চক্র
মুনা চৌধুরী
_________
যদি নিরেশ্বর বলে ফিরে আসতে নিযুত কোটি বার
আমার গল্পগুলো একই রয়ে যাবে।
হেটে চলা একই পথে
হই হুল্লোড় আর বর্ণমালার ভিড়ে
দুর্গার মতো রহস্যময়ী হয়ে
এক হাতে অস্ত্র, অন্য হাতে বরাভয় নিয়ে
Being the myth, the symbol, the enigma that she is …
সেই লম্বা টানা বারান্দা পেরিয়ে
গ্রামোফোন ভাঙা রেকর্ড বাজিয়ে বার বার:
"অজো নিত্য: শাশ্বত হয়ং পুরানো
ন হন্যতে হন্যমানে শরীরে"
একই ভাবে গোলাপের স্তুপে
একই পদচিহ্ন রেখে
একই ক্রোড়পত্র হাতে
একই ভাবে চক্রাকারে
তোমার দুয়ারে ফিরে আসা বারবার।
এতদিন পর নতুন লেখা পেয়ে খুব ভালো লাগলো। আশা করবো এখন থেকে নিয়মিত লেখা পাবো। মুনা চৌধুরীর কবিতাটা পরে খুব ভালো লাগলো। অনেক শুভকামনা ও শুভেচ্ছা আলোকরেখাকে।
ReplyDeleteমুনা চৌধুরীর "চক্র" কবিতা যেন দেবী দুর্গার আগমনীর বার্তা। অতি নিপুণতার সাথে কবি প্রেমের সাথে দেবীর স্তুতি করেছেন যা কবিতাকে এক অন্য মাত্রা দান করেছে। খুব ভালো লাগলো।
ReplyDeleteমুনা চৌধুরীর "চক্র" কবিতা প্রেমের সাথে দুর্গার বোধন অংকিত হয়েছে। অপূর্ব লেখনী চিত্র। খুব ভালো লাগলো। আশা করি আলোকরেখায় এখন থেকে নিয়মিত নতুন নতুন লেখা পাবো। অনেক ভালোবাসা।
ReplyDelete