মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে আমার,
কবিতার বুলবুল ।।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
মোর প্রিয়া হবে এসো রাণী,দেব খোঁপায় তারার ফুল গানটি আমার খুব প্রিয়। প্রিয়াকে সাজানোর এমন উপমা পাওয়া দারুন। আলোকরেখা দারুন চিত্র উপস্থাপন করে গানটির অন্য মাত্রা যোগ করেছে। রাধা কৃষ্ণের এই ছবিটা এই গানের ক্ষেত্রে অপরূপ সংযোজন। আমার খুব ভালো লেগেছে। আর শ্রীকান্তের আমি বরাবরই দারুন ভক্ত। খুব ভালো প্রযোজনা।
ReplyDeleteমোর প্রিয়া হবে এসো রাণী,দেব খোঁপায় তারার ফুল গানটি আমার খুব প্রিয়।তার উপর ছবিটি দৃষ্টি নান্দনিক। শ্রীকান্ত আচার্যের গলায় অনেক মানিয়েছে। আলোক রেখাকে অনেক ধন্যবাদ।
ReplyDeleteমোর প্রিয়া হবে এসো রাণী,দেব খোঁপায় তারার ফুল গানটি সুন্দর ও প্রযোজ্য চিত্র সহকারে প্রকাশ করার জন্য আলোকরেখাকে ধন্যবাদ। আলোকরেখা আমার প্রিয় এই জন্য। শুধু সাহিত্যের বড় বড় বুলি নয় সব কিছুই পাওয়া যায় এখানে। মনের খোরাক পাওয়া যায়। অনেক অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
ReplyDeleteআমি যখনই সময় পাই আলোকরেখা খুলে বসি। কখনো ভালো হতাশ হয় কিছু না পেয়ে। আমার আনন্দিত হই ভালো কিছু পেলে। যেমন আজ "মোর প্রিয়া হবে এসো রাণী,দেব খোঁপায় তারার ফুল" গানটি। যেমন দৃষ্টি নন্দক তেমনি শ্রুতি মধুর। আন্তরিক ভালোবাসা।
ReplyDelete