প্রশ্নবিদ্ধ নারী
হোসনে আরা জেমী
যখনই প্রশ্নবিদ্ধ করছো নারীকে
তখন নারী পাখা মেলছে মুক্ত আকাশে
মমতা ভরা মন নিয়ে নারী চলেছে নদী পথে সাগর সংগমে
বাঁধা এসেছে পলে পলে
পরিবর্তনের চ্ছটায়
নারী পালটেছে তার রূপ
স্বভাবে, কথায় এনেছে দৃঢ়তা
আর তখনি তাঁকে বলেছো প্রতিবাদি!!
মানুষ রূপে নারীকে পেতে হয়েছে অপবাদ
নষ্টাচার, ভ্রষ্টাচার, বেশ্যা, পতিতা
এইসব অপবাদ সইতে সইতে
মায়াবতী নারী হয়েছে কঠিনে কঠিনা।।
অস্তিত্বহীন পৃথিবীতে নিজের অস্তিত্ব খুঁজে পাবার লড়াইয়ে এগিয়ে যাবার প্রত্যয় ।
নারীও মানুষ
নারী মা, জননী
যার উদরে জন্মেছে
প্রতিটি প্রগতিশীল মানুষ
মানুষের নষ্টাচারে বিলীন কত কত নারী ,
নারী জীবনের জোয়ার ভাটায়
ঢেউ খেলেনা, কলধ্বনি তোলেনা
হারিয়ে যায় কালেরস্রোতের অন্ধকারে।
আর তখনি নারী
নারী মুক্তির আশায় আঘাত করে
ভেঙে দিয়েছে সংস্কার যুক্ত প্রাচীন প্রথার প্রাচীর
হেঁটেছে অলোর পথে নারীমুক্তির আলো জ্বালিয়ে
স্বপ্ন দেখছে এক নতুন পৃথিবীর
সেই পৃথিবীর নাম মানবিক পৃথিবী।।
http://www.alokrekha.com
প্রশ্নবিদ্ধ নারী কবিতায় কবি হোসনে আরা জেমী নারীর যে রূপ তুলে ধরেছেন তা অতুলনীয়। খুব ভালো লাগলো পড়ে। শুভ কামনা কবিকে।
ReplyDeleteহোসনে আরা জেমী প্রশ্নবিদ্ধ নারী কবিতা অতুলনীয়।"মানুষ রূপে নারীকে পেতে হয়েছে অপবাদ নষ্টাচার, ভ্রষ্টাচার, বেশ্যা, পতিতা এইসব অপবাদ সইতে সইতে
ReplyDeleteমায়াবতী নারী হয়েছে কঠিনে কঠিনা।।অস্তিত্বহীন পৃথিবীতে নিজের অস্তিত্ব খুঁজে পাবার লড়াইয়ে এগিয়ে যাবার প্রত্যয় " খুব ভালো লাগলো পড়ে। শুভ কামনা কবিকে।
হোসনে আরা জেমী প্রশ্নবিদ্ধ নারী কবিতা।মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDelete