- সুনিকেত
চৌধুরী
আকাশ উজাড় করে
বৃষ্টি নামুক আজ
বাতাসের পরতে পরতে
মিশে থাকা জলকণার
ভেজা আদরে তোমার
ইন্দ্রিয় জুড়ে
আমার আকাংখাকে জোরদার করুক !
বিদ্যুৎ চমকাক সারাটা
আকাশ জুড়ে
আর সেই আলোর
ঝলকানি
জানিয়ে দিক তাবৎ
প্রতিবেশীকে
আজ বৃষ্টি, আজ
ছুটি, আজ মত্ততা
আজ শুধুই প্রেম
!
http://www.alokrekha.com
আজ বৃষ্টি।কবিতায় - সুনিকেত চৌধুরী প্রেমে আবিষ্ট মত্ততার প্রকাশ। আজ বৃষ্টি আকাশে মেঘ মনে কিন্তু প্রেমের রং। দারুন। আমাদের সবার প্রিয় কবি অনেক অনেক ভালোবাসা।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর আজ বৃষ্টি।কবিতায় প্রেমের যে অপরূপ রূপ অঙ্কন করেছেন তা অনন্য। খুব ভালো লাগলো।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর আজ বৃষ্টি।কবিতা যেন প্রেমে উচাটন মন। ভালোবাসায় মাখা কবিতাখানি। খুবই ভালো লাগলো পড়ে। অনেক ভালোবাসা আর শুভ কামনা প্রেমের কবি।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর আজ বৃষ্টি।কবিতা পড়ে মনটা উৎফুল্ল হল। বৃষ্টির দিনে সব কাজ বন্ধ রেখে শুধু ভালোবাসা এর থেকে সুন্দর আর কি হতে পারে। খুব মনঃপুত কবিতা। অনেক ভালোবাসা আমার প্রিয় কবি।
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর আজ বৃষ্টি।কবিতা পড়ে মনটা ভরে গেল। ছোট একটা কবিতায় ভালোবাসার বিশাল বর্ণনা কবিতাকে উত্তীর্ন করেছে হৃদয়ের কাছাকাছি। খুব ভালো লাগলো কবি। ভালো থাকবেন। সাবধানে থাকবেন।
ReplyDeleteআমার প্রিয় কবি সুনিকেত চৌধুরীর আজ বৃষ্টি।কবিতা পড়ে মনটা আনন্দে ভরে গেল। ছোট্ট কবিতায় কি বিশাল প্রেমের সমাহার। এ কেবল আমার কবিই লিখতে পারেন। ভালো লেগেছে যে আমি ভাষাহীন। আলোকরেখার কাছে নিবেদন তাঁর লেখা বেশি বেশি করে প্রকাশ করতে যাতে মনটা জুড়োতে পারি। অনেক অনেক অনেক ভালোবাসা আমার ভালোবাসার কবিকে। ভালো থাকবেন।
ReplyDelete