- আশরাফ
আলী
রাত্রির মধ্য প্রহরে অনাবিল আনন্দ বিলায়
বসন্ত বাগানে আবির্ভুত
নতুন মালী
শরীরের ভাঁজে ভাঁজে
আদি সুগন্ধ পাগল
পারা
পল্লবিত বহুকাল তৃষিত সকল ডাল-পালা -
বসন্ত এনেছে মালী,
নাকি মালী বসন্ত
প্রয়োজন নেই চুলচেরা
বিশ্লেষণের ,
বরং এস উপগত
হই রসনা বিলাসে
অনুভবে জেনে নেই
বসন্ত নাকি মালী
এসেছে মহামারী শেষে
!
শিথিল হোক পেশী
সকল, তনু-দেহ-মন
অর্পিত হোক সকল বিশ্বাস আরবার
এই মহামারী শেষে!
http://www.alokrekha.com
কবি আশরাফ আলীর আরবার এই মহামারী শেষে ! কবিতাটা খুব পজেটিভ। খুব ভালো লাগলো এই কোরোনা কালে এমন একটা কবিতা পড়ে। আশা করি কোরোনা শেষে আসবে আমাদের বসন্ত। কবিকে অনেক শুভেচ্ছা।
ReplyDeleteচারিদিকে মহামারী আর খারাপ খারাপ খবর। স্বজন হারানোর বেদনা। তার মাঝে কবি আশরাফ আলীর আরবার এই মহামারী শেষে ! কবিতাটা ভালো লাগার বসন্ত বাতাস বয়ে নিয়ে আসলো। এই মহামারীর শেষে কবির সাথে আমরাও বলতে চাই আবার পৃথিবী সুন্দর হোক। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteচারিদিকে মৃত্যুর মিছিল আর ভালো লাগে না। কোন কিছুতেই মন বসাতে পারি না। তবুও হঠাৎ করেই এক রকম আলোকরেখা খুলে বসলাম। আর পেয়ে গেলাম এক আশাবাদী বার্তা। কবি আশরাফ আলীর আরবার এই মহামারী শেষে ! কবিতাটা পড়ে খুবই ভালো লাগছে। ভাবতে ভালো লাগছে আবার সব আগের মত বসন্ত আন্দোলিত করবে আমাদের। ভালো থাকবেন কবি ও আলোকরেখার সংশ্লিট সবাই। শুভেচ্ছা নিরন্তর।
ReplyDeleteকবি আশরাফ আলীর আরবার এই মহামারী শেষে ! অনবদ্য জীবনবাদী কবিতা ! একজন কবির কাছ থেকে এমন অভিব্যক্তি কাম্য । অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি ।
ReplyDeleteকবি আশরাফ আলীর আরবার এই মহামারী শেষে ! অনবদ্য জীবনবাদী কবিতা ! কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। গহীন জগতে কখনো ঝড় আবার শান্ত যদি আবার কখনো জোয়ার ভাটায় আবার খরস্রোতা। । নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteখুব ভালো লাগলো কবিতা
ReplyDeleteআপনার কবিতা পড়ে আরবার বারবার
কৃষ্ণকালো সুড়ঙ্গের শেষ প্রান্তে আশার অনির্বান প্রদীপশিখা দেখলাম
অভিনন্দন কবি