শুধু যৌনতা (কবিতা )
দীপক মুখোপাধ্যায়
সব কথার মানে হয় না
সব ফুলের সুঘ্রাণ হয় না
যেমন দু ' পেগ খেলেই কেউ
চিলে কোঠার ছোটো ঘরে নির্জন
অপরান্হে কোন নারীকে আলিঙ্গন
করলে প্রেম হয় না …;
ওষ্ঠে গভীর চুম্বন করলে সুখী হওয়া
যায় না ।
কোন নারীর কাঁধে হাত রেখে
ভালোবাসি বললেই ভালোবাসা হয় না
অন্ধকার আইনক্সে সিনেমা দেখলেই
প্রেম হয় না ।
প্রেক্ষাগৃহে আলো নিভে গেলে
আঙুলে আঙুল ছোঁয়ালেই মিলন হয় না
বাবুঘাটে বিসর্জনের দিন তোমার শরীর
ছুঁলেও বড় নিঃসণ্গ লাগে ।
আউট ট্রাম ঘাটের পাশে
ভাঙা চোরা চেহারার যুবক মিলির
চিবুক তুলে আতি পাতি খোঁজে
তবুও প্রেম হয় না ।
শুধু যৌনতার জন্য চেয়ে আছে পথ
ভেঙে পড়া খোঁপাটা আলগোছে তুলে নিয়ে
মিলি বলে ........প্রেম কোথায় গো
এতো যৌনতা ।
http://www.alokrekha.com
শুধু যৌনতা কবিতায় কবি দীপক মুখোপাধ্যায় জীবনের অধ্যায় রচনা করেছেন। যেখানে শুধু কার্য্য দিয়েই সিদ্ধি লাভ করে যায় না। খুব ভলো লাগলো কবিতাটা পড়ে। শুভ কামনা কবি।
ReplyDeleteশুধু যৌনতা কবিতায় কবি দীপক মুখোপাধ্যায় জীবনের যাপনের যে সংজ্ঞা দিয়েছেন তা অনবদ্য। আসলেও সব কথার মানে হয় না প্রেম থাকলেই ভালোবাসা হয় না। নিগূঢ় তত্ব। ভালো লাগার কবিতা। ভালো থাকবেন কবি।
ReplyDelete"শুধু যৌনতা" কবিতায় কবি দীপক মুখোপাধ্যায় জীবনের সত্যিগুলো তুলে ধরেছেন। আমরা যা কিছু করি সব কিছুর কি সঠিক মানে হয় ? কবিতাটা আমাদের কার্য্যকে প্রশ্ন বিদ্ধ করেছে। ভালো লাগলো পড়ে। আলোকরেখাকে অনেক ধন্যবাদ এমন কবিকে পরিচয় করিয়ে দেবার জন্য।
ReplyDeleteকবি দীপক মুখোপাধ্যায়ের কবিতা "শুধু যৌনতা" ভালো লাগলো পড়ে। যেখানে ভালবাসা নেই সেই অষ্ঠ চুম্বনের অযোগ্য। আর ভালোবাসা না থাকলে যে কোন মিলনেই সাধু যৌনতাই। খুব ভালো বলেছেন কবি। আপনার আশীষ কামনা করি।
ReplyDelete