শিরোনামহীন
- সুনিকেত চৌধুরী
পুঞ্জীভূত ভালোলাগা আলো জমে জমে
সদর দরোজার কার্নিশ ছুঁয়েছে যখন
অনির্বানের পুজোর ঘন্টাধ্বনি শোনা গেল
দূর পাহাড়ের মন্দির থেকে,
নৃত্যরত আমরা তখন গাইলাম একসাথে
চোখে চোখ রেখে!
যখন ডেকে বলি,
"আলো আমার আলো ...
" তখন পৌঁছে গেছি নিজগৃহে!
ভগবানের কাছে প্রশ্ন রাখি,
সবশেষে সবকিছু
সমগ্র সত্ত্বায় সমাহিত হবে কেমনে?
শেষ অংকের শেষ দৃশ্য বলে
আছে কোনো কিছু?
প্রতি নিয়ত নতুন জনম
অতঃপর মুহূর্তেই মরণ –
এর মাঝে
"জীবন"
কোথায়?
এক চাওয়া-পাওয়া শেষে
অন্য চাওয়া শুরুর মাঝের শূন্যস্থান
নাকি সুখের বসতি -
নিতান্ত নগন্য, চোখের পলকের মত দীর্ঘস্থায়ী
ওই যে স্থান
বোধহীন, অনুভূতিহীন, স্পর্শহীন
অনন্ত একটা কিছু -
ওই ওখানেই তো আছি !
কবি সুনিকেত চৌধুরীর "শিরোনামহীন "- আপন মহিমায় আপনি উদ্ভাসিত এক কবিতা। অনন্য উপমা।কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। খুব ভালো লাগলো কবি। ভালো থাকবেন। সাবধানে থাকবেন।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর "শিরোনামহীন "- অনবদ্য কবিতা ! একজন দক্ষ প্রিয় কবির কাছ থেকে এমন অভিব্যক্তি কাম্য । আমি অপেক্ষায় থাকি কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।
ReplyDelete