রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক করোনা পজিটিভ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
বুধবার মিতা হকের পরিবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।
পরিবার জানায়, মিতা হক এখন ভালো আছেন। গত ৫ বছর যাবৎ নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন কিন্তু এক সপ্তাহ আগে তিনি কোভিড আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন।
পরিবার জানায়, যেহেতু তিনি ডায়ালাইসিস রোগী এবং কোভিড আক্রান্ত তাই তাকে নিবিড় পরিচর্যার জন্য হসপিটালে স্থানান্তর করা হয়েছে। অনেকে আতঙ্কিত হয়ে, ভালোবেসে ফেইসবুকসহ বিভিন্ন গ্রুপে মিতা হক সংকটাপন্ন, দোয়া চাই এসব লিখে পোস্ট দিচ্ছেন।
পরিবার থেকে বলা হয়েছে, মিতা হকের শারীরিক অবস্থা এখনো নিয়ন্ত্রণে। সবার ভালোবাসা এবং দোয়ায় আশা করছি তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে দ্রুত বাসায় ফিরতে পারবেন।
মিতা হকের দ্রুত আরোগ্য কামনা করছি ।
ReplyDeleteআমার বিশেষ প্রার্থনা
ReplyDeleteপ্রিয় শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করি