- সুনিকেত চৌধুরী।
এই যে সমুদ্র, এই যে নদী, এই যে নন্দিত নগর
এই দ্বিপ্রহরে এক দন্ড অবসর
দিয়ে দেয়া গেলো তোমাকে !
সেইসাথে দেয়া গেলো আমাদের দু'জনার
ফেলে আসা সবগুলো স্বর্ণালী সন্ধ্যা,
আমাদের দু'জনার হাত ধরাধরি হাঁটা!
আর সেদিনের সেই প্রথম চুমু!
আমার নাক-মুখ গোজা তোমার
বুকের মধ্যিখানে -
তাও দিয়ে দেয়া গেলো !
এর পরেও কি বলবে তুমি
"লিখছো তো বেশ!"
http://www.alokrekha.com
বহুকাল অপেক্ষায় থাকতে হয় কবি সুনিকেত চৌধুরীর কবিতার জন্য। জানি না এটা কবির ইচ্ছে না আলোকরেখার অপারগতা। কিন্তু আমরা তাঁর ভক্ত। এই অতিমারীর কালেও আমাদের উদ্দীপনা দেয় তাঁর কবিতা। খুব ভালো লাগলো।
ReplyDeleteবহু প্রতীক্ষিত কবি সুনিকেত চৌধুরীর কবিতা তুমি !.ছোট্ট পরিসরে প্রেমের অভিমানী কবিতা যা অনন্য করেছে কবিতাকে। খুব ভালো লাগলো পড়ে। কবিকে আমার আন্তরিক শুভেচ্ছা।
ReplyDeleteওমা কতদিন পর কবি সুনিকেত চৌধুরীর কবিতা তুমি !পেলাম। আমার শরীরটাও খুব খারাপ ছিল। আমায় করোনা ধরেছিলো। মরতে মরতে বেঁচেছি সবার প্রার্থনায়। আলোকরেখায় বসতে পারিনি। আজ এলাম। আমার কতটা ভাগ্য যে এসেই আমার প্রিয় কবির কবিতা পেলাম। অনেক ভালোবাসা কবি। আমার জন্য প্রার্থনা করবেন।
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর কবিতা তুমি ! হৃদয় নাড়া দিল। কতটা বাস্তব। দু'জনার ফেলে আসা সবগুলো স্বর্ণালী সন্ধ্যা,দু'জনার হাত ধরাধরি হাঁটা!প্রথম চুমু!নাক-মুখ গোজা তোমার বুকের মধ্যিখানে তাও দিয়ে দেয়া জীবনের সব কিছু দেওয়া শেষে শুনতে হয় "লিখছো তো বেশ!" খুব সুন্দর করে উস্থাপিত করা হয়েছে এখানে। অনেক শুভকামনা কবি।
ReplyDeleteবহু প্রতীক্ষিত প্রিয় কবির কবিতা! অনেক শুভকামনা
ReplyDelete