আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও স্বপ্নে দেখা রাজকন্যা............. মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    স্বপ্নে দেখা রাজকন্যা............. মেহরাব রহমান


     











    স্বপ্নে দেখা রাজকন্যা

    মেহরাব রহমান

    দেবযানী তোমার ওষ্ঠদ্বয়

    মরুতৃষ্ণায় মরুদ্যান

    বিমূর্ত ব্যাবধান

    লাগাতার হরতাল…

    বনধ্…

    নিষেধাজ্ঞা...

    কারফিউ জারি

    জঙ্গি কাঁটাতার বেড়া

    কী করে ডিঙাই বলতো ?

    উত্তপ্ত ঠোঁট 

    কাঠকয়লার গন্ গনে্ আগুন 

    বাতাসে চিমনির রহস্য ধোঁয়ার কুন্ডলি

    তুলির টানে কী করে রাঙাই  ক্যানভাস ?   

    চুমু খেলে পুড়ে যাবে প্রেম 

    এক সমুদ্দুর খরস্রোতা ঢেউ 

    পুড়ে ছাই হবে

    আমার ভেতর গ্রন্থিত

                    বিজ্ঞান

                     ইতিহাস

                             ভৌগোলিক অবকাঠামো

    সেই কবেকার রোমাঞ্চ নীলনদ 

    মিশর অথবা রোম সভ্যতা 

    তবেকি হেলেনের জন্য

    আবারও ধ্বংস হবে ট্রয় নগর ?

    আমার ভেতরে রোম পুড়বে দাউ দাউ 

    ঘৃণা-দুঃখ দিতে 

    কোন নবীন নিরো বাজাবে বাঁশি ? 

    তুমি যখন কাঁদো

    কবেকার / কাহার বিরহে কাঁদো /  কে জানে ?

    মেঘের জলীয়বাষ্প শুষে নিয়ে সব

    তোমার চোখে জলপ্রপাত নামে  এক বরষা

    আমি কী করে কাঁদি তখন বলো ?

    এক ফোঁটা জল থাকেনা কোথাও

    জলহীন জলশূণ্য চরাচর বিরাজ করে

    রাত্রি নামলে 

    তুমি ঘুমাও রাজ্যের সব স্বপ্ন বুকে ধরে

    স্বপ্নহীন আমি

    কী করে ঘুমাই বলো

    তাই জেগে থাকি অনন্ত রাত

    জানি আমি 

    দেবযানী

    কণ্টকাকীর্ণ গোলাপ তোমার খুব পছন্দ

    গোলাপ তো ফুটে আশার আলো নিয়ে

    তারপর মরে যায় আজকাল পরশুর প্রান্তে 

    দেবযানী যদি বলো

    রূপকথার রূপঙ্কর প্রবাল দ্বীপ থেকে

    অলঙ্ঘ্য পরিক্রমা শেষে 

    আমি আনতে পারি

    অব্যয় / অক্ষয় / অবিনশ্বর

    এক অবিশাস্য কালো গোলাপ

    জানি আমি

    অমূল্য  গোলাপ পেলে

    তুমি জেগে উঠবে আবার 

    এবং তুলে নেবে সমস্ত নিষেধাজ্ঞা

    হরতাল

    কারফিউ  

    জঙ্গি কাঁটাতার  বেড়া

    দেবযানী ক্ষতিকি

    ধরে রাখো তোমার

    সেই উত্তপ্ত ঠোঁট 

    কাঠকয়লার গন্ গনে্ আগুন

    চিমনির রহস্য ধোঁয়া

    আমি পিপিলিকা

    ঝাঁপ দেব 

    জ্বলেপুড়ে ছাই হব

    ছাই হবে  

    বিজ্ঞান / প্রযুক্তি / ইতিহাস / ভৌগোলিক অবকাঠামো

    পুড়ে  যাক রোম সভ্যতা /  ট্রয় নগর

    আমাকে ঘৃণা-দুঃখ দিতে

    কোনও  নবীন নিরোকি তখন  বাজাবে বাঁশি ? 

    দেবযানী আমি ভগবানের  অমৃত বাণী

    মরু তৃষ্ণা নিয়ে তোমার আগুন ঠোঁটে

    দীর্ঘ দীর্ঘ আসমুদ্রহিমাচল

    চুম্বন আঁকতে আঁকতে 

    পুড়তে পুড়তে

    জ্বলতে জ্বলতে

    পারদের মতো গলতে গলতে

    আমি হ'ব / তোমার ভেতর / বিলুপ্ত নগর 


     http://www.alokrekha.com

    13 comments:

    1. শর্মিলা সেনDecember 22, 2020 at 4:15 PM

      স্বপ্নে দেখা রাজকন্যা কবিতায় কবি মেহরাব রহমান সাধারণ কতগুলো শব্দ দিয়ে অসাধারণ এক কবিতা রচনা করেছেন। খুব সুন্দর প্রেমের কবিতায় মনটা ভরে উঠলো। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    2. নওয়াজীশ আলীDecember 22, 2020 at 5:41 PM

      কবি মেহরাব রহমান "স্বপ্নে দেখা রাজকন্যা " কবিতায় নিজের প্রেমের প্রতিফলন দেখতে পাই। খুবই অপরূপ এক কবিতা। কবি মেহরাব রহমান বরাবরই আমাদের সুন্দর কবিতা উপহার দিয়ে থাকেন। এই কবিতা তাদের মধ্যে অন্যতম। খুব সুন্দর উপমা। অনবদ্য মাত্রার কবিতা।

      ReplyDelete
    3. সোহান রায়হানDecember 22, 2020 at 5:49 PM

      এক একটি মুক্ত দিয়ে যেমন করে একটি মালা গঠিত হয় তেমনি শব্দের মালায় কবি মেহরাব রহমান "স্বপ্নে দেখা রাজকন্যা " কবিতা। কবিতাটা পরে মনটা ভরে গেল। অনেক অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    4. মিতা নূরDecember 22, 2020 at 5:58 PM

      কবি মেহরাব রহমান "স্বপ্নে দেখা রাজকন্যা " অনিন্দ্য প্রেমের কবিতা। কবিতাটা পড়ার পর মনটা ভরে গেল। অনেক অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    5. জয়দেব সাহাDecember 22, 2020 at 6:08 PM

      কবি মেহরাব রহমান "স্বপ্নে দেখা রাজকন্যা " অনিন্দ্য প্রেমের কবিতা হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। কবিতাটা ভালোবাসার এক অনন্য মাত্রা দান করেছে ।যা মনের মাঝে আঁচড় কাটে। অনেক অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    6. শামসের রানাDecember 22, 2020 at 7:43 PM

      কবি মেহরাব রহমান "স্বপ্নে দেখা রাজকন্যা " অনিন্দ্য প্রেমের চেতনার অভিব্যক্তি নিদারুন একটা কবিতা। খুবই ভালো লাগলো। অনেক ভালোবাসা কবি.

      ReplyDelete
    7. খুব খুব সুন্দর। যে মানুষ তার প্রেয়সীর জন্য এতো সুন্দর করে লিখতে পারে তার প্রেয়সী ভীষণ ভাগ্যবতী :) ভালো থাকবেন।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ