতের আঁধার / শিয়ালের ডাক / অরণ্য চিৎকার / দিনভর থেকে থেকে ফেরিওয়ালার হাঁক /ক্রিমরোল / হট প্যাটিস / রংবেরঙের চুড়ি আছে/ চুড়ি / আইস কিরিম
আইস কিরিম/ বাদাম বাদাম / চীনাবাদাম
এইসব এখন দূর গোলার্ধ
অবলুপ্ত ধূমকেতু
নামহীন
শব্দহীন
রংহীন তৈলচিত্র
ঝুলে আছে
ফরাসি মিউজিয়াম
লুভর দেয়ালে
And I am the un-crowned curator
Awaken
Who sleep not
But dreaming on the bed of roses
In the undefined light of an artistic affluence
কবি মেহরাব রহমানের লেখা আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির গভীর প্রকাশ তাঁর কবিতায় ।বোহেমিয়ান কবিতাটা পরে খুবই খুব ভালো লাগলো । ভালো থাকবেন।
ReplyDeleteকবি মেহরাব রহমানের বোহেমিয়ান কবিতাটা পড়ে খুব ভালো লাগলো ।আমাদের যোবনের প্রতিচ্ছায়া এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলা স্মৃতিতে ভরে তোলা। ভালো থাকবেন।
ReplyDeleteকৃতজ্ঞতা
Deleteকবি মেহরাব রহমানের বোহেমিয়ান কবিতা খুব ভালো লাগলো । নীড় ভাঙা পাখি দৃষ্টিহীন আঁখি ঝড়ের কবলে জাহাজ নোঙর দেখা যায় না বোহেমিয়ান... বনভূম দীর্ঘ পথপরিক্রমায় ক্লান্ত পরিশ্রান্ত দেশ দেশান্তরে স্থানান্তর নিরন্তর পুড়ে অন্তর আমরা কি করতে পারি তা কবি তার কবিতায় অংকিত করেছেন। দারুন একটা কবিতা। অনেক ভালো লাগলো কবি।
ReplyDeleteকৃতজ্ঞতা
Deleteকবি মেহরাব রহমানের বোহেমিয়ান কবিতা পড়ে খুব ভালো লাগলো । ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।
ReplyDeleteকবি মেহরাব রহমানের বোহেমিয়ান কবিতা খুব ভালো লাগলো । অনিন্দনীয় জীবন বোধের কবিতা। এত অপরূপ রূপে তিনি বর্ণনা করেছেন। অনবদ্য ! মনটা ভোরে গেল । কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
ReplyDeleteকৃতজ্ঞতা
Deleteকবি মেহরাব রহমানের বোহেমিয়ান কবিতা খুব ভালো লাগলো । অনবদ্য বাস্তব জীবনের কবিতা। কবি তার ভাষায় কি সুন্দর করে জীবনের বর্ণনা করেছেন তা অনন্য। খুব ভালো লাগলো। শুভেচ্ছা কবি।
ReplyDeleteকৃতজ্ঞতা
Deleteকবি মেহরাব রহমানের বোহেমিয়ান কবিতা খুব ভালো লাগলো । অনবদ্য বাস্তব জীবনের কবিতা।
ReplyDeleteজ্বি দাদা আপনার ভালোলাগা আমার অনেক কাছে অনেক খানি
Deleteকৃতজ্ঞতা
বোহেমিয়ান নামের আবডালে অত্তন্ত সযত্নে এবং সুন্দর করে নিতান্ত আটপৌরে কথা দিয়ে সুনিপুনভাবে গুছিয়ে একটা জীবনের ছবি আঁকা, নাকি একটা জীবনের চলচ্চিত্র তৈরী করে এবং সেটাকে সেইসাথে যিনি সার্বজনীন করতে পারেন - "আলোকরেখা"র পাদপীঠে সমবেত আমরা সবাই এটি সহজেই উপলব্ধি করি তাঁর কবি প্রতিভার বিচ্ছুরিত অনুরণন আর শব্দাবলী দিয়ে বিমূত্র কিছু সৃষ্টি করার ক্ষমতার মুন্সীয়ানা !
ReplyDeleteআশরাফ আজ অনেকদিন পর আপনার অকৃপণ মন্তব্য পেয়ে যারপরনাই সুখী বোধ করছি
Deleteবেশ কদিন ধরে খুব বেশি একাকিত্ব বোধ করছি
তাই মানব জীবন আর চাইনা
পাখির জীবন ঢের ভালো
দূর সমুদ্র পাড়িয়ে দিয়ে জাহাজের মাস্তুলে একটু বিশ্রাম হবে সেই ভালো
অকৃপণ মন্তব্যর জন্য অন্তহীন কৃতজ্ঞতা
মেহরাব রহমান যে কবিতা ভালোবাসেন সেটা তার লেখা পড়লেই বোঝা যায়। কবিতার সাথে আপনার ভালোবাসা যেন চিরকাল বেঁচে থাকে এই প্রার্থনা রইলো। ভালো থাকবেন।
ReplyDeleteঅন্তহীন কৃতজ্ঞতা আমাকে বুঝবার জন্য
Deleteআপনার মতো হাতেগোনা কজন আমাকে অনুধাবন করেছেন বা আমাকে চিনতে পেরেছেন
তাতে দুঃখ নাই
আমিতো আসলে কেউ নই
আমার ঈশ্বরের একজন ক্ষুদ্র করণিক মাত্র
তিনি দেন বাণী
আমি যত্ন করে মালির মতো
ফুলের বাগান সাজাই
আমার রক্তে কবিতা
প্রতি ধমনীতে কবিতার স্পন্ধন
জন্মেছি কবিতা বুকে ধরে
দোয়া করবেন কবিতা সাথে নিয়েই যেন মরি