দীপক মুখোপাধ্যায়
॥ ॥ ॥ ॥ ॥ ॥
নিদ্রাহীন রাত কাটে
আজকাল ,
বিছানায় জেগে থাকি
শরীরী গন্ধ পাই তোমার ;
মৌন হয় না মুখ
শরীর আর শরীরের সঙ্গে
কথা বলে না ।
মনে হয় কতো যোজন দূরে আমি .....
দিগন্তের ওপারে নিদ্রাহীন ।
গাঢ় অনীহায় শরীর কখনও
শরীর ছুঁলে
এখন আর শিহরিত হই না
অনেক , অনেক যোজন দূরে
বাস করি আমি ------, নিদ্রাহীন ।
@ দীপক
http://www.alokrekha.com
কবি দীপক মুখোপাধ্যায় "জীবন যেমন" কবিতায় জীবনের যে তত্ব তুলে ধরেছেন তা অনন্য। খুব ভালো লাগলো পড়ে। আশা করবো তার আরো লেখা নিয়মিত পাবো। শুভ কামনা।
ReplyDeleteনমস্কার ভালো থাকুন | আর এভাবেই পাশে থাকুন |
Deleteকবি দীপক মুখোপাধ্যায়ের "জীবন যেমন" কবিতা আপন মহিমায় আপনি উদ্ভাসিত। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো । ভালো থাকবেন।
ReplyDeleteভালোবাসা রইলো
Deleteকবি দীপক মুখোপাধ্যায়ের "জীবন যেমন" কবিতা আলোকরেখাকে আর একটি মাত্রা দান করেছে।খুব ভালো লাগলো পড়ে।
ReplyDeleteকবি দীপক মুখোপাধ্যায়ের "জীবন যেমন" কবিতা আলোকরেখাকে সমৃদ্ধ করেছে। জীবনের এই হালচাল অপরূপ ভাবে তুলে ধরেছেন ,যেমন বিনিদ্র রজনী বিছানায় জেগে থাকা শ্বাস পতনের শব্দ শোনা শরীরী গন্ধ পাওয়া শরীর আর শরীরের সঙ্গে মনে হয় কতো যোজন দূরে কথাগুলো কবিতাকে নিয়েগেছে বাস্তবের এক সত্য পর্যায়। খুব ভালো লাগলো। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteশুভেচ্ছা নিরন্তর
Deleteভালোবাসা রইলো |
Deleteবাহ্ ! চমৎকার চিত্রকল্প
ReplyDeleteনির্দ্বিধায় দারুন সত্য প্রকাশ
মানবিক ঘ্রান পাই
কবি আমার অভিবাদন গ্রহণ করুন
ভালোবাসা রইলো
Deleteআমার ভালোবাসা আর শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন সকলে ।
ReplyDeleteবাহ্ ! নির্দ্বিধায় নিদারুন সত্যিগুলো বলে ফেললেন কবি। খুব সুন্দর !
ReplyDeleteশুভেচ্ছা নিরন্তর |
Deleteঅনেক ধন্যবাদ সকলকে । শুভেচ্ছা নিরন্তর । এভাবেই পাশে থাকুন ।
ReplyDeleteKhub bhalo porlam
ReplyDelete