- সুনিকেত চৌধুরী
সূর্যোদয় ও সূর্যাস্তের বাড়ী গিয়ে
এক কৌটো আবীর এনো আমার জন্যে
এনো আঁজলা ভরে ঘাসের ডগায় শিশির কণা
এনো বিকেলের প্রশান্ত লালিত্য !
সুবর্ণ গুরুগৃহে যাবার কালে
আবীরের রঙে রাঙাবো কপাল
শিশির কণা দিয়ে স্নান সমাপন শেষে
বিকেলের প্রশান্ত লালিত্যে সাজাবো দেহ-মন !
মুখোমুখি বসে অপলক নেত্রে চেয়ে থাকা
সনাতন সপ্তর্ষী সুহৃদ পাণে
উচ্চারিত নিথর নীরবতায়।
আজ অথবা আগামীকাল নয়তোবা পরশু
একতারাটার কাঁপা তারে বেজে উঠবে
মহাসংগীত দিগন্ত বিস্তৃত মহিরূহে।
http://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ