Fake It Until You Make It!
পুরোনো বা নতুন, সেকালের অথবা সাম্প্রতিককালের, সংস্কারাচ্ছন্ন বা সংস্কারমুক্ত সব সময়ের বা সব ধরণের Motivational Speakers একটা ব্যাপারে সবসময়েই একমত: Fake It Until You Make It!
আমাদের জীবনের বর্তমান সময়ের এই বদ্ধ আর অবরুদ্ধ গৃহকোণে ভবিষ্যৎহীন, পরিকল্পনাহীন, ছন্দহীন দিবা-রাত্রিতে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা গুনতে গুনতে আমরা ছল করবো, মুখে হাসি ফোটাবো দক্ষ অভিনেতার মত! আমরা আমাদের সন্তানদের, আমাদের সহমর্মীদের ,আমাদের সহকর্মীদের বলবো, “আসিতেছে শুভদিন! তাকিয়ে দেখো ওই দিগন্তে, নিঃসীম নীরবতায় নিঃশব্দের ওই আলোকরেখা নতুন একটা সকালের, নতুন একটা দিনের আগমনী বার্তা নিয়ে আসছে!”
আমরা মুখের এই মেকি হাসি, কণ্ঠের এই মেকি আশাবাদ দিতেই থাকবো, দিতেই থাকবো যতদিন না সেই সূর্য্যসকাল ঘোষণা করে কোরোনা হয়েছে অতীত !
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ