- সুনিকেত চৌধুরী
তোমার ওই খোলা পিঠের মসৃণতায়
নৌকা বিহারে যেতে
আমার একটা কাগজের নৌকা চাই
বানিয়ে দাও তুমি আমায় ছেলেবেলার সেই
বৃষ্টিভেজা দিনের মাধুরী
মিশিয়ে
উদ্দেশ্যহীন লক্ষ্যহীন এক যাত্রায়
রওয়ানা হতে !
আচর্য্য রকমের পৌঁছে
যাবার তাড়া হীন
অবিনাশী এক মোহন বাঁশীর সুরে
গুঞ্জরিত মোহনায় মিলে
গিয়ে
এক অনির্বচনীয় আনন্দ অবগাহনে যাবো
আমি
কাগজের ওই নৌকায় !
http://www.alokrekha.com
কাগজের নৌকা।কবিতায় - সুনিকেত চৌধুরী প্রেমের ভেলায় চড়ে ফায়ার যেতে চান সেই ছোটবেলায়। যেখানে সেই বৃষ্টিভেজা দিনের মাধুরী মিশিয়ে উদ্দেশ্যহীন লক্ষ্যহীন এক যাত্রায় যাওয়া। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে। অনেক ভালোভাসা প্রিয় কবি। ভালো থাকবেন।
ReplyDeleteকাগজের নৌকা।কবিতায় - সুনিকেত চৌধুরী আলোকরেখার কাছে বিনীত নিবেদন আমাদের সকলের প্রিয় সুনিকেত চৌধুরীর কবিতা বেশি বেশি করে প্রকাশ করতে। এই লকডাউন পরিস্থিতিতে এটাই আমাদের আসার আলো মন ভালো রাখার। যেমন কাগজের নৌকা।কবিতা পড়ে মনটা উৎফুল হয়ে উঠলো। অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন।
ReplyDeleteও মা আমার প্রিয় কবির কবিতা কাগজের নৌকা। কি যে ভালো লাগছে। আমি কোনোনায় আক্রান্ত ছিলাম তাই আলোকরেখা পড়া হয়নি। এখন সুস্থ হয়ে আলোকরেখা খুললাম আর আপন কবির লেখা পেয়ে গেলাম। অনেক অনেক ভালোবাসা কবি। ভাল থাকবেন সাবধানে থাকবেন। আবারো ভালোবাসা।
ReplyDeleteপ্রিয় কবি !
ReplyDelete