বারোয়ারী
জাহানারা বুলা।
মূলত, তোমাদের কাউকেই ভালোবাসি না আমি,
যাকে বাসি সে অন্য কেউ,
তাকে না পাওয়ার অন্তরালে
যে বেদনার বিমূর্ত ছবি আঁকছে জলকলমে
সেই বলে দিচ্ছে - একে, তাকে ভালোবাসার মিথ্যে সংলাপে ভরিয়ে দিতে।
ধরে নাও ভালো থাকার এ এক অভিনব কৌশল -
সমৃদ্ধশালী হয়ে বেঁচে থাকা!
আমাকে বা আমার কথিত "ভালোবাসি"কে
বিশ্বাস করো কেন,
ভালোবাসা কি বারোয়ারী হয়?
http://www.alokrekha.com
আপন মহিমায় আপনি উদ্ভাসিত অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
ReplyDeleteঅনেক ধন্যবাদ।
Deleteঅনেক ধন্যবাদ।।
Deleteজাহানারা বুলার কবিতা "বারোয়ারী" পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসা তো বারোয়ারি হয় না। সে আপন মহিমায় অনন্য। ভালবাসার অনবদ্য রূপ কবি তার কবিতায় অংকিত করেছেন। দারুন একটা প্রেমের কবিতা। অনেক ভালো লাগলো কবি।
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Deleteএকজন কবি তার কবিতায় যে ছবি আঁকেন, যে অনুভবের কথা বলেন, যে গানের সুর তোলেন সেটা যখন তার সহজাত স্বতঃস্ফূর্ততায় ঝর্ণার মত স্রোতস্বীনি হয় তখন সেটা আমাদের প্রাত্যহিক দৈনন্দিনতায় হয়ে ওঠে সার্বজনীন! একান্ত সহজ সরল বাক্য চয়নে আমাদের সবার কথাই যেন কবি বলেছেন তার "বারোয়ারী" কবিতায়! শুধু একটা জায়গায় কবি আমাদের থেকে স্বতন্ত্র, সেটা হলো তার অকপট স্বীকারোক্তি! যা কিনা আমরা সাধারণতঃ পারিনা! তবে কবি আমাদেরকে একেবারে বেকসুর খালাস দেননি! কবিতার শেষে তিনি আমাদেরকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন আমাদের নিজেদের বিবেকের সামনে! সবিনয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন, " ... ভালোবাসা কি বারোয়ারী হয়?"
ReplyDeleteআমরা আপনার কবিতা নিয়মিত "আলোকরেখায়" পড়তে চাই!