এক টুকরো ভালোবাসা যদি দাও !
- সুনিকেত চৌধুরী।
আমায় এক টুকরো ভালোবাসা যদি দাও
আমাকে তোমার চোখের ঝিলিকে
রাখ যদি প্রতিদিন
আমার হাত ধরে আলতো করে
পার হও যদি দরোজার চৌকাঠ
মুছিয়ে দাও যদি আমার ঘুম ভাঙা মুখ
বিকেলের তন্দ্রা ভেঙে দেখি যদি
চেয়ে আছো তুমি আমার দিকে অপলক
আকাশ ভেঙে পড়া বাদল দিনে
একসাথে খিচুড়ি খাবার প্রতিশ্রুতি যদি দাও
বাজি রাখবো জীবন আমার বারবার
চেয়ে নেব বহুজন্ম
আসবো ফিরে জন্ম-জন্মান্তরে
শুধু তোমারি হয়ে!
সুনিকেত চৌধুরীর এক টুকরো ভালোবাসা যদি দাও !আমার প্রিয় কবির কবিতা পেয়ে খুব ভালো লাগলো। এতো ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করার মত নয়। কথা ,শব্দমালা অতঃপর ভাব কবিকে করেছে অনন্য । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteআমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর এক টুকরো ভালোবাসা দারুন এক খানি কবিতা। প্রেমে টইটম্বুর কবিতা। কবির ভাবনায় প্রেমের চেতনা জাগ্রত। অনেক দিন পর প্রিও কবির কবিতা পেলাম তও এমন একখানি কবিতা যা পড়ে নিজেই প্রেমিক হয়ে উঠলাম। অনেক শুভ কামনা কবিকে।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর "এক টুকরো ভালোবাসা " পড়ে খুবই ভালো লাগলো। প্রেমের কি অপরূপ চিত্রায়ন। খুব ভালো লাগলো। অনেক ভালোবাসা আমাদের কবিকে।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর "এক টুকরো ভালোবাসা " পড়ে খুব ভালো লাগলো। প্রেমের কি অপরূপ রচনা । কবি সুনিকেত চাইলে দিতে পারি সব কোনকিছু চাওয়ার আগেই কবি। আপনাকে আমরা ভালোবাসি। তাইতো আপনার লেখা পেলে পুলকিত হয় হয় আনন্দিত। অনেক অনেক ভালো থাকবেন। ..
ReplyDelete