ছাব্বিশ লক্ষ হৃদয়ের স্পন্দন!
কোভিড পরবর্তী সময়টা আমাদের সবাইর জীবনে একটা নতুনতর ধারা আনবে, একটা স্বপ্রনোদিত কৃচ্ছতা একটা সংযম,একটা সার্বজনীন সহমর্মিতা এবং সর্বোপরি নিরবিচ্ছিন্ন নীরবতা কিংবা সশব্দে সবান্ধবে উপস্থিতি কোন প্রশ্নের উদ্রেক
করবে না - এই রকম একটা ধারণা সবার মনে কম বেশী দানা বেঁধেছিলো।
আমরা আশায় ছিলাম, অপেক্ষায় ছিলাম কোভিড প্রাপ্ত শিক্ষা আমাদের এই পৃথিবীটাকে আমাদের সন্তানদের জন্যেঅধিকতর বাসযোগ্য করার কাজ শুরু করার প্রয়োজনটা প্রাধান্য পাবে আমাদের সমস্ত উন্নয়ন পরিকল্পনায় ! এক, দুই, তিন করে পর্য্যায়ে পর্য্যায়ে গত ক'দিনের বদ্ধ দুয়ার খুলে আর নীরবতা ভেঙে আমাদের আঙিনা কলরবে মুখরিত হবার
সম্ভাবনাটা সত্য হয়ে উঠছে ধীরে ধীরে ! দিগন্তে উদ্ভাসিত আলোকরেখা চিরকালের মতো আজও আমাদের সবার হৃদয়ে পুত পবিত্র আনন্দের অনুরনণ এনে দেয় একেবারে সনাতন সত্যের মত!
পরশ মানিকের সন্ধানে শেকল গায়ে জড়ানো সেই পাগলের মত একটি করে পাথর শেকলে ছুঁইয়ে শেকল সোনা হয় .কিনা পরখ করতে করতে ক্লান্ত পাগল যেমন এক সকালে ঘুম থেকে জেগে অবাক বিস্ময়ে আবিষ্কার করেছিল অভ্যাসের
বশে কখন যে পরশমনি খুঁজে পেয়ে শেকলে ছুঁইয়ে আবার ছুঁড়ে ফেলে দিয়েছিলো সে নিজেই জানে না ! আজ আলোকরেখার ওয়েব সার্ভারের প্রনোদিত নতুন ডিজাইনের ড্যাশবোর্ডে কাজ করতে গিয়ে উন্মোচিত পাঠক কাউন্টারের সংখ্যাটা যেন পাগলের সেই সোনা হয়ে যাওয়া শেকল। অতিক্রান্ত ছাব্বিশ লক্ষ! 'আলোকরেখা'র ছায়ায় এই ছাব্বিশ লক্ষ হৃদয়ের স্পন্দনের সিম্ফোণীতে আমাদের সবার গৃহকোণ হোক সুন্দর , হোক সুরক্ষিত ! আমরা দূরে দূরে থেকে পরস্পরে অনেক বেশী কাছাকাছি আসি।আমরা ভালোবাসি ! অনঅভিপ্রেত কোভিড এর ছায়া হোক অপসারিত !
আমি চিরটাকাল আমার সকল বিপর্য্যয়ে, সকল সংকটে নিজেকে একজন perpetual optimist হিসেবে ঘোষণা দিয়েছি, দাবী করেছি ! আশাহত হয়েছি শতবার, কিন্তু আশা ছাড়িনি! শরীর, স্বাস্থ্য, মন আক্রান্ত হয়েছে, আর্থিক সংকটে পড়েছি, আশাহীন আগামীকালের মুখোমুখি হয়েছি অগুনতিবার! বিপদসংকুল সংকীর্ণ পথে হেঁটেছি, হেঁটেছি নিকষ কালো অন্ধকারে, তবু বুকের ভেতরে জ্বালিয়ে রেখেছি আশার পিদিম! কিন্তু সেই আমিও "আলোকরেখা"র নীরবতায় একেবারে হতাশ হয়ে পড়েছিলাম! জেনেছিলাম সানজিদা রুমীর শারীরিক স্বাস্থ্যের ব্যারোমিটাররের ওঠা-নামার কথা, কোভিড আক্রান্ত পৃথীবির প্রায় সব প্রান্তেই বসবাসরত রুমীর বিস্তৃত পরিবারের খোঁজ-খবর নেয়ার দায়িত্ব পালনের দায়ের কথা, এবং সবার ওপরে এই কোভিডের থাবায় ছোট ভাইকে হারানোর কথা - সব মিলিয়ে সানজিদা রুমীর আলোকরেখার জন্যে সময় দেয়াটা একেবারেই সম্ভব হয়ে ওঠেনি! কিন্তু এতো কিছু জেনেও ঘরের ভেতরে অন্তরীণ থাকার এই সময়গুলোতে আলোকরেখার ঝলকানি দেখতে পাওয়ার আশা করে বসে থেকে থেকে ঠিক যখন আশা ছেড়ে দেবার মত একটা অবস্থায় এসে পৌঁছচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে দিগন্তে উদ্ভাসিত হলো আমাদের সবার একান্ত প্রিয় "আলোকরেখা !"
ReplyDeleteসানজিদা রুমী, আপনাকে অনেক ধন্যবাদ!
দারুন লাগছে আজ এতদিন পর লেখা পেলাম। অনিন্দ্য সুন্দর লেখা। এবার থেকে যেন আমরা নিয়মিত লেখা পাই তার খেয়াল রাখবেন। ২৬ লক্ষে পৌঁছানোর জন্য অনেক অনেক অভিনন্দন।
ReplyDeleteআলোকরেখা ২৬ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক ।এবারের লেখাটা কি অপূর্ব। কি লেখার গাঁথুনি তেমনি বার্তার বিনুনি। সব মিলিয়ে চমৎকার ,অনন্য।
ReplyDeleteসানজিদা রুমি ও আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি -- ভালবাসা আর অভিনন্দন!
ReplyDeleteঅন্তরের অন্তরতম অভিনন্দন! আলোকরেখা! বিমুগ্ধ পাঠকের প্রত্যাশা পূরণে তোমার অঙ্গীকার আলোকরেখাকে আরও বহুদুর নিয়ে যাক- এই শুভ কামনা!আর লেখাটা যে কি দারুন হয়েছে তা বলার নয় ।ভাল থেক !!!
ReplyDeleteআমি আনন্দে আপ্লুত / অরণ্য উন্মাদনায় দারুন আক্রান্ত / রুমির লেখাতো নয় যেন দীর্ঘ অমাবশ্যা রাত্রির পর ভোরের পাখির গান / এই বিবশ ভীতির সময়ে আমি নিয়মিত আমার সুহৃদ বন্ধু রুমির খবর রেখেছি
ReplyDeleteযখন খবর পাইনি ব্যাথায় বিবর্ণ হয়েছি
আলোকরেখা নুতন আঙ্গিকে দেখা দিক আলোর ভুবনে এই আকাঙ্খা করি
শুভ কামনা নিরন্তর
আজ এই দুর্দিনে আলোকরেখা ২৬ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন খুব ভাল লাগলো । আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।
ReplyDeleteআলোকরেখাকে সুস্বাগতম। আলোকরাখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি।
ReplyDeleteআজ আলোকরেখা ২৬ লক্ষ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।। আগামী চলার পথ সুন্দর ও সুগম হোক আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ।সানজিদা রুমি ভাল লেখেন তবে এই লেখাটা তার অনবদ্য ।
ReplyDeleteকি যে ভাল লাগছে আলোকরেখা আবার সচল হয়েছে সেই সাথে ২৬ লক্ষে পৌঁছেছে। এখন আমার প্রিয় কবি সুনিকেতের কবিতা প্রকাশ করার বিশেষ অনুরোধ রইল। আলোকরেখার চলার পথ সুন্দর সুগম হোক এই কামনা করি নিরন্তর।
ReplyDelete