কবিতা এক অখণ্ড সময়ের গল্প
মেহরাব রহমান
মন্দ হাওয়া বয়
বন্ধ্যা সময় … বিবর্ণ চৈতন্যে ঘূর্ণিঝড় আজ
ভেতরে কাঠঠোকরা …
খুঁটেখুঁটে খায় স্বর্ণালী সকাল … বিকেল … সন্ধ্যা …রাত্রি
...
তড়িঘড়ি রোদ পড়ে যায়
ছাইমাখা বিষাদ শীতসন্ধ্যা …
দুষ্টু চিন্তা গিলে খায় ভবিষৎ ...
আয় …আয় …
ঘুমরাত্রির ...
ঘুমপাড়ানির নানা উদযাপন
তথাপি অন্যরকম ব্যতিক্রমে
কম্পিত সন্ন্যাস জীবন
...
জীবাণু যুদ্ধের ডামাডোল বাজে
বন্দী জীবনে তাই এত বিশ্রাম
চিন্তা
অবান্তর এতসব মৃত্যু ঘেরাটোপে
চুল্লির আগুন দাউদাউ জ্বলে
দহনে দাহ্য প্রেম
অরণ্যচুম্বন
স্খলন শেষে শীৎকার
ইত্যাকার দৈহিক ক্রোধ
ইরাজারে
হিসাবের খাতা থেকে
সাময়িক মুছে দিয়েছি
বুঝেছি … বুঝেছি এখন শুধু
ম্যারাথন … উষ্ণতায় ডুবে থাকা
এই শীতে ভাবছি
আমি আর সে
সে আর আমি
আমরা আর বেরুবোনা
পশমি কম্বলের নীচে----------
বেলা বয়ে যায়
প্রাণে লাগে বায়
অমৃত পরান
কোথা চলে যায়
অন্তর অন্তরীণ হয়
বিষাক্ত বিষ … কাঠঠোকরা
... বিষ ঠোকরায় ...
অসময়ে কার যেন শেষ যাত্রা ...
প্রাণ কাঁদে হায় !
বালিশের নীচেই তারবিহীন
বৈদ্যুতিন ঘন্টির বোতাম রাখা
তর্জনী দিয়ে ছুঁয়ে দিতেই
বেজে উঠে টুং টাং টুং
তরঙ্গমূর্ছনা ...
ছুটো আসে কেউ একজন
হতে পারে দেবদূত
হাতে আসমানী খাবার
স্বর্ণ ভোরের উপঢৌকন
ইতালিয়ান সদ্য ব্রিউ করা কফি
মাখন মাখানো
মসৃন চিনি ছিটানো
ফরাসি পাউ
আধপাকা মেক্সিকান কলা
জাপানি ফুলতোলা বেলোয়ারী গেলাসে
পানীয় জল
পূর্ণ চাঁদ … অক্ষত কুসুম … ডিম পোচ ...
যদিবা অপরিহার্য প্রাকৃতিক প্রয়োজন
একটুকরো অথবা একখন্ড
সময়
ঠিক আছে
ঠিক আছে … হতে পারে …
আইন ভঙ্গ হবে না একদম ...
'CAUSE NECESSITY
KNOWS NO LAW'
দুপুর গড়িয়ে বিকেল
বিকেল গড়িয়ে সন্ধ্যা
সন্ধ্যার তীরে রাত্রির
নদী
যুগল প্রেম বন্যায় ভাসে
রাত শেষে সূর্যভোর
আবার জীবনের সমুদ্র গর্জন
এই শীতে ভাবছি
আমি আর সে
আমরা আর বেরুবোনা
পশমি কম্বলের নীচে -------------------
বেলা বয়ে যায়
প্রাণে লাগে বায়
অমৃত পরান
কোথা চলে যায়
অন্তর অন্তরীণ হয়
বিষাক্ত বিষ … কাঠঠোকরা
... বিষ ঠোকরায় ...
অসময়ে কার যেন শেষ যাত্রা
...
প্রাণ কাঁদে হায় !
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবাণী
আজ বরফ বৃষ্টি নামবে একটু পরেই
দামাল হওয়া ঝড়ের দাপট
আওয়াজ শুনতে পাচ্ছি
এই গোলার্ধে সিংহভাগই
ঘড়ির কাঁটা ধরে চলে
সান্ধ্যকালীন জল খাবার
খেতে হবে
বালিশের নীচেই তারবিহীন
বৈদ্যুতিন ঘন্টির বোতাম
তর্জনী দিয়ে ছুঁয়ে দিতেই
টুং টাং টুং তরঙ্গ মূর্ছনায় …
কেউ একজন আসছে
পায়ের আওয়াজ পাওয়া যায়
হয়তো লৌকিক পৃথিবী
থেকে বিদায় নিয়েছি আমি ও সে
বেশ কিছুকাল ...
সেই কোন কৈশরদুপুরে
তেপান্তরের মাঠে
কুড়িয়ে পেয়েছি
আলাউদ্দিনের এক আশ্চর্য
প্রদীপ
সেই চেরাগ গচ্ছিত হৃদয়ের নিরাপদ
জানালাবিহীন গোপন ঘরে
দেখো দেখো ঘোষতেই হাজির
চেরাগের দৈত্য
বলিষ্ঠ কণ্ঠের বিনীত উচ্চারণ
হুকুম করুন জাহাপনা
I can hear the sound of a
Broken drum beat
That overwhelmed my
ocean withIn
I see the faded weird
frosty rainforest
of amazon ..
আদেশ করতেই চলে এলো
পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে মচমচে
পোড় খাওয়া তেলে ভাজা
মুড়ি
আহা সুগন্ধ মৌ মৌ
সঙ্গে গরম তেলে দাগানো
মটরসুটি
দাঁত দিয়ে কুড়মূড় মূড়মূড় করতেই
অদ্ভুত সব বিকলাঙ্গ ধ্বনি
ভাঙ্গনের শব্দ শুনি
বুকের গহন গহীনে কে যেন
করাত কলে কাটে হৃদপিন্ড ... কর্ কর্ কর্ কর্
আহা মাইলস ডেভিস
তার স্যাক্সোফোন এ
উচ্চাঙ্গ কবিতা গায়
অনর্গল বিমূর্ত গান বাঁধে
কোথায় যেন ছন্দপতন ...
নীলয়ের তার ছিঁড়তে ছিঁড়তে
জীবনের খরস্রোতা নদী পুনরায় ...
নির্মাণ করে পবিত্র প্রভাত
ভোরের নুতন সূর্য জাপ্টে ধরে রাখে শক্ত হাতে
কি দারুন উত্তপ্ত প্রেমিক এবং
প্রেমিকার এক মোহনায় মহামিলন
নদীতরঙ্গ ভঙ্গ হয়
সে এপার ভাঙে ওপার গড়ে
…
এভাবেই আমাদের জাদুবাস্তবের
মায়াবী নৈশভোজের পর
মধ্যরাতের মানসপটে আঁকা হয়
জীবনের বাস্তব কিছু জলছবি
আমি আর সে
আমরা আর বেরুবোনা
পশমি কম্বলের নীচে ----------------------
বেলা বয়ে যায়
প্রাণে লাগে বায়
অমৃত পরান
কোথা চলে যায়
অন্তর অন্তরীণ হয়
বিষাক্ত বিষ … কাঠঠোকরা
... বিষ ঠোকরায় ...
অসময়ে কার যেন শেষ যাত্রা
...
প্রাণ কাঁদে হায় !
http://www.alokrekha.com
কবিতিকা কবিতিকা নয় কবিতা এক অখণ্ড সময়ের গল্প কবি মেহরাব রহমানের অনন্য কবিতা। চারিদিকে মন্দ হাওয়া বন্ধ্যা সময় বিবর্ণ চৈতন্যে ঘূর্ণিঝড় আজ।
ReplyDeleteভেতরে কাঠঠোকরা খুঁটেখুঁটে খায় স্বর্ণালী সকাল বিকেল সন্ধ্যা রাত্রি কবির হৃদয় নিংড়ানো অনুভূতির কি গভীর প্রকাশ। সমসাময়িক সময়ের চেতনার অভিব্যক্তি এই কবিতা। নিদারুন একটা কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
কবিতিকা কবিতিকা নয় কবিতা এক অখণ্ড সময়ের গল্প কবি মেহরাব রহমানের অনন্য কবিতা। দারুন নিরিক্ষা ধর্মী লেখা ।কবি মেহবার রহমানের কবিতা পড়তে এত ভাল লাগে । ওনার কবিতা সত্যিকারের কবিতা হয় ব্যকারন সম্মত ।অনেক ভাল থাকুন কবি ।
ReplyDeleteকবিতিকা কবিতিকা নয় কবিতা এক অখণ্ড সময়ের গল্প কবি মেহরাব রহমানের অনুপম কবিতা। প্রতিটা পংতি মনটা ভরিয়ে দিল। আমরা অপেক্ষায় থাকি কবি মেহরাব রহমানের কবিতার জন্য। মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি মেহরাবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । কবিতা কুঞ্জ
ReplyDeleteবিশ্বের এই হালে কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে আলোকরেখায় খুঁজে ফিরি নতুন কিছু। মাঝে মাঝে পাই। মাঝে মাঝে হতাশ মনে ফিরে যাই। আজ কবি মেহরাব রহমানের "কবিতিকা কবিতিকা নয় কবিতা এক অখণ্ড সময়ের গল্প" পড়ে খুব ভালো লাগছে। সময় উপযুক্ত লেখা। অনিন্দা লেখা।
ReplyDeleteকবিতিকা কবিতিকা নয় কবিতা এক অখণ্ড সময়ের গল্প কবি মেহরাব রহমানের অপ্রতিম অতুলনীয় কবিতা। মনটা ভরিয়ে দিল। এই অসময়ে পৃথিবী যখন এক অতিমারীর কাল যাপন করছে তখন এই কবিতা স্বস্তির নিঃশ্বাস। ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন এই কামনা করি।
ReplyDeleteকবিতিকা কবিতিকা নয় কবিতা এক অখণ্ড সময়ের গল্প কবি মেহরাব রহমানের দীর্ঘ সুন্দর পরীক্ষা ধর্মী কবিতা। খুব ভালো লাগলো পড়ে। শুভেচ্ছা !
ReplyDelete